ETV Bharat / sports

IND vs SL 2nd T-20 : আজ জিতলেই সিরিজ় পকেটে, দ্রাবিড়-ধাওয়ানকে ভাবাচ্ছে স্যামসনের ফর্ম - ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টি-20 ম্যাচ

শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 38 রানে হারিয়েছে ধাওয়ানের ভারত ৷ তাই দ্বিতীয় ম্যাচে দলের উইনিং কম্বিনেশনে হয়ত পরিবর্তন চাইবেন না দ্রাবিড়-ধাওয়ান জুটি ৷ তবে আশা করা যায় সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ তাঁদের শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন ৷

India is going to take on Sri Lanka
India is going to take on Sri Lanka
author img

By

Published : Jul 27, 2021, 1:22 PM IST

কলম্বো, 27 জুলাই : প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় ৷ এবার সিরিজ় জয় লক্ষ্য নিয়ে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-20 সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে নামছে শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া ৷

দ্রাবিড় বাহিনীর নজর আছে সঞ্জু স্যামসনের ফর্মের দিকে ৷ কারণ একাধিক সুযোগ পেলেও এখনও তার সদ্ব্যবহার করতে পারেনি রাজস্থান রয়্যালসের অধিনায়ক ৷ তাই দ্বিতীয় ম্যাচে তাঁর ফর্মের দিকে তাকিয়ে ভারতের থিঙ্কট্যাঙ্ক ৷

শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 38 রানে হারিয়েছে ধাওয়ানের ভারত ৷ তাই দ্বিতীয় ম্যাচে দলের উইনিং কম্বিনেশনে হয়ত পরিবর্তন চাইবেন না দ্রাবিড়-ধাওয়ান জুটি ৷ তবে আশা করা যায় সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ তাঁদের শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন ৷

ভারতের ইংল্যান্ড সফরের দলে যদি সূর্যকুমার ও পৃথ্বীর ডাক পড়ে তাহলে তাঁদের পরিবর্তও রাহুল দ্রাবিড়ের হাতে আছে ৷ পরিবর্ত হিসেবে দেখা যেতেই পারে দেবদূত পাড়িক্কল ও ঋুতুরাজ গায়কোয়াড়কে ৷ তবে মঙ্গলবার সবার নজর থাকবে সঞ্জু স্যামসনের দিকে ৷ কারণ তাঁকে বড় ম্যাচের ক্রিকেটার বলা হয় ৷ কিন্তু ভারতের নীল জার্সিতে এখনও আহামরি কিছু করে উঠতে পারেননি কেরেলার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৷

পারফরমেন্সের বিচারে ঋষভ পন্থ বহু যোজন পিছনে ফেলে দিয়েছেন সঞ্জু স্যামসনকে ৷ এমনকি যতটা সুযোগ পেয়েছেন জ্বলে উঠেছেন ইশান কিষাণও ৷ তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটে উইকেট রক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে লোকেশ রাহুলকে ৷ তাই এই শ্রীলঙ্কা সিরিজ়ই হয়ত সঞ্জু স্যামসনের কাছে শেষ সুযোগ নিজেকে প্রমাণ কারর ৷

আরও পড়ুন : 'জুনিয়র চানু', টিভিতে মীরাবাঈকে অনুকরণ খুদে ভারোত্তোলকের

অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ফর্মও ভারতের চিন্তার বিষয় ৷ বিশেষ করে টি-20 বিশ্বকাপের আগে হার্দিকের ফর্মে ফেরা খুব জরুরি বলেই মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ অন্যদিকে শেষ ম্যাচে একটি উইকেট পেলেও, প্রভাবিত করেছেন বরুণ চক্রবর্তী ৷ তাই আসন্ন বিশ্বকাপের 20 জনের দলে তাঁর জায়গা পাওয়া প্রায় পাকা ৷ তবে এই সিরিজ়ে তাঁর পারফরমেন্সের উপরও নজর রাখবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ৷

বোলিং বিভাগ নিয়েও চিন্তায় নেই ধাওয়ান ব্রিগেড ৷ শেষ ম্যাচে বোলাররা দারুন পারফর্ম করেছে ৷ তাছাড়া সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার দুরন্ত ফর্মে আছেন ৷ শেষ ম্যাচেই 4টি উইকেট নিয়েছেন ৷ তাই টি-20 বিশ্বকাপের দলে তিনিও জোরালো দাবিদার ৷

কলম্বো, 27 জুলাই : প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় ৷ এবার সিরিজ় জয় লক্ষ্য নিয়ে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-20 সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে নামছে শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া ৷

দ্রাবিড় বাহিনীর নজর আছে সঞ্জু স্যামসনের ফর্মের দিকে ৷ কারণ একাধিক সুযোগ পেলেও এখনও তার সদ্ব্যবহার করতে পারেনি রাজস্থান রয়্যালসের অধিনায়ক ৷ তাই দ্বিতীয় ম্যাচে তাঁর ফর্মের দিকে তাকিয়ে ভারতের থিঙ্কট্যাঙ্ক ৷

শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 38 রানে হারিয়েছে ধাওয়ানের ভারত ৷ তাই দ্বিতীয় ম্যাচে দলের উইনিং কম্বিনেশনে হয়ত পরিবর্তন চাইবেন না দ্রাবিড়-ধাওয়ান জুটি ৷ তবে আশা করা যায় সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ তাঁদের শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন ৷

ভারতের ইংল্যান্ড সফরের দলে যদি সূর্যকুমার ও পৃথ্বীর ডাক পড়ে তাহলে তাঁদের পরিবর্তও রাহুল দ্রাবিড়ের হাতে আছে ৷ পরিবর্ত হিসেবে দেখা যেতেই পারে দেবদূত পাড়িক্কল ও ঋুতুরাজ গায়কোয়াড়কে ৷ তবে মঙ্গলবার সবার নজর থাকবে সঞ্জু স্যামসনের দিকে ৷ কারণ তাঁকে বড় ম্যাচের ক্রিকেটার বলা হয় ৷ কিন্তু ভারতের নীল জার্সিতে এখনও আহামরি কিছু করে উঠতে পারেননি কেরেলার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৷

পারফরমেন্সের বিচারে ঋষভ পন্থ বহু যোজন পিছনে ফেলে দিয়েছেন সঞ্জু স্যামসনকে ৷ এমনকি যতটা সুযোগ পেয়েছেন জ্বলে উঠেছেন ইশান কিষাণও ৷ তাছাড়া সীমিত ওভারের ক্রিকেটে উইকেট রক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে লোকেশ রাহুলকে ৷ তাই এই শ্রীলঙ্কা সিরিজ়ই হয়ত সঞ্জু স্যামসনের কাছে শেষ সুযোগ নিজেকে প্রমাণ কারর ৷

আরও পড়ুন : 'জুনিয়র চানু', টিভিতে মীরাবাঈকে অনুকরণ খুদে ভারোত্তোলকের

অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার ফর্মও ভারতের চিন্তার বিষয় ৷ বিশেষ করে টি-20 বিশ্বকাপের আগে হার্দিকের ফর্মে ফেরা খুব জরুরি বলেই মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ অন্যদিকে শেষ ম্যাচে একটি উইকেট পেলেও, প্রভাবিত করেছেন বরুণ চক্রবর্তী ৷ তাই আসন্ন বিশ্বকাপের 20 জনের দলে তাঁর জায়গা পাওয়া প্রায় পাকা ৷ তবে এই সিরিজ়ে তাঁর পারফরমেন্সের উপরও নজর রাখবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ৷

বোলিং বিভাগ নিয়েও চিন্তায় নেই ধাওয়ান ব্রিগেড ৷ শেষ ম্যাচে বোলাররা দারুন পারফর্ম করেছে ৷ তাছাড়া সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার দুরন্ত ফর্মে আছেন ৷ শেষ ম্যাচেই 4টি উইকেট নিয়েছেন ৷ তাই টি-20 বিশ্বকাপের দলে তিনিও জোরালো দাবিদার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.