ETV Bharat / sports

IND vs ZIM: রোহিত-কোহলির ব্যর্থতা সত্ত্বেও জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রান ভারতের - KL Rahul

অধিনায়ক রোহিত, চলতি প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি এদিন বড় ইনিংস গড়তে ব্যর্থ হলেও স্কোরবোর্ডে বড় রান তুলল ভারত ৷ সৌজন্যে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের অর্ধশতরান (India set a target of 187 runs against Zimbabwe) ৷

IND vs ZIM
রোহিত-কোহলির ব্যর্থতা সত্ত্বেও জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রান ভারতের
author img

By

Published : Nov 6, 2022, 3:21 PM IST

Updated : Nov 6, 2022, 4:02 PM IST

মেলবোর্ন, 6 নভেম্বর: জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজেদের ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হয়নি ৷ দিনের প্রথম ম্যাচে ডাচরা দক্ষিণ আফ্রিকাকে হারাতেই শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ৷ তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলেই মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামে 'রোহিত অ্যান্ড কোং' ৷ অধিনায়ক রোহিত, চলতি প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি এদিন বড় ইনিংস গড়তে করতে ব্যর্থ হলেও স্কোরবোর্ডে বড় রান তুলল ভারত ৷ সৌজন্যে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের অর্ধশতরান ৷ গ্রুপের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 186 রান তুলল ভারত (India set a target of 187 runs against Zimbabwe) ৷

পাকিস্তানকে টপকে গ্রুপ শীর্ষে থাকার লক্ষ্যে মেলবোর্নে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ রোহিত 15 রানে ফিরলেও রাহুল-কোহলি দলকে টানছিলেন ভালোই ৷ কিন্তু থিতু হয়েও কোহলি ফেরেন 26 রানে ৷ 3টি চার, 3টি ছয়ে 35 বলে ঝোড়ো 51 রানের ইনিংস খেলে রাহুল যখন আউট হন, ত্রয়োদশ ওভারে দলের রান তখন 3 উইকেটে 95 (KL Rahul scores 51 runs from 35 balls) ৷ ব্যর্থ দীনেশ কার্তিকের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ঋষভ পন্থ করেন মাত্র 3 ৷ কিন্তু স্বপ্নের ফর্মে বিরাজ করা সূর্যকুমারকে রোখা যায়নি এদিনও ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায় ‘চোকার’ প্রোটিয়াদের, সেমিতে ভারত

6টি চার এবং চার ছক্কায় মাত্র 25 বলে পয়লা নম্বর ব্যাটারের 61 রানের ইনিংস দলকে পৌঁছে দেয় 186 রানে (Suryakumar Yadav hits 61 runs from 25 balls) ৷ 18 বলে 18 রানের ইনিংস আসে হার্দিক পান্ডিয়ার ব্যাটে ৷ সেন উইলিয়ামস দু'ওভারে 9 রান দিয়ে 2টি উইকেট নিলেও বাকিরা যথেচ্ছই রান খরচ করেন ৷ রবিবার দিনের প্রথম ম্যাচে ফের 'অঘটনে'র সাক্ষী থাকে টি20 বিশ্বকাপ ৷ নেদারল্যান্ডসের কাছে 13 রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা ৷

মেলবোর্ন, 6 নভেম্বর: জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজেদের ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হয়নি ৷ দিনের প্রথম ম্যাচে ডাচরা দক্ষিণ আফ্রিকাকে হারাতেই শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ৷ তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলেই মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামে 'রোহিত অ্যান্ড কোং' ৷ অধিনায়ক রোহিত, চলতি প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি এদিন বড় ইনিংস গড়তে করতে ব্যর্থ হলেও স্কোরবোর্ডে বড় রান তুলল ভারত ৷ সৌজন্যে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের অর্ধশতরান ৷ গ্রুপের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 186 রান তুলল ভারত (India set a target of 187 runs against Zimbabwe) ৷

পাকিস্তানকে টপকে গ্রুপ শীর্ষে থাকার লক্ষ্যে মেলবোর্নে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ রোহিত 15 রানে ফিরলেও রাহুল-কোহলি দলকে টানছিলেন ভালোই ৷ কিন্তু থিতু হয়েও কোহলি ফেরেন 26 রানে ৷ 3টি চার, 3টি ছয়ে 35 বলে ঝোড়ো 51 রানের ইনিংস খেলে রাহুল যখন আউট হন, ত্রয়োদশ ওভারে দলের রান তখন 3 উইকেটে 95 (KL Rahul scores 51 runs from 35 balls) ৷ ব্যর্থ দীনেশ কার্তিকের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ঋষভ পন্থ করেন মাত্র 3 ৷ কিন্তু স্বপ্নের ফর্মে বিরাজ করা সূর্যকুমারকে রোখা যায়নি এদিনও ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায় ‘চোকার’ প্রোটিয়াদের, সেমিতে ভারত

6টি চার এবং চার ছক্কায় মাত্র 25 বলে পয়লা নম্বর ব্যাটারের 61 রানের ইনিংস দলকে পৌঁছে দেয় 186 রানে (Suryakumar Yadav hits 61 runs from 25 balls) ৷ 18 বলে 18 রানের ইনিংস আসে হার্দিক পান্ডিয়ার ব্যাটে ৷ সেন উইলিয়ামস দু'ওভারে 9 রান দিয়ে 2টি উইকেট নিলেও বাকিরা যথেচ্ছই রান খরচ করেন ৷ রবিবার দিনের প্রথম ম্যাচে ফের 'অঘটনে'র সাক্ষী থাকে টি20 বিশ্বকাপ ৷ নেদারল্যান্ডসের কাছে 13 রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা ৷

Last Updated : Nov 6, 2022, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.