হায়দরাবাদ, 4 মার্চ: আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট । ব়্যাঙ্ক টার্নারে বিধ্বস্ত হয়েছে রোহিত অ্যান্ড কোং । একইসঙ্গে জটিল হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অংকটাও। প্রথম দু'টি টেস্টে অনবদ্য পারফরম্যান্সের রেশ ইন্দোরে বজায় রাখতে পারলেই ফাইনালের দরজা খুলে যেত। কিন্তু ম্যাথু কুনেম্যান, নাথান লায়নদের সিংহ গর্জনে খেলা ঘুরে যেতেই ভারত ও চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাঝে ঢুকে পড়েছে অংকের জটিল সমীকরণ (India need to win last game to qualify for WTC final) ।
অঙ্ক কী বলছে ?
ইন্দোরে 9 উইকেটে জিতে ইতিমধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া । আমেদাবাদে চতুর্থ টেস্টে ফের জয়ের সরণিতে অজিদের বিপক্ষে ওভালে ফাইনালে নামার ছাড়পত্র পেয়ে যাবে ভারত । যদি আমেদাবাদ টেস্ট ড্র হয় বা রোহিত শর্মারা হেরে যায়, তাহলেও ভারতের সামনে ওভালের দরজা খোলা থাকছে । তবে রাহুল দ্রাবিড়ের ছেলেদের তখন তাকিয়ে থাকতে হবে অন্য দলের উপর (ICC World Test Championship Final)।
সেক্ষেত্রে ভারতের ভাগ্য নির্ভর করবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপর । অস্ট্রেলিয়া 68.52 শতাংশ পয়েন্ট নিয়ে ডব্লিউটিসি টেবিলের শীর্ষে রয়েছে । এখনও পর্যন্ত 18টি ম্যাচে 11টি জয় এবং 4টি ড্রয়ের ফলে অস্ট্রেলিয়ার সংগ্রহ 148 পয়েন্ট । ভারতের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্ট হেরে গেলেও তারা শীর্ষেই থাকবে ।
ভারতের ভাগ্য:
এখনও পর্যন্ত 17টি টেস্টে (10 জয় এবং 2টি ড্র) 123 পয়েন্ট পেয়েছে ভারত । দলের পয়েন্ট শতাংশের নিরিখে 60.29 । স্লো ওভার-রেটের কারণে ভারত কয়েক পয়েন্ট হারিয়েছে । ভারত শেষ টেস্ট জিতলে, 135 পয়েন্ট ও 62.5 পয়েন্ট শতাংশ অর্জন করবে রোহিত অ্যান্ড কোম্পানি। তাহলে দ্বিতীয় অবস্থান ধরে রেখে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবেন রোহিত শর্মারা । কোনওভাবে হেরে গেলে ভারতের পয়েন্ট শতাংশ 56.94-তে নেমে যাবে । সেক্ষেত্রে তাদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার অ্যাওয়ে সিরিজের ফলাফলের উপর নির্ভর করতে হবে ৷ ড্র হলে, ভারতের পয়েন্ট শতাংশ 58.79-এ নেমে যাবে । টাই হলে পয়েন্ট শতাংশ হবে 59.72 । দু'ক্ষেত্রেই তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা ম্যাচের দিকে ।
কোন অংকে ভারতকে পেছনে ফেলবে শ্রীলঙ্কা ?
শ্রীলঙ্কা ফাইনালের টিকিট একমাত্র নিশ্চিত হবে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-0 সিরিজ জিতলে । যা উপমহাদেশীয় দলের জন্য সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্টগুলির মধ্যে একটি । শ্রীলঙ্কার বর্তমান পয়েন্ট শতাংশ 53.33 । ভারত যদি হারে, ড্র করে বা চতুর্থ টেস্ট টাই হয় এবং শ্রীলঙ্কা 2-0 সিরিজ জিতলেও ফাইনালে পৌঁছবে তারা । কিন্তু যদি শ্রীলঙ্কা একটি ম্যাচও ড্র করে এবং 1-0 সিরিজ জেতে, তাহলে তাদের সর্বোচ্চ পয়েন্ট শতাংশ হবে 55.55 । যা ফাইনালে হারলেও ভারতের (56.94) থেকে কম হবে। সুতরাং অঙ্কের জটিল সমীকরণ থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অ্যাডভান্টেজ গতবারের রানার-আপরা।
আরও পড়ুন: খেলার অযোগ্য পিচ! আড়াই দিনে খেলা গুটোতেই আইসিসি'র নিশানায় ইন্দোরের বাইশ গজ