ETV Bharat / sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে আগেই ইংল্য়ান্ড যেতে পারে ভারত - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

ভারত ও নিউজ়িল্যান্ডের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর একসঙ্গে দেশ ছাড়ার কথা ছিল ৷ কিন্তু বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএল স্থগিত করে দেওয়া হয় ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
author img

By

Published : May 5, 2021, 8:59 PM IST

মুম্বই, 5 মে: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগে ভাগেই দেশ ছাড়তে পারেন ভারতীয় ক্রিকেটাররা ৷ 18 জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা থাকলেও করোনার প্যানডেমিকের কথা মাথায় রেখে মে মাসের শেষ সপ্তাহেই দেশ ছাড়তে পারেন ভারতীয় ক্রিকেটাররা ৷

ভারত ও নিউজ়িল্যান্ডের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর একসঙ্গে দেশ ছাড়ার কথা ছিল ৷ কিন্তু বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএল স্থগিত করে দেওয়া হয় ৷ ভারতীয় ক্রিকেটারদের ব্রিটেনে আসার অনুমতি দেওয়া নিয়ে ইতিমধ্যে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড ও ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলছে আইসিসি ৷ এপ্রিল মাসের 23 তারিখ থেকে ভারতীয় যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার ৷

আরও পড়ুন : বিসিসিআই-র বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ় খেলার কথা আছে মেন ইন ব্লুজদের ৷ আগস্টের 4 তারিখ থেকে সেই ম্যাচগুলি খেলার কথা ছিল ৷ আর সেই জন্য ইতিমধ্যে বিসিসিআইয়ের থেকে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের নাম জানতে চেয়েছে ব্রিটিশ সরকার ৷ দুটি ক্রিকেট বোর্ডই ব্রিটিশ সরকারের থেকে ক্রিকেটারদের কোয়ারানটিন নিয়ে কথা বলবে বলেও জানা গেছে ৷ তবে 14 দিনের কোয়ারানটিন বাধ্যতামূলক ৷ তার মধ্যে ভারতীয় ক্রিকেটাররা যাতে অনুশীলন শুরু করতে পারে সে, নিয়ে কথা বলতে পারে বিসিসিআই ৷

মুম্বই, 5 মে: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগে ভাগেই দেশ ছাড়তে পারেন ভারতীয় ক্রিকেটাররা ৷ 18 জুন সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷ জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা থাকলেও করোনার প্যানডেমিকের কথা মাথায় রেখে মে মাসের শেষ সপ্তাহেই দেশ ছাড়তে পারেন ভারতীয় ক্রিকেটাররা ৷

ভারত ও নিউজ়িল্যান্ডের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর একসঙ্গে দেশ ছাড়ার কথা ছিল ৷ কিন্তু বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএল স্থগিত করে দেওয়া হয় ৷ ভারতীয় ক্রিকেটারদের ব্রিটেনে আসার অনুমতি দেওয়া নিয়ে ইতিমধ্যে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড ও ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলছে আইসিসি ৷ এপ্রিল মাসের 23 তারিখ থেকে ভারতীয় যাত্রীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার ৷

আরও পড়ুন : বিসিসিআই-র বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ় খেলার কথা আছে মেন ইন ব্লুজদের ৷ আগস্টের 4 তারিখ থেকে সেই ম্যাচগুলি খেলার কথা ছিল ৷ আর সেই জন্য ইতিমধ্যে বিসিসিআইয়ের থেকে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেদের নাম জানতে চেয়েছে ব্রিটিশ সরকার ৷ দুটি ক্রিকেট বোর্ডই ব্রিটিশ সরকারের থেকে ক্রিকেটারদের কোয়ারানটিন নিয়ে কথা বলবে বলেও জানা গেছে ৷ তবে 14 দিনের কোয়ারানটিন বাধ্যতামূলক ৷ তার মধ্যে ভারতীয় ক্রিকেটাররা যাতে অনুশীলন শুরু করতে পারে সে, নিয়ে কথা বলতে পারে বিসিসিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.