ETV Bharat / sports

অশ্বিনকে স্লেজিং করায় ক্ষমা চাইলেন অজি অধিনায়ক - RaviChandran Aswin

লড়াই যখন চালাচ্ছেন অশ্বিন ও হনুমা, সেই সময় বেশ কয়েকবার অশ্বিনকে স্লেজ করতে দেখা গিয়েছে অজি অধিনায়ককে৷ একবার স্টাম্প মাইকে তাঁর কথা শোনা গিয়েছে৷ আর তা নিয়েই বিতর্ক তৈরি হয়৷

aus-vs-ind-tim-paine-apologises-for-his-conduct-at-scg-taunting-ravichandran-ashwin
অশ্বিনকে স্লেজিং করায় ক্ষমা চাইলেন অজি অধিনায়ক টিম পেইন
author img

By

Published : Jan 12, 2021, 6:18 PM IST

সিডনি, 12 জানুয়ারি : ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন৷ সোমবার সিডনিতে রবিচন্দ্রন অশ্বিনকে স্লেজিং করার জন্য ক্ষমা চাইলেন তিনি৷ মঙ্গলবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন৷ বলেছেন, "আমি একজন মানুষ৷ আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি৷"

এখন অস্ট্রেলিয়ায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ চলছে ৷ এই সিরিজের তৃতীয় টেস্ট সোমবার শেষ হয়েছে সিডনিতে৷ পঞ্চম দিনে ম্যাচ ড্র করার জন্য হার না মনোভাব দেখিয়েছে ভারতের তিন ব্যাটসম্যান পূজারা, অশ্বিন ও হনুমা৷ বিশেষ করে ম্যাচের শেষ 50 ওভার যেভাবে রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী ব্যাট করেছেন, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সবাই৷

আর সেই লড়াই যখন চালাচ্ছেন অশ্বিন ও হনুমা, সেই সময় বেশ কয়েকবার অশ্বিনকে স্লেজ করতে দেখা গিয়েছে অজ়ি অধিনায়ককে৷ একবার স্টাম্প মাইকে তাঁর কথা শোনা গিয়েছে৷ আর তা নিয়েই বিতর্ক তৈরি হয়৷ সেই বিতর্কে ইতি টানতেই ক্ষমা চাইলেন টিম পেইন৷ তবে স্লেজিং করার জন্য টিম পেইনকে শাস্তির মুখে পড়তে হয়েছে৷ তাঁর ম্যাচ ফি থেকে 15 শতাংশ কেটে নেওয়া হয়েছে৷

আরও পড়ুন : বর্ণবিদ্বেষ বিতর্কে সিরাজ ও ভারতের পাশে দাঁড়ালেন ওয়ার্নার

পাশাপাশি এদিন তিনি নিজের নেতৃত্বের কথাও বলেছেন৷ সোমবার সিডনিতে তিনি ভালো নেতৃত্ব দিতে পারেননি বলে জানিয়েছেন৷ তাঁর জন্যই তাঁর দল ভালো খেলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি৷ আর এই প্রসঙ্গেই তিনি অশ্বিনকে স্লেজ করার কথা তোলেন৷ তিনি জানান যে মুখ খোলার পর ক্যাচ ফেলেছেন তিনি৷ পরে এই বিষয়টি নিয়ে দুজনে হাসাহাসি করেন বলেও জানিয়েছেন টিম পেইন৷

সিডনি, 12 জানুয়ারি : ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন৷ সোমবার সিডনিতে রবিচন্দ্রন অশ্বিনকে স্লেজিং করার জন্য ক্ষমা চাইলেন তিনি৷ মঙ্গলবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি ক্ষমা চেয়েছেন৷ বলেছেন, "আমি একজন মানুষ৷ আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি৷"

এখন অস্ট্রেলিয়ায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ চলছে ৷ এই সিরিজের তৃতীয় টেস্ট সোমবার শেষ হয়েছে সিডনিতে৷ পঞ্চম দিনে ম্যাচ ড্র করার জন্য হার না মনোভাব দেখিয়েছে ভারতের তিন ব্যাটসম্যান পূজারা, অশ্বিন ও হনুমা৷ বিশেষ করে ম্যাচের শেষ 50 ওভার যেভাবে রবিচন্দ্রন অশ্বিন ও হনুমা বিহারী ব্যাট করেছেন, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সবাই৷

আর সেই লড়াই যখন চালাচ্ছেন অশ্বিন ও হনুমা, সেই সময় বেশ কয়েকবার অশ্বিনকে স্লেজ করতে দেখা গিয়েছে অজ়ি অধিনায়ককে৷ একবার স্টাম্প মাইকে তাঁর কথা শোনা গিয়েছে৷ আর তা নিয়েই বিতর্ক তৈরি হয়৷ সেই বিতর্কে ইতি টানতেই ক্ষমা চাইলেন টিম পেইন৷ তবে স্লেজিং করার জন্য টিম পেইনকে শাস্তির মুখে পড়তে হয়েছে৷ তাঁর ম্যাচ ফি থেকে 15 শতাংশ কেটে নেওয়া হয়েছে৷

আরও পড়ুন : বর্ণবিদ্বেষ বিতর্কে সিরাজ ও ভারতের পাশে দাঁড়ালেন ওয়ার্নার

পাশাপাশি এদিন তিনি নিজের নেতৃত্বের কথাও বলেছেন৷ সোমবার সিডনিতে তিনি ভালো নেতৃত্ব দিতে পারেননি বলে জানিয়েছেন৷ তাঁর জন্যই তাঁর দল ভালো খেলতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি৷ আর এই প্রসঙ্গেই তিনি অশ্বিনকে স্লেজ করার কথা তোলেন৷ তিনি জানান যে মুখ খোলার পর ক্যাচ ফেলেছেন তিনি৷ পরে এই বিষয়টি নিয়ে দুজনে হাসাহাসি করেন বলেও জানিয়েছেন টিম পেইন৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.