বার্মিংহ্যাম, 4 জুলাই: এজবাস্টনে 245 রানের বেশি লম্বা হল না ভারতের দ্বিতীয় ইনিংস ৷ চতুর্থদিন দ্বিতীয় সেশমনে গুটিয়ে গেল ভারতের ইনিংস ৷ তবে জয়ের জন্য ইংরেজদের ঘাড়ে যে রানের বোঝা চাপিয়ে দিলেন ঋষভ পন্থ-রা, তাতে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে ৷ কারণ 2008 এজবাস্টনে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ 284 রান তাড়া করে জয়ের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৷ তাই পাহাড়প্রমাণ 378 রান তাড়া করে সিরিজ ড্র রাখতে গেলে ইংল্যান্ড ব্যাটারদের যে দক্ষতার শীর্ষে পৌঁছতে হবে, তা সহজেই অনুমেয় (India set 378 runs target for England at Edgbaston test) ৷
গতকাল চেতেশ্বর পূজারার পর চতুর্থদিন অর্ধশতরান এল ঋষভ পন্থের ব্যাট থেকে ৷ 'ডিপেন্ডবল' পূজারা 66 রানে আউট হওয়ার এদিন দলকে টানেন প্রথম ইনিংসের শতরানকারী ৷ প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিং'য়ের পর দ্বিতীয় ইনিংসে 86 বলে 57 রানের ধৈর্য্যশীল ইনিংস আসে স্টাম্পার-ব্যাটারের থেকে (Rishabh Pant scores 57 runs) ৷ জাদেজা করেন 23 রান ৷ মধ্যাহ্নভোজের বিরতির পর 245 রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস ৷
আরও পড়ুন : এক ওভারে 35 রান! ব্রডকে ঠেঙিয়ে লারার বিশ্বরেকর্ড ভাঙলেন বুমরা
প্রথম ইনিংসে 132 রানে এগিয়ে থাকার সুবাদে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে 378 রানের লক্ষ্যমাত্রা খাড়া করে জসপ্রীত বুমরা অ্যান্ড কোম্পানি ৷ প্রথম ইনিংসে মতো মহম্মদ সিরাজরা যদি বল হাতে আগ্রাসন বজায় রাখেন, তাহলে এই ম্যাচ জিতে ভারতের সিরিজ জয়ে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় ৷ তবে সিরিজ বাঁচাতে রুট-বেয়ারস্টোরা যে পালটা দেবেন, তা নিশ্চিত ৷ সবমিলিয়ে এজবাস্টন টেস্টের উপভোগ্য উপসংহারের অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা ৷