মুম্বই, 3 মার্চ : আইপিএলের শেষেই ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ৷ দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই জানিয়েছে, আইপিএল শেষেই প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 সিরিজ শুরু হবে (India host SA for T20I) ।
বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিল বুধবার বৈঠক শেষে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচগুলি 9 থেকে 19 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে । পাঁচটি টি-20 আপাতত কটক, ভাইজ্যাগ, দিল্লি, রাজকোট এবং চেন্নাইতে হবে বলে ঠিক হয়েছে (India to host South Africa for five T20Is) ।
প্রথমে বেঙ্গালুরু এবং নাগপুরে ম্যাচ হওয়ার কথা থাকলেও তার বদলে কটক এবং ভাইজ্যাগকে ম্যাচগুলি দেওয়া হতে পারে ৷ কারণ, কোভিডের কারণে দুই শহরই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-20 ম্যাচগুলি আয়োজন করার সুযোগ পায়নি । আমেদাবাদ এবং কলকাতাতেই প্রত্যেকটি ম্যাচ আয়োজন করা হয়েছিল ৷
আরও পড়ুন : Virat Kohli 100th Test : শততম ম্যাচের নজির ছোঁয়ার আগে এক নজরে কোহলির টেস্ট পরিসংখ্যান
অ্যাপেক্স কাউন্সিল জুনে দেশের আবহাওয়ার পরিস্থিতির উপরও নজর রাখছে ৷ বোর্ড ম্যানেজারদের সংগৃহীত তথ্য অনুযায়ী কটকে প্রথম খেলার সময়ই হালকা বৃষ্টি হতে পারে ৷ যদিও ভাইজ্যাক, দিল্লি, রাজকোট এবং চেন্নাইতে বৃষ্টির সম্ভাবনা কম ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে, টিম ইন্ডিয়া আগের সিরিজের একটি অসমাপ্ত টেস্ট এবং ছ'টি ওয়ান-ডে ম্যাচ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ।