মেলবোর্ন, 29 ডিসেম্বর: বক্সিং ডে টেস্টে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারত। আর সেই ম্যাচে এক অনন্য রেকর্ডের অধিকারী হলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাঁহাতি ব্যাটসম্যানরা তাঁর বলে সবচেয়ে বেশিবার আউট হয়েছেন। মেলবোর্নে ছিল অশ্বিনের 72তম টেস্ট। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যাজেলউডকে আউট করে অশ্বিন এই রেকর্ড গড়েন। এই নিয়ে 192 জন বাঁহাতি ব্যাটসম্যানকে টেস্ট ক্রিকেটে আউট করলেন অশ্বিন। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন শ্রীলঙ্কার প্রবাদপ্রতিম স্পিনার মুরলীধরন।
এই তালিকায় আরও যে নামগুলি রয়েছে, তাঁরাও নিজস্ব প্রতিভায় উজ্জ্বলতা ছড়িয়েছেন ক্রিকেট মাঠে। তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন (186), চতুর্থস্থানে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (172) আর পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে (167)।
আরও পড়ুন: ফের প্রমাণিত, ভারতীয় দলের পয়া মাঠ এমসিজি
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতকে লজ্জাজনক ভাবে ভারতে হয়েছে। তবে দ্বিতীয় টেস্ট ভারত মঙ্গলবার জিতে নিয়েছে 8 উইকেটে। এই ম্যাচে ভারতীয় বোলার দাপট দেখা গিয়েছে। বল হাতে অশ্বিন পেয়েছেন পাঁচটি উইকেট। প্রথম ইনিংসে এই স্পিনার পেয়েছিলেন 3টি উইকেট। আর দ্বিতীয় ইনিংসে তিনি দুজন অজি ব্যাটসম্যানকে আউট করেছেন।