ETV Bharat / sports

India closer to WTC Final: স্বপ্নের পারফরম্যান্সে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে রোহিতরা - টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে রোহিতরা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যাওয়ার রাস্তাটা আরও পরিষ্কার করলেন রোহিতরা । সিরিজের বাকি তিনটি টেস্ট থেকে আরও দু'টি জয় পেলে ন্যূনতম শতাংশ পয়েন্ট 62.50 নিশ্চিত করবে ভারত (India move closer to securing WTC final)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 11:07 PM IST

নাগপুর, 11 ফেব্রুয়ারি: বিদর্ভের ঘূর্ণি পিচে নাকানিচোবানি খেয়েছে অস্ট্রেলিয়ার ৷ রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভারত । ইনিংস ও 132 রানে জিতে চার ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে 'শর্মাজি অ্যান্ড কোম্পানি' ৷ একই সঙ্গে আরও প্রসস্ত হল দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের রাস্তাটাও (India move closer to securing WTC final berth) ।

অশ্বিন-জাদেজার জুটির তৈরি এই জয়ের পর, টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) পয়েন্ট টেবিলে ভারত 2 নম্বরে রয়েছে । 70.83 শতাংশে নিয়ে এক নম্বরে রয়েছে অজিরা । 61.67 শতাংশ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । সিরিজের বাকি তিনটি টেস্ট থেকে আরও দু'টি জয় পেলে ন্যূনতম শতাংশ পয়েন্ট 62.50 নিশ্চিত করবে ভারত । যা তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কাকে ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে দেবে (India move closer to a second World Test Championship final) ।

অন্যদিকে, যদি ভারত সিরিজের বাকি তিনটি ম্যাচ জিতে অজিদের হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে 68.06-এর সেরা সম্ভাব্য শতাংশ পয়েন্টে পৌঁছতে পারে দ্রাবিড়ের ছেলেরা । ভারতের ইনিংসে জয়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রেসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দরজাও বন্ধ করে দিয়েছে । অস্ট্রেলিয়ার কাছে এখনও ফাইনালে উঠার জন্য সুযোগ, কিন্তু ভারতের কাছে 0-4 হারলে তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা ফের দৌড়ে ফিরে আসবে । পরের সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট ম্যাচ শুরু হবে (India move closer to securing WTC final) ।

রোহিত শর্মার দল সিরিজে ক্লিন সুইপ করলে, অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ 59.64-এ নেমে আসবে । অন্যদিকে শ্রীলঙ্কা যদি কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টই জিতে নেয়, তাহলে এটি তাদের পয়েন্ট শতাংশ 61.1-এ নিয়ে যাবে । অস্ট্রেলিয়া যদি পরের তিনটি টেস্টের মধ্যে অন্তত দু'টিতে অপরাজিত থাকে, তাহলে রোহিতদের পয়েন্ট শতাংশ দাঁড়াবে পক্ষে 60.64 । ফলে সুযোগ বাড়বে শ্রীলঙ্কার ।

শ্রীলঙ্কা কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিন সুইপ করলে তা শীর্ষের দৌড় থেকে ভারতকে ছিটকে পারে । কিন্তু নাগপুরের পারফরম্যান্সের পর রোহিতদের দৌড় দল মাত্র দু'টি জয়ে থামার সম্ভাবনা কম ।

আরও পড়ুন: ট্রিপল আরে তিনদিনেই নাস্তানাবুদ অজিব্রিগেড, নাগপুরে ইনিংসে জয় ভারতের

নাগপুর, 11 ফেব্রুয়ারি: বিদর্ভের ঘূর্ণি পিচে নাকানিচোবানি খেয়েছে অস্ট্রেলিয়ার ৷ রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভারত । ইনিংস ও 132 রানে জিতে চার ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে 'শর্মাজি অ্যান্ড কোম্পানি' ৷ একই সঙ্গে আরও প্রসস্ত হল দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের রাস্তাটাও (India move closer to securing WTC final berth) ।

অশ্বিন-জাদেজার জুটির তৈরি এই জয়ের পর, টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) পয়েন্ট টেবিলে ভারত 2 নম্বরে রয়েছে । 70.83 শতাংশে নিয়ে এক নম্বরে রয়েছে অজিরা । 61.67 শতাংশ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । সিরিজের বাকি তিনটি টেস্ট থেকে আরও দু'টি জয় পেলে ন্যূনতম শতাংশ পয়েন্ট 62.50 নিশ্চিত করবে ভারত । যা তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কাকে ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে দেবে (India move closer to a second World Test Championship final) ।

অন্যদিকে, যদি ভারত সিরিজের বাকি তিনটি ম্যাচ জিতে অজিদের হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে 68.06-এর সেরা সম্ভাব্য শতাংশ পয়েন্টে পৌঁছতে পারে দ্রাবিড়ের ছেলেরা । ভারতের ইনিংসে জয়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রেসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দরজাও বন্ধ করে দিয়েছে । অস্ট্রেলিয়ার কাছে এখনও ফাইনালে উঠার জন্য সুযোগ, কিন্তু ভারতের কাছে 0-4 হারলে তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা ফের দৌড়ে ফিরে আসবে । পরের সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট ম্যাচ শুরু হবে (India move closer to securing WTC final) ।

রোহিত শর্মার দল সিরিজে ক্লিন সুইপ করলে, অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ 59.64-এ নেমে আসবে । অন্যদিকে শ্রীলঙ্কা যদি কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টই জিতে নেয়, তাহলে এটি তাদের পয়েন্ট শতাংশ 61.1-এ নিয়ে যাবে । অস্ট্রেলিয়া যদি পরের তিনটি টেস্টের মধ্যে অন্তত দু'টিতে অপরাজিত থাকে, তাহলে রোহিতদের পয়েন্ট শতাংশ দাঁড়াবে পক্ষে 60.64 । ফলে সুযোগ বাড়বে শ্রীলঙ্কার ।

শ্রীলঙ্কা কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিন সুইপ করলে তা শীর্ষের দৌড় থেকে ভারতকে ছিটকে পারে । কিন্তু নাগপুরের পারফরম্যান্সের পর রোহিতদের দৌড় দল মাত্র দু'টি জয়ে থামার সম্ভাবনা কম ।

আরও পড়ুন: ট্রিপল আরে তিনদিনেই নাস্তানাবুদ অজিব্রিগেড, নাগপুরে ইনিংসে জয় ভারতের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.