ETV Bharat / sports

IND vs ENG 5th Test: পন্থের হাফ-সেঞ্চুরি, সিরিজ জিততে ইংল্যান্ডকে 378 রানের টার্গেট টিম ইন্ডিয়ার - India set 378 runs target for England at Edgbaston test

2008 এজবাস্টনে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ 284 রান তাড়া করে জয়ের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৷ পাহাড়প্রমাণ 378 রান তাড়া করে সিরিজ ড্র রাখতে গেলে তাই ইংল্যান্ড ব্যাটারদের যে কী পরিমাণ দক্ষতার শীর্ষে পৌঁছতে হবে, তা সহজেই অনুমেয় (India set 378 runs target for England at Edgbaston test) ৷

IND vs ENG 5th Test
দ্বিতীয় ইনিংসে পন্থের হাফ-সেঞ্চুরি
author img

By

Published : Jul 4, 2022, 6:16 PM IST

Updated : Jul 4, 2022, 7:30 PM IST

বার্মিংহ্যাম, 4 জুলাই: এজবাস্টনে 245 রানের বেশি লম্বা হল না ভারতের দ্বিতীয় ইনিংস ৷ চতুর্থদিন দ্বিতীয় সেশমনে গুটিয়ে গেল ভারতের ইনিংস ৷ তবে জয়ের জন্য ইংরেজদের ঘাড়ে যে রানের বোঝা চাপিয়ে দিলেন ঋষভ পন্থ-রা, তাতে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে ৷ কারণ 2008 এজবাস্টনে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ 284 রান তাড়া করে জয়ের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৷ তাই পাহাড়প্রমাণ 378 রান তাড়া করে সিরিজ ড্র রাখতে গেলে ইংল্যান্ড ব্যাটারদের যে দক্ষতার শীর্ষে পৌঁছতে হবে, তা সহজেই অনুমেয় (India set 378 runs target for England at Edgbaston test) ৷

গতকাল চেতেশ্বর পূজারার পর চতুর্থদিন অর্ধশতরান এল ঋষভ পন্থের ব্যাট থেকে ৷ 'ডিপেন্ডবল' পূজারা 66 রানে আউট হওয়ার এদিন দলকে টানেন প্রথম ইনিংসের শতরানকারী ৷ প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিং'য়ের পর দ্বিতীয় ইনিংসে 86 বলে 57 রানের ধৈর্য্যশীল ইনিংস আসে স্টাম্পার-ব্যাটারের থেকে (Rishabh Pant scores 57 runs) ৷ জাদেজা করেন 23 রান ৷ মধ্যাহ্নভোজের বিরতির পর 245 রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস ৷

আরও পড়ুন : এক ওভারে 35 রান! ব্রডকে ঠেঙিয়ে লারার বিশ্বরেকর্ড ভাঙলেন বুমরা

প্রথম ইনিংসে 132 রানে এগিয়ে থাকার সুবাদে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে 378 রানের লক্ষ্যমাত্রা খাড়া করে জসপ্রীত বুমরা অ্যান্ড কোম্পানি ৷ প্রথম ইনিংসে মতো মহম্মদ সিরাজরা যদি বল হাতে আগ্রাসন বজায় রাখেন, তাহলে এই ম্যাচ জিতে ভারতের সিরিজ জয়ে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় ৷ তবে সিরিজ বাঁচাতে রুট-বেয়ারস্টোরা যে পালটা দেবেন, তা নিশ্চিত ৷ সবমিলিয়ে এজবাস্টন টেস্টের উপভোগ্য উপসংহারের অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা ৷

বার্মিংহ্যাম, 4 জুলাই: এজবাস্টনে 245 রানের বেশি লম্বা হল না ভারতের দ্বিতীয় ইনিংস ৷ চতুর্থদিন দ্বিতীয় সেশমনে গুটিয়ে গেল ভারতের ইনিংস ৷ তবে জয়ের জন্য ইংরেজদের ঘাড়ে যে রানের বোঝা চাপিয়ে দিলেন ঋষভ পন্থ-রা, তাতে জয়ের গন্ধ ভারতীয় শিবিরে ৷ কারণ 2008 এজবাস্টনে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ 284 রান তাড়া করে জয়ের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে ৷ তাই পাহাড়প্রমাণ 378 রান তাড়া করে সিরিজ ড্র রাখতে গেলে ইংল্যান্ড ব্যাটারদের যে দক্ষতার শীর্ষে পৌঁছতে হবে, তা সহজেই অনুমেয় (India set 378 runs target for England at Edgbaston test) ৷

গতকাল চেতেশ্বর পূজারার পর চতুর্থদিন অর্ধশতরান এল ঋষভ পন্থের ব্যাট থেকে ৷ 'ডিপেন্ডবল' পূজারা 66 রানে আউট হওয়ার এদিন দলকে টানেন প্রথম ইনিংসের শতরানকারী ৷ প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিং'য়ের পর দ্বিতীয় ইনিংসে 86 বলে 57 রানের ধৈর্য্যশীল ইনিংস আসে স্টাম্পার-ব্যাটারের থেকে (Rishabh Pant scores 57 runs) ৷ জাদেজা করেন 23 রান ৷ মধ্যাহ্নভোজের বিরতির পর 245 রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস ৷

আরও পড়ুন : এক ওভারে 35 রান! ব্রডকে ঠেঙিয়ে লারার বিশ্বরেকর্ড ভাঙলেন বুমরা

প্রথম ইনিংসে 132 রানে এগিয়ে থাকার সুবাদে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে 378 রানের লক্ষ্যমাত্রা খাড়া করে জসপ্রীত বুমরা অ্যান্ড কোম্পানি ৷ প্রথম ইনিংসে মতো মহম্মদ সিরাজরা যদি বল হাতে আগ্রাসন বজায় রাখেন, তাহলে এই ম্যাচ জিতে ভারতের সিরিজ জয়ে খুব একটা অসুবিধে হওয়ার কথা নয় ৷ তবে সিরিজ বাঁচাতে রুট-বেয়ারস্টোরা যে পালটা দেবেন, তা নিশ্চিত ৷ সবমিলিয়ে এজবাস্টন টেস্টের উপভোগ্য উপসংহারের অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা ৷

Last Updated : Jul 4, 2022, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.