মুম্বই, 16 ডিসেম্বর: চারদিনের টেস্ট ক্রিকেটে ভারতীয় মহিলা দল এখনও সেভাবে পরীক্ষিত নয় ৷ কারণ একটাই, ওয়ান ডে এবং টি-20 ক্রিকেট যে পরিমাণ খেলা হয় টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সেই সুযোগটা খুবই কম ৷ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছিলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা ৷ সুযোগ পেলে তাঁরা কী করতে পারেন, ইংল্যান্ডের বিরুদ্ধে 347 রানের বিশাল জয় তুলে নিয়ে তা দেখিয়ে দিয়েছেন ভারতের মেয়েরা ৷ দলের এই বিশাল জয়ে খুশি দলের প্রধান কোচ অমল মজুমদারও ৷ তিনি জানালেন, তাঁর দল আসল টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়েছে ৷
শনিবার ম্যাচ জয়ের পর দলের ক্রিকেটারদের নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আড়াই দিনে দুরন্ত পারফরম্যান্স ৷ কোনও টেস্টই সহজ নয় ৷ মেয়েরা ওয়াংখেড়েতে টেস্টের আগের 5-6 দিন যে প্রস্তুতি নিয়েছে সেটা দারুণ ছিল ৷ আর সেই প্রস্তুতিই জয় এনে দিয়েছে ৷ আমরা যেমনটা খেলার পরিকল্পনা করেছিলাম ঠিক তেমনই খেলেছি ৷ আমি চাইব ওরা এটা ধরে রাখুক ৷ তবে প্রথম দিনে 400 রান তুলব এমন পরিকল্পনা আমাদের ছিল না ৷ এটা যারা টেস্টে অভিষেক করল তাদের জন্য এবং ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো একটা ইঙ্গিত ৷ "
তিনি এও বলেন, "এই আত্মবিশ্বাস আগামীতেও ওদের সঙ্গী হবে ৷ ইংল্যান্ড কঠিন দল ৷ আশা করছি টেস্ট ক্রিকেটের আসল স্বাদটা এবার পেল ওরা ৷" পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে 9 উইকেট এবং ব্যাট হাতে অর্ধশতরান করা দীপ্তির প্রশংসাতেও পঞ্চমুখ অমল ৷ তাঁর কথায়, "আমরা মজা করে ওকে 'স্টোকসি'(বেন স্টোকসের ডাকনাম) বলে ডাকি ৷ অর্ধশতরান এবং সঙ্গে 9 উইকেট ৷ দীপ্তি এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ৷ ওর আত্মবিশ্বাসের জন্যও এটা খুব উপকারী হবে ৷"
আগামিদিনে অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ অজিদের বিরুদ্ধে তাঁদের লাল বলের লড়াই শুরু হবে আগামী 21 ডিসেম্বর ৷ সেই টেস্টের কথা মাথায় রেখে অমল বলেন, "এই প্রথমবার আমরা পরপর টেস্ট খেলব ৷ আমরা অস্ট্রেলিয়া সিরিজের জন্য মুখিয়ে রয়েছি ৷" অন্যদিকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে খুশি দীপ্তিও ৷ তিনি বলেন, "দারুণ ভালো লাগছে ৷ আর আমরা আগামী ম্যাচের শুরুর জন্য অপেক্ষা করে আছি ৷ আমি গর্বিত কারণ আমি পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি ৷ আমরা প্রথম দিন ধৈর্য ধরে ব্যাটিং করেছিলাম ৷ পার্টনারশিপ তৈরির চেষ্টা করেছিলাম ৷ সেটাই কাজে দিয়েছে ৷"
আরও পড়ুন: