ETV Bharat / sports

তীরে এসেও তরী ডুবেছে বারবার, আইসিসি'র ফ্ল্যাগশিপ ইভেন্টে ব্যর্থতার বেড়াজালে 'টিম ইন্ডিয়া' - ভারত

আইসিসি'র টুর্নামেন্টে বারবার ব্যর্থ হয়েছে 'মেন ইন ব্লু' । প্রত্যেকবার চোকার্সদের মতোই টুর্নামেন্টের শেষধাপে এসে অন্ধকার নেমেছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 11:04 PM IST

Updated : Nov 20, 2023, 11:17 AM IST

হায়দরাবাদ, 19 নভেম্বর: 2011 সালের 2 এপ্রিল । দ্বিতীয়বার বিশ্বসেরার তাজ মাথায় পরেছিল 'মেন ইন ব্লু' । ক্রিকেট ঈশ্বরকে কাঁধে নিয়ে 10 জনের ভিকট্রি ল্যাপের ছবি আইকনিক হিসেবে জায়গা করে নিয়েছে । কিন্তু ইতিহাস বলছে, ওইটিই শেষ । তারপর থেকেই কার্যত ব্যর্থতার চোরাবালিতে আটকে গিয়েছে টিম ইন্ডিয়ার ট্রফি ভাগ্য । গত এক দশকে এই নিয়ে ন'টি টুর্নামেন্টে জয়ের কাছাকাছি এসেও কাপ আর ঠোঁটের ফাঁকটা রয়েই গেল ।

মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন শুরুটা ভালোই করেছিল 'রোহিত শর্মা অ্যান্ড কোং' । ট্রফি খরা কাটাতে বদ্ধপরিকর ছিলেন নীল জার্সিধারীরা । কিন্তু সময় যত গড়িয়েছে, ততই বদলেছে ছবিটা । ক্রমশ অন্ধকার নেমেছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে । দেখে নেওয়া যাক গত একদশকে ভারতের ব্যর্থতার তালিকা...

  • টি-20 বিশ্বকাপ ফাইনাল, 2014: মীরপুরে টি-20 বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল টিম ইন্ডিয়া । প্রথমে ব্যাট করে 130 তুলেছিল এমএস ধোনিরা । ব্যাট হাতে একমাত্র রান এসেছিল বিরাট কোহলির ব্যাটে (58 বলে 77) । রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে শুরুতে ফেরার পর রানমেশিনের ব্যাটেই ভদ্র জায়গায় পৌঁছেছিল ভারত । যদিও 6 উইকেটে সেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা ।
  • বিশ্বকাপ সেমি-ফাইনাল, 2015: আটবছর আগের বিশ্বকাপ সেমি-ফাইনালেও অজিদের কাছেই অসহায় আত্মসমর্পণ করেছিল ভারত । ব্যাট হাতে স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চের দুর্দান্ত পারফর্ম্যান্সের পর বল হাতে জ্বলে উঠেছিলেন জেমস ফকনার, মিচেল স্টার্ক । অস্ট্রেলিয়ার 328 রানের জবাবে 233 রানেই অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া ।
  • টি-20 বিশ্বকাপ সেমি-ফাইনাল, 2016: ব্যাট হাতে বিরাট কোহলি, রোহিত শর্মার অনবদ্য পারফর্ম্যান্সের পরেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল ভারতকে । টিম ইন্ডিয়ার দেওয়া 193 রানের বিরাট টার্গেট তাড়া করতে নেমে জ্বলে উঠেছিলেন লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, জনসন কার্লেসরা ।
  • চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, 2017: পাকিস্তানের কাছে 180 রানে হেরেছিল ভারত । চিরপ্রতিদ্বন্দ্বীদের দেওয়া 338 রানের জবাবে 158 রানেই অল-আউট হয়ে গিয়েছিল 'বিরাট অ্যান্ড কোং' । ফাইনালে ব্যাট হাতে কিছুই করতে পারেননি ভারতের রথী-মহারথীরা ।
  • বিশ্বকাপ সেমি-ফাইনাল, 2019: গত বিশ্বকাপেও তীরে এসে তরী ডুবেছিল ভারতের । 18 রানে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে । শেষ মুহূর্তে ধোনি রান-আউট হওয়ার পরেই ম্যাচ থেকে ছিটকে যায় ভারত ।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, 2021: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 8 উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড । সাউদাম্পটনের ওই ম্যাচে কোনও ব্যাটারই দাগ কাটতে পারেননি ।
  • টি-20 বিশ্বকাপ সেমি-ফাইনাল, 2022: অ্যালেক্স হেল ও জস বাটলারের দাপটে 10 উইকেটে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড ।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, 2023: অজিদের কাছেই 209 রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে । ওই ম্যাচেও ম্যান
  • বিশ্বকাপ ফাইনাল, 2023: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে নেমে অসহায় আত্মসমর্পণ ভারতের । রোহিতদের একপেশে হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার ট্রফি ঘরে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া ।

আরও পড়ুন:

হায়দরাবাদ, 19 নভেম্বর: 2011 সালের 2 এপ্রিল । দ্বিতীয়বার বিশ্বসেরার তাজ মাথায় পরেছিল 'মেন ইন ব্লু' । ক্রিকেট ঈশ্বরকে কাঁধে নিয়ে 10 জনের ভিকট্রি ল্যাপের ছবি আইকনিক হিসেবে জায়গা করে নিয়েছে । কিন্তু ইতিহাস বলছে, ওইটিই শেষ । তারপর থেকেই কার্যত ব্যর্থতার চোরাবালিতে আটকে গিয়েছে টিম ইন্ডিয়ার ট্রফি ভাগ্য । গত এক দশকে এই নিয়ে ন'টি টুর্নামেন্টে জয়ের কাছাকাছি এসেও কাপ আর ঠোঁটের ফাঁকটা রয়েই গেল ।

মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন শুরুটা ভালোই করেছিল 'রোহিত শর্মা অ্যান্ড কোং' । ট্রফি খরা কাটাতে বদ্ধপরিকর ছিলেন নীল জার্সিধারীরা । কিন্তু সময় যত গড়িয়েছে, ততই বদলেছে ছবিটা । ক্রমশ অন্ধকার নেমেছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে । দেখে নেওয়া যাক গত একদশকে ভারতের ব্যর্থতার তালিকা...

  • টি-20 বিশ্বকাপ ফাইনাল, 2014: মীরপুরে টি-20 বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল টিম ইন্ডিয়া । প্রথমে ব্যাট করে 130 তুলেছিল এমএস ধোনিরা । ব্যাট হাতে একমাত্র রান এসেছিল বিরাট কোহলির ব্যাটে (58 বলে 77) । রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে শুরুতে ফেরার পর রানমেশিনের ব্যাটেই ভদ্র জায়গায় পৌঁছেছিল ভারত । যদিও 6 উইকেটে সেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা ।
  • বিশ্বকাপ সেমি-ফাইনাল, 2015: আটবছর আগের বিশ্বকাপ সেমি-ফাইনালেও অজিদের কাছেই অসহায় আত্মসমর্পণ করেছিল ভারত । ব্যাট হাতে স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চের দুর্দান্ত পারফর্ম্যান্সের পর বল হাতে জ্বলে উঠেছিলেন জেমস ফকনার, মিচেল স্টার্ক । অস্ট্রেলিয়ার 328 রানের জবাবে 233 রানেই অল-আউট হয়ে যায় টিম ইন্ডিয়া ।
  • টি-20 বিশ্বকাপ সেমি-ফাইনাল, 2016: ব্যাট হাতে বিরাট কোহলি, রোহিত শর্মার অনবদ্য পারফর্ম্যান্সের পরেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল ভারতকে । টিম ইন্ডিয়ার দেওয়া 193 রানের বিরাট টার্গেট তাড়া করতে নেমে জ্বলে উঠেছিলেন লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, জনসন কার্লেসরা ।
  • চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, 2017: পাকিস্তানের কাছে 180 রানে হেরেছিল ভারত । চিরপ্রতিদ্বন্দ্বীদের দেওয়া 338 রানের জবাবে 158 রানেই অল-আউট হয়ে গিয়েছিল 'বিরাট অ্যান্ড কোং' । ফাইনালে ব্যাট হাতে কিছুই করতে পারেননি ভারতের রথী-মহারথীরা ।
  • বিশ্বকাপ সেমি-ফাইনাল, 2019: গত বিশ্বকাপেও তীরে এসে তরী ডুবেছিল ভারতের । 18 রানে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে । শেষ মুহূর্তে ধোনি রান-আউট হওয়ার পরেই ম্যাচ থেকে ছিটকে যায় ভারত ।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, 2021: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 8 উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড । সাউদাম্পটনের ওই ম্যাচে কোনও ব্যাটারই দাগ কাটতে পারেননি ।
  • টি-20 বিশ্বকাপ সেমি-ফাইনাল, 2022: অ্যালেক্স হেল ও জস বাটলারের দাপটে 10 উইকেটে ভারতকে উড়িয়ে দিয়েছিল ইংল্যান্ড ।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, 2023: অজিদের কাছেই 209 রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে । ওই ম্যাচেও ম্যান
  • বিশ্বকাপ ফাইনাল, 2023: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে নেমে অসহায় আত্মসমর্পণ ভারতের । রোহিতদের একপেশে হারিয়ে ষষ্ঠবার বিশ্বসেরার ট্রফি ঘরে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া ।

আরও পড়ুন:

Last Updated : Nov 20, 2023, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.