দুবাই, 21 অক্টোবর : রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত ৷ বিশ্বকাপের এই একটি ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রিকেট ফ্যানেরা ৷ বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারানোর স্বাদ পায়নি পাকিস্তান ৷ সুপার 12-র ভারত-পাক লড়াইয়ে বিশ্বকাপ ফাইনালের আগে 'ফাইনাল' বলে মনে করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক ৷
2007 সালে টি-20 বিশ্বকাপের প্রথম সংস্করণেও ফাইনালের আগে লিগেও সাক্ষাত হয়েছিল ভারত-পাকিস্তানের ৷ দু'বারই জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত ৷ 2021 বিশ্বকাপেও সুপার 12-র লড়াইয়ে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ এই ম্যাচকে ফাইনালের আগে ফাইনাল বলছেন ইনজামাম ৷ এই ম্যাচ জিতলে টুর্মামেন্টের বাকি ম্যাচে 50 শতাংশ চাপ কমে যায় বলে মনে করেন প্রাক্তন পাক অধিনায়ক ৷ নিজের ইউটিউব চ্যানেলে ভারত-পাক মহারণ সম্পর্কে ইনজি বলেন, "সুপার 12-এ ভারত-পাকিস্তান লড়াই আসলে ফাইনালের আগে ফাইনাল ৷ এই ম্যাচের মত অন্য কোনও ম্যাচের উত্তাপ হয় না ৷ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান প্রথম ও ফাইনাল ম্যাচ খেলেছিল ৷ দুটি ম্যাচই ছিল যেন ফাইনাল ৷ এই ম্যাচ জিতলে পরের ম্যাচগুলির জন্য 50 শতাংশ চাপ কমে যায় ৷"
2019 ওয়ান ডে বিশ্বকাপের পর ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান ৷ বার্মিংহ্যামে এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে পাকিস্তানকে 89 রানে হারিয়েছিল ভারত ৷ দু'বছর পর ফের বাইশ গজে আমনে-সামনে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে টানা পাঁচবার হারিয়েছে টিম ইন্ডিয়া ৷ এর মধ্যে 2007 সালে উদ্বোধনী সংস্করণে গ্রুপ পর্ব ও ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত ৷ তারপর 2012, 2014 এবং 2016 টি-20 বিশ্বকাপেও ভারতের বিরুদ্ধে হারে পাকিস্তান ৷
আরও পড়ুন : বিশ্বকাপে ভারত-পাক মহারণ নিয়ে মউকা মউকা বিজ্ঞাপন ভাইরাল
তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচ নয়, টুর্নামেন্টে বিরাট কোহলিদের চ্যাম্পিয়নের সম্ভাবনা দেখছেন ইনজামাম ৷ প্রাক্তন পাক অধিনায়ক বলেন, "কোনও টুর্নামেন্টেই একটি দলের চ্যাম্পিয়নের দাবিদার বলা সম্ভব নয় ৷ তবে এই বিশ্বকাপে আমার মতে, চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার ভারত ৷ বিশেষ করে গলফ নেশনে টুর্নামেন্ট হওয়ার জন্য ৷ এছাড়াও ভারতীয় টি-20 দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে ৷" দুটি প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সুপার 12-এ মাঠে নামছে বিরাটবাহিনী ৷