ETV Bharat / sports

Goutam Gambhir on Ishan Kishan: 'গুরুত্ব দিতে হবে ফর্মকে', বিশ্বকাপের দলে ঈশানের পক্ষে সওয়াল গম্ভীরের

Goutam Gambhir on India's World Cup Squad: বিশ্বকাপের স্কোয়াডে কে এল রাহুলের আগে ঈশান কিষাণ দাবিদার বলে মনে করেন গৌতম গম্ভীর ৷ সাম্প্রতিককালে ঈশান ব্যাট হাতে যে পারফর্ম্যান্স করেছেন এবং শনিবার পাকিস্তান ম্যাচে তাঁর ইনিংসের পর কে এল রাহুলের থেকে ঈশানকে অনেকটাই এগিয়ে রাখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ৷

Image Courtesy: Ishan Kishan Twitter
Image Courtesy: Ishan Kishan Twitter
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 7:32 PM IST

পাল্লেকেলে, 3 সেপ্টেম্বর: কেএল রাহুলের আগে স্কোয়াডে সুযোগ পাওয়ার যোগ্য ঈশান কিষাণ ৷ পাকিস্তানের বিরুদ্ধে ঈশানের লড়াকু 82 রানের ইনিংসের পর এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ৷ তাঁর মতে, ভারতের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার যোগ্যতা নাম নয়, ফর্ম হওয়া উচিত ৷ আর তার জন্য ঈশান কিষাণের যা যা করণীয়, তাই করেছেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে তাঁর গতকালের ইনিংসের পর ওয়ান ডে ক্রিকেটে পরপর চার ম্যাচে হাফসেঞ্চুরি করলেন ঈশান ৷

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে গৌতম গম্ভীর মেন্টরের দায়িত্বে রয়েছেন ৷ আর সেই দলেরই অধিনায়ক কেএল রাহুল ৷ কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেই সম্পর্ক দূরে সরিয়ে রেখে বাস্তব সত্যিটাই তিনি বলতে পছন্দ করেন, তা আরও একবার প্রমাণ করলেন ভারতের প্রাক্তন ওপেনার ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও, প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং এক সময় চাপের মধ্যে ছিল ৷ সেখান থেকে পাঁচ নম্বরে নামা ঈশান কিষাণ ভারতের ইনিংসকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন ৷

ঈশানের এই ইনিংসের পর, তাঁর বিশ্বকাপের প্রথম একাদশে থাকার পক্ষে সওয়াল করলেন গৌতম গম্ভীর ৷ তাঁর মতে, ‘‘ভারতের উচিত নামের থেকে আগে ফর্মকে গুরুত্ব দেওয়া ৷ আমাকে আগে বলুন, একটা চ্যাম্পিয়নশিপ জিততে কী প্রয়োজন হয়, নাম না ফর্ম ? যদি, রোহিত বা বিরাট একই ধরনের ইনিংস (পরপর 4 ম্যাচে হাফসেঞ্চুরি) খেলতেন, তাহলে তাঁদের পরিবর্ত হিসেবে কখন কি রাহুলের নাম কেউ নিত ? আসল কথা হল, যখন আপনি বিশ্বকাপকে লক্ষ্য করে চলছেন, তখন নামের থেকে ফর্মকে বেশি গুরুত্ব দিতে হবে ৷ আপনাকে সেই ক্রিকেটারকে বাছতে হবে, যে ফর্মে রয়েছে ৷ লাগাতার রান করে যাচ্ছে ৷ সেই আপনাকে বিশ্বকাপ জিতিয়ে দেবে ৷’’

আরও পড়ুন: প্রাথমিক ধাক্কা সামলে ঈশান-হার্দিকের ব্যাটে বাবরদের চ্যালেঞ্জিং টার্গেট ভারতের

গৌতম গম্ভীর আগাগোড়াই স্পষ্ট বক্তা ৷ তাই তাঁর সুনাম খুব একটা ক্রিকেটমহলে নেই ৷ এক্ষেত্রেও কেএল রাহুলের আগে ঈশান কিষাণকে ভারতের প্লেয়িং ইলেভেনে রাখার পক্ষে সওয়াল করেছেন তিনি ৷ গম্ভীর বলেন, ‘‘আমি মনে করি ঈশান কিষাণ সামনের সারিতে আসার জন্য যা যা করা দরকার, সবই করেছেন ৷ কিন্তু, অনেকে বলতে পারেন ঈশান কিষাণ বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ৷ তাই বলতেই পারে কেএল রাহুলকে তাঁর আগে খেলানো উচিত ৷’’ আর এ প্রসঙ্গেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার উদাহরণ টেনে আনেন গম্ভীর ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

পাল্লেকেলে, 3 সেপ্টেম্বর: কেএল রাহুলের আগে স্কোয়াডে সুযোগ পাওয়ার যোগ্য ঈশান কিষাণ ৷ পাকিস্তানের বিরুদ্ধে ঈশানের লড়াকু 82 রানের ইনিংসের পর এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ৷ তাঁর মতে, ভারতের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার যোগ্যতা নাম নয়, ফর্ম হওয়া উচিত ৷ আর তার জন্য ঈশান কিষাণের যা যা করণীয়, তাই করেছেন তিনি ৷ পাকিস্তানের বিরুদ্ধে তাঁর গতকালের ইনিংসের পর ওয়ান ডে ক্রিকেটে পরপর চার ম্যাচে হাফসেঞ্চুরি করলেন ঈশান ৷

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে গৌতম গম্ভীর মেন্টরের দায়িত্বে রয়েছেন ৷ আর সেই দলেরই অধিনায়ক কেএল রাহুল ৷ কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেই সম্পর্ক দূরে সরিয়ে রেখে বাস্তব সত্যিটাই তিনি বলতে পছন্দ করেন, তা আরও একবার প্রমাণ করলেন ভারতের প্রাক্তন ওপেনার ৷ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও, প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং এক সময় চাপের মধ্যে ছিল ৷ সেখান থেকে পাঁচ নম্বরে নামা ঈশান কিষাণ ভারতের ইনিংসকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন ৷

ঈশানের এই ইনিংসের পর, তাঁর বিশ্বকাপের প্রথম একাদশে থাকার পক্ষে সওয়াল করলেন গৌতম গম্ভীর ৷ তাঁর মতে, ‘‘ভারতের উচিত নামের থেকে আগে ফর্মকে গুরুত্ব দেওয়া ৷ আমাকে আগে বলুন, একটা চ্যাম্পিয়নশিপ জিততে কী প্রয়োজন হয়, নাম না ফর্ম ? যদি, রোহিত বা বিরাট একই ধরনের ইনিংস (পরপর 4 ম্যাচে হাফসেঞ্চুরি) খেলতেন, তাহলে তাঁদের পরিবর্ত হিসেবে কখন কি রাহুলের নাম কেউ নিত ? আসল কথা হল, যখন আপনি বিশ্বকাপকে লক্ষ্য করে চলছেন, তখন নামের থেকে ফর্মকে বেশি গুরুত্ব দিতে হবে ৷ আপনাকে সেই ক্রিকেটারকে বাছতে হবে, যে ফর্মে রয়েছে ৷ লাগাতার রান করে যাচ্ছে ৷ সেই আপনাকে বিশ্বকাপ জিতিয়ে দেবে ৷’’

আরও পড়ুন: প্রাথমিক ধাক্কা সামলে ঈশান-হার্দিকের ব্যাটে বাবরদের চ্যালেঞ্জিং টার্গেট ভারতের

গৌতম গম্ভীর আগাগোড়াই স্পষ্ট বক্তা ৷ তাই তাঁর সুনাম খুব একটা ক্রিকেটমহলে নেই ৷ এক্ষেত্রেও কেএল রাহুলের আগে ঈশান কিষাণকে ভারতের প্লেয়িং ইলেভেনে রাখার পক্ষে সওয়াল করেছেন তিনি ৷ গম্ভীর বলেন, ‘‘আমি মনে করি ঈশান কিষাণ সামনের সারিতে আসার জন্য যা যা করা দরকার, সবই করেছেন ৷ কিন্তু, অনেকে বলতে পারেন ঈশান কিষাণ বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ৷ তাই বলতেই পারে কেএল রাহুলকে তাঁর আগে খেলানো উচিত ৷’’ আর এ প্রসঙ্গেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার উদাহরণ টেনে আনেন গম্ভীর ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.