ETV Bharat / sports

Asia Cup 2023: প্রকাশিত হল এশিয়া কাপের সূচি ! একই গ্রুপে ভারত-পাকিস্তান - Asia Cup 2023

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগ দেবে বাংলাদেশ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাইপর্বের একটি দল (Asia Cup announcement) । যদিও সেপ্টেম্বরে এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে, ক্যালেন্ডারে তার কোনও উল্লেখ নেই (Asia Cup 2023) ।

Asia Cup
একই গ্রুপে ভারত-পাকিস্তান
author img

By

Published : Jan 5, 2023, 4:34 PM IST

Updated : Jan 5, 2023, 7:13 PM IST

কলম্বো, 5 জানুয়ারি: প্রকাশিত হল 2023 এশিয়া কাপের ক্রীড়াসূচি (Asia Cup Schedule) । একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (Asian Cricket Council) জয় শাহ 2023-24 ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করেন । টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগ দেবে বাংলাদেশ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাইপর্বের একটি দল । যদিও সেপ্টেম্বরে এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে, ক্যালেন্ডারে তার কোনও উল্লেখ নেই (Asia Cup announcement) ।

এদিন জয় শাহ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডার পোস্ট করেছেন । ক্যালেন্ডার অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল দু'বছরে ওডিআই এবং টি-20 উভয় ক্ষেত্রেই 145টি ম্যাচের আয়োজন করবে । 2023 সালে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 2024 সালে 70টি ম্যাচ হবে । প্রসঙ্গত, মহিলাদের এশিয়া কাপ 2024 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে । যেখানেও ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে ।

আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে ভারত ? সিদ্ধান্ত কেন্দ্রের হাতে ছাড়লেন বিনি

উল্লেখ্য, গতবার এশিয়া কাপের গ্রুপ পর্বে পাক 'বধ' করে দুরন্ত শুরু করেছিল ভারত । তারপরেই সুপার 4-এ পাকিস্তান, শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা । যদিও ওই টুর্নামেন্টেই মান বাঁচিয়েছিলেন দেশের মেয়েরা । ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড সপ্তমবার এশিয়া সেরা হয়েছিল হরমনপ্রীত-স্মৃতিরা ।

  • ACC president Mr. @JayShah , announces cricket calendar and pathway structure for 2023 and 2024.
    Exciting times ahead for Asian cricket! https://t.co/IEOOlKKoaP

    — AsianCricketCouncil (@ACCMedia1) January 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুম্বইয়ে চিকিৎসাধীন ঋষভ পন্ত, শীঘ্রই হবে লিগামেন্টের অস্ত্রোপচার

নয়া ক্যালেন্ডার অনুযায়ী, 2023 পুরুষদের চ্যালেঞ্জার্স কাপ দিয়ে শুরু হবে । দশ দলের ওই 50 ওভারের টুর্নামেন্টে বাহরিন, সৌদি আরব, ভুটান, চিন, মায়ানমার, মালদ্বীপ, তাইল্যান্ড, ইরান এবং আরও দুই দেশ অংশ নেবে । দশটি দলগুলোকে পাঁচটি করে দু'টি করে গ্রুপে ভাগ করা হবে ।

মার্চ মাসে, পুরুষদের অনূর্ধ্ব-16 আঞ্চলিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে । ওই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ 35 ওভারের করে খেলানো হবে । জানা গিয়েছে, এই টুর্নামেন্টে অঞ্চলভেদে 8টি দল অংশগ্রহণ করবে । পুরুষদের চ্যালেঞ্জার্স কাপের বিজয়ী এবং রানার্স আপরা 50 ওভারের টুর্নামেন্টে প্রিমিয়ার কাপের জন্য যোগ্যতা অর্জন করবে ।

2024 ফেব্রুয়ারি এবং মার্চ যথাক্রমে পুরুষ ও মহিলাদের টি-20 চ্যালেঞ্জার কাপ দিয়ে শুরু হবে । এরপর এপ্রিল ও মে মাসে যথাক্রমে পুরুষ ও মহিলাদের টি-20 প্রিমিয়ার কাপ অনুষ্ঠিত হবে। মহিলাদের টি-20 এশিয়া কাপ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে । অক্টোবর ও ডিসেম্বরে যথাক্রমে পুরুষদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ এবং পুরুষদের টি-20 ইমার্জিং টিম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ।

কলম্বো, 5 জানুয়ারি: প্রকাশিত হল 2023 এশিয়া কাপের ক্রীড়াসূচি (Asia Cup Schedule) । একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (Asian Cricket Council) জয় শাহ 2023-24 ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করেন । টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগ দেবে বাংলাদেশ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাইপর্বের একটি দল । যদিও সেপ্টেম্বরে এশিয়া কাপ কোথায় আয়োজিত হবে, ক্যালেন্ডারে তার কোনও উল্লেখ নেই (Asia Cup announcement) ।

এদিন জয় শাহ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এশিয়ার ক্রিকেট ক্যালেন্ডার পোস্ট করেছেন । ক্যালেন্ডার অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল দু'বছরে ওডিআই এবং টি-20 উভয় ক্ষেত্রেই 145টি ম্যাচের আয়োজন করবে । 2023 সালে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 2024 সালে 70টি ম্যাচ হবে । প্রসঙ্গত, মহিলাদের এশিয়া কাপ 2024 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে । যেখানেও ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে ।

আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে ভারত ? সিদ্ধান্ত কেন্দ্রের হাতে ছাড়লেন বিনি

উল্লেখ্য, গতবার এশিয়া কাপের গ্রুপ পর্বে পাক 'বধ' করে দুরন্ত শুরু করেছিল ভারত । তারপরেই সুপার 4-এ পাকিস্তান, শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা । যদিও ওই টুর্নামেন্টেই মান বাঁচিয়েছিলেন দেশের মেয়েরা । ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড সপ্তমবার এশিয়া সেরা হয়েছিল হরমনপ্রীত-স্মৃতিরা ।

  • ACC president Mr. @JayShah , announces cricket calendar and pathway structure for 2023 and 2024.
    Exciting times ahead for Asian cricket! https://t.co/IEOOlKKoaP

    — AsianCricketCouncil (@ACCMedia1) January 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মুম্বইয়ে চিকিৎসাধীন ঋষভ পন্ত, শীঘ্রই হবে লিগামেন্টের অস্ত্রোপচার

নয়া ক্যালেন্ডার অনুযায়ী, 2023 পুরুষদের চ্যালেঞ্জার্স কাপ দিয়ে শুরু হবে । দশ দলের ওই 50 ওভারের টুর্নামেন্টে বাহরিন, সৌদি আরব, ভুটান, চিন, মায়ানমার, মালদ্বীপ, তাইল্যান্ড, ইরান এবং আরও দুই দেশ অংশ নেবে । দশটি দলগুলোকে পাঁচটি করে দু'টি করে গ্রুপে ভাগ করা হবে ।

মার্চ মাসে, পুরুষদের অনূর্ধ্ব-16 আঞ্চলিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে । ওই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ 35 ওভারের করে খেলানো হবে । জানা গিয়েছে, এই টুর্নামেন্টে অঞ্চলভেদে 8টি দল অংশগ্রহণ করবে । পুরুষদের চ্যালেঞ্জার্স কাপের বিজয়ী এবং রানার্স আপরা 50 ওভারের টুর্নামেন্টে প্রিমিয়ার কাপের জন্য যোগ্যতা অর্জন করবে ।

2024 ফেব্রুয়ারি এবং মার্চ যথাক্রমে পুরুষ ও মহিলাদের টি-20 চ্যালেঞ্জার কাপ দিয়ে শুরু হবে । এরপর এপ্রিল ও মে মাসে যথাক্রমে পুরুষ ও মহিলাদের টি-20 প্রিমিয়ার কাপ অনুষ্ঠিত হবে। মহিলাদের টি-20 এশিয়া কাপ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে । অক্টোবর ও ডিসেম্বরে যথাক্রমে পুরুষদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ এবং পুরুষদের টি-20 ইমার্জিং টিম এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ।

Last Updated : Jan 5, 2023, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.