ETV Bharat / sports

'আসল টেস্ট ক্রিকেটের স্বাদ পেল মেয়েরা', দীপ্তিদের প্রশংসায় পঞ্চমুখ অমল - প্রধান কোচ অমল মজুমদার

Amol Muzumdar on India vs England Test: আসলে টেস্ট ক্রিকেট কেমন হয় তার স্বাদ পেয়েছে ভারতীয় মেয়েরা ৷ ইংল্যান্ডের বিরুদ্ধের জয়ের পর ঠিক এই ভাষাতেই দীপ্তি শর্মাদের প্রশংসা করলেন প্রধান কোচ অমল মজুমদার ৷

With win against strong England
দীপ্তিদের প্রশংসায় পঞ্চমুখ অমল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 4:05 PM IST

মুম্বই, 16 ডিসেম্বর: চারদিনের টেস্ট ক্রিকেটে ভারতীয় মহিলা দল এখনও সেভাবে পরীক্ষিত নয় ৷ কারণ একটাই, ওয়ান ডে এবং টি-20 ক্রিকেট যে পরিমাণ খেলা হয় টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সেই সুযোগটা খুবই কম ৷ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছিলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা ৷ সুযোগ পেলে তাঁরা কী করতে পারেন, ইংল্যান্ডের বিরুদ্ধে 347 রানের বিশাল জয় তুলে নিয়ে তা দেখিয়ে দিয়েছেন ভারতের মেয়েরা ৷ দলের এই বিশাল জয়ে খুশি দলের প্রধান কোচ অমল মজুমদারও ৷ তিনি জানালেন, তাঁর দল আসল টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়েছে ৷

শনিবার ম্যাচ জয়ের পর দলের ক্রিকেটারদের নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আড়াই দিনে দুরন্ত পারফরম্যান্স ৷ কোনও টেস্টই সহজ নয় ৷ মেয়েরা ওয়াংখেড়েতে টেস্টের আগের 5-6 দিন যে প্রস্তুতি নিয়েছে সেটা দারুণ ছিল ৷ আর সেই প্রস্তুতিই জয় এনে দিয়েছে ৷ আমরা যেমনটা খেলার পরিকল্পনা করেছিলাম ঠিক তেমনই খেলেছি ৷ আমি চাইব ওরা এটা ধরে রাখুক ৷ তবে প্রথম দিনে 400 রান তুলব এমন পরিকল্পনা আমাদের ছিল না ৷ এটা যারা টেস্টে অভিষেক করল তাদের জন্য এবং ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো একটা ইঙ্গিত ৷ "

তিনি এও বলেন, "এই আত্মবিশ্বাস আগামীতেও ওদের সঙ্গী হবে ৷ ইংল্যান্ড কঠিন দল ৷ আশা করছি টেস্ট ক্রিকেটের আসল স্বাদটা এবার পেল ওরা ৷" পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে 9 উইকেট এবং ব্যাট হাতে অর্ধশতরান করা দীপ্তির প্রশংসাতেও পঞ্চমুখ অমল ৷ তাঁর কথায়, "আমরা মজা করে ওকে 'স্টোকসি'(বেন স্টোকসের ডাকনাম) বলে ডাকি ৷ অর্ধশতরান এবং সঙ্গে 9 উইকেট ৷ দীপ্তি এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ৷ ওর আত্মবিশ্বাসের জন্যও এটা খুব উপকারী হবে ৷"

আগামিদিনে অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ অজিদের বিরুদ্ধে তাঁদের লাল বলের লড়াই শুরু হবে আগামী 21 ডিসেম্বর ৷ সেই টেস্টের কথা মাথায় রেখে অমল বলেন, "এই প্রথমবার আমরা পরপর টেস্ট খেলব ৷ আমরা অস্ট্রেলিয়া সিরিজের জন্য মুখিয়ে রয়েছি ৷" অন্যদিকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে খুশি দীপ্তিও ৷ তিনি বলেন, "দারুণ ভালো লাগছে ৷ আর আমরা আগামী ম্যাচের শুরুর জন্য অপেক্ষা করে আছি ৷ আমি গর্বিত কারণ আমি পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি ৷ আমরা প্রথম দিন ধৈর্য ধরে ব্যাটিং করেছিলাম ৷ পার্টনারশিপ তৈরির চেষ্টা করেছিলাম ৷ সেটাই কাজে দিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. দীপ্তির ঘূর্ণিতে পর্যুদস্ত ব্রিটিশ প্রমিলা বাহিনী, ঘরের মাটিতে বড় রানে জয়ী হরমনপ্রীতরা
  2. ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম্যান্স দীপ্তির, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের হাতছানি
  3. টেস্ট থেকে ছিটকে গেলেন শামি, দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা পেলেন বাংলার অন্য এক পেসার

মুম্বই, 16 ডিসেম্বর: চারদিনের টেস্ট ক্রিকেটে ভারতীয় মহিলা দল এখনও সেভাবে পরীক্ষিত নয় ৷ কারণ একটাই, ওয়ান ডে এবং টি-20 ক্রিকেট যে পরিমাণ খেলা হয় টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে সেই সুযোগটা খুবই কম ৷ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছিলেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা ৷ সুযোগ পেলে তাঁরা কী করতে পারেন, ইংল্যান্ডের বিরুদ্ধে 347 রানের বিশাল জয় তুলে নিয়ে তা দেখিয়ে দিয়েছেন ভারতের মেয়েরা ৷ দলের এই বিশাল জয়ে খুশি দলের প্রধান কোচ অমল মজুমদারও ৷ তিনি জানালেন, তাঁর দল আসল টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়েছে ৷

শনিবার ম্যাচ জয়ের পর দলের ক্রিকেটারদের নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "আড়াই দিনে দুরন্ত পারফরম্যান্স ৷ কোনও টেস্টই সহজ নয় ৷ মেয়েরা ওয়াংখেড়েতে টেস্টের আগের 5-6 দিন যে প্রস্তুতি নিয়েছে সেটা দারুণ ছিল ৷ আর সেই প্রস্তুতিই জয় এনে দিয়েছে ৷ আমরা যেমনটা খেলার পরিকল্পনা করেছিলাম ঠিক তেমনই খেলেছি ৷ আমি চাইব ওরা এটা ধরে রাখুক ৷ তবে প্রথম দিনে 400 রান তুলব এমন পরিকল্পনা আমাদের ছিল না ৷ এটা যারা টেস্টে অভিষেক করল তাদের জন্য এবং ভারতীয় ক্রিকেটের জন্য খুব ভালো একটা ইঙ্গিত ৷ "

তিনি এও বলেন, "এই আত্মবিশ্বাস আগামীতেও ওদের সঙ্গী হবে ৷ ইংল্যান্ড কঠিন দল ৷ আশা করছি টেস্ট ক্রিকেটের আসল স্বাদটা এবার পেল ওরা ৷" পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে 9 উইকেট এবং ব্যাট হাতে অর্ধশতরান করা দীপ্তির প্রশংসাতেও পঞ্চমুখ অমল ৷ তাঁর কথায়, "আমরা মজা করে ওকে 'স্টোকসি'(বেন স্টোকসের ডাকনাম) বলে ডাকি ৷ অর্ধশতরান এবং সঙ্গে 9 উইকেট ৷ দীপ্তি এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ৷ ওর আত্মবিশ্বাসের জন্যও এটা খুব উপকারী হবে ৷"

আগামিদিনে অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল ৷ অজিদের বিরুদ্ধে তাঁদের লাল বলের লড়াই শুরু হবে আগামী 21 ডিসেম্বর ৷ সেই টেস্টের কথা মাথায় রেখে অমল বলেন, "এই প্রথমবার আমরা পরপর টেস্ট খেলব ৷ আমরা অস্ট্রেলিয়া সিরিজের জন্য মুখিয়ে রয়েছি ৷" অন্যদিকে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে খুশি দীপ্তিও ৷ তিনি বলেন, "দারুণ ভালো লাগছে ৷ আর আমরা আগামী ম্যাচের শুরুর জন্য অপেক্ষা করে আছি ৷ আমি গর্বিত কারণ আমি পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি ৷ আমরা প্রথম দিন ধৈর্য ধরে ব্যাটিং করেছিলাম ৷ পার্টনারশিপ তৈরির চেষ্টা করেছিলাম ৷ সেটাই কাজে দিয়েছে ৷"

আরও পড়ুন:

  1. দীপ্তির ঘূর্ণিতে পর্যুদস্ত ব্রিটিশ প্রমিলা বাহিনী, ঘরের মাটিতে বড় রানে জয়ী হরমনপ্রীতরা
  2. ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম্যান্স দীপ্তির, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের হাতছানি
  3. টেস্ট থেকে ছিটকে গেলেন শামি, দক্ষিণ আফ্রিকা সফরে জায়গা পেলেন বাংলার অন্য এক পেসার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.