ETV Bharat / sports

IND vs SL Third T20I : শ্রীলঙ্কাকে চুনকাম করতে রোহিতদের চাই 147 রান

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন শুরুতে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা ৷ মহম্মদ সিরাজ, আবেশ খানদের দাপটে 29 রানে 4 উইকেট হারায় তারা (SL were 29 FOW 4 at a time) ৷ পঞ্চম উইকেটে দীনেশ চান্ডিমাল এবং দাসুন শানাকার 31 রানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় দ্বীপরাষ্ট্র ৷

IND vs SL Third T20I
শ্রীলঙ্কাকে চুনকাম করতে রোহিতদের চাই 147 রান
author img

By

Published : Feb 27, 2022, 8:56 PM IST

Updated : Feb 27, 2022, 9:34 PM IST

ধরমশালা, 27 ফেব্রুয়ারি : টস জিতে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্কোরবোর্ডে 146 রান তুলল শ্রীলঙ্কা ৷ অর্থাৎ, দ্বীপরাষ্ট্রকে চুনকাম করতে টিম ইন্ডিয়ার চাই 147 রান (India need 147 runs to whitewash Sri Lanka in T20 series) ৷ গত ম্যাচে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলা অধিনায়ক দাসুন শানাকার অর্ধশতরানে এদিন দেড়শোর দোরগোড়ায় পৌঁছয় সফরকারী দল ৷

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন শুরুতে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা ৷ মহম্মদ সিরাজ, আবেশ খানদের দাপটে 29 রানে 4 উইকেট হারায় তারা ৷ পঞ্চম উইকেটে দীনেশ চান্ডিমাল এবং দাসুন শানাকার 31 রানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় দ্বীপরাষ্ট্র ৷ কিন্তু চান্ডিমালের ইনিংস লম্বা হয়নি ৷ উইকেটরক্ষক ব্যাটার 22 রানে ফেরার পর বাকি সময়টা চামিকা করুণারত্নেকে নিয়ে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দেওয়ার কাজ করে যান শ্রীলঙ্কা দলনায়ক ৷

মাত্র 27 বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ শেষ পর্যন্ত 38 বলে 74 রানে অপরাজিত থেকে যান শানাকা (Dasun Shanaka hits 74 runs) ৷ সিংহলি অধিনায়কের ইনিংস সাজানো ছিল 9টি চার, 2টি ছয়ে ৷ 12 রানে নট-আউট থাকেন করুণারত্নে ৷ কনকাশনের কারণে ইশান কিষান ছিটকে যাওয়ায় একটি পরিবর্তন নিশ্চিত ছিলই ৷ এছাড়া শেষ ম্যাচের একাদশে আরও তিনটি পরিবর্তন আনে ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান এবং মহম্মদ সিরাজ আসেন একাদশে ৷

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেও তৃতীয় টি-20 থেকে ছিটকে গেলেন ইশান

23 রানে 2 উইকেট নেন আবেশ ৷ 22 রান দিয়ে একটি উইকেট নেন সিরাজ ৷ এছাড়াও একটি করে উইকেট পান হর্ষল প্যাটেল এবং রবি বিষ্ণোই ৷

ধরমশালা, 27 ফেব্রুয়ারি : টস জিতে সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্কোরবোর্ডে 146 রান তুলল শ্রীলঙ্কা ৷ অর্থাৎ, দ্বীপরাষ্ট্রকে চুনকাম করতে টিম ইন্ডিয়ার চাই 147 রান (India need 147 runs to whitewash Sri Lanka in T20 series) ৷ গত ম্যাচে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলা অধিনায়ক দাসুন শানাকার অর্ধশতরানে এদিন দেড়শোর দোরগোড়ায় পৌঁছয় সফরকারী দল ৷

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে এদিন শুরুতে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা ৷ মহম্মদ সিরাজ, আবেশ খানদের দাপটে 29 রানে 4 উইকেট হারায় তারা ৷ পঞ্চম উইকেটে দীনেশ চান্ডিমাল এবং দাসুন শানাকার 31 রানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় দ্বীপরাষ্ট্র ৷ কিন্তু চান্ডিমালের ইনিংস লম্বা হয়নি ৷ উইকেটরক্ষক ব্যাটার 22 রানে ফেরার পর বাকি সময়টা চামিকা করুণারত্নেকে নিয়ে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দেওয়ার কাজ করে যান শ্রীলঙ্কা দলনায়ক ৷

মাত্র 27 বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি ৷ শেষ পর্যন্ত 38 বলে 74 রানে অপরাজিত থেকে যান শানাকা (Dasun Shanaka hits 74 runs) ৷ সিংহলি অধিনায়কের ইনিংস সাজানো ছিল 9টি চার, 2টি ছয়ে ৷ 12 রানে নট-আউট থাকেন করুণারত্নে ৷ কনকাশনের কারণে ইশান কিষান ছিটকে যাওয়ায় একটি পরিবর্তন নিশ্চিত ছিলই ৷ এছাড়া শেষ ম্যাচের একাদশে আরও তিনটি পরিবর্তন আনে ভারতের টিম ম্যানেজমেন্ট ৷ রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান এবং মহম্মদ সিরাজ আসেন একাদশে ৷

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেও তৃতীয় টি-20 থেকে ছিটকে গেলেন ইশান

23 রানে 2 উইকেট নেন আবেশ ৷ 22 রান দিয়ে একটি উইকেট নেন সিরাজ ৷ এছাড়াও একটি করে উইকেট পান হর্ষল প্যাটেল এবং রবি বিষ্ণোই ৷

Last Updated : Feb 27, 2022, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.