ETV Bharat / sports

IND vs IRE 2nd T20I: থ্রিলার জয়ে আইরিশদের বিরুদ্ধে সিরিজ জিতল হার্দিকের ভারত - থ্রিলার জয়ে আইরিশদের বিরুদ্ধে সিরিজ জিতল হার্দিকের ভারত

গুজরাত ফ্র্যাঞ্চাইজিকে আত্মপ্রকাশে আইপিএল চ্যাম্পিয়ন করার পর জাতীয় দলের অধিনায়ক হিসেবেও হার্দিকের অভিষেকটা হল রাজকীয় । থ্রিলার ম্যাচে 4 রানে জিতে 2-0 সিরিজ জয় ভারতের (India clinch series T20I series against Ireland) ।

IND vs IRE 2nd T20I
থ্রিলার জয়ে আইরিশদের বিরুদ্ধে সিরিজ জিতল হার্দিকের ভারত
author img

By

Published : Jun 29, 2022, 8:43 AM IST

ডাবলিন, 29 জুন : প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 225 রান তুললেও আইরিশরা যে এভাবে মরণকামড় দেবে, ঘুণাক্ষরেও টের পাননি কেউ । সে যাইহোক, হৃদস্পন্দন বাড়িয়ে হলেও আইরিশদের ডেরা থেকে প্রত্যাশামতোই টি-20 সিরিজ জিতে ফিরছে হার্দিক পান্ডিয়ার ভারত । গুজরাত ফ্র্যাঞ্চাইজিকে আত্মপ্রকাশে আইপিএল চ্যাম্পিয়ন করার পর জাতীয় দলের অধিনায়ক হিসেবেও হার্দিকের অভিষেকটা হল রাজকীয় । যার মধ্যে এদিন আবার শেষ ওভারে প্রতিশ্রুতিমান স্পিডস্টার উমরান মালিককে দিয়ে শেষ ওভার করিয়ে নজর কাড়লেন বরোদা ক্রিকেটার । থ্রিলার ম্যাচে 4 রানে জিতে 2-0 সিরিজ জয় ভারতের (India clinch series T20I series against Ireland) ।

ডাবলিনে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে মঙ্গলবার প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে চড়ে টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে প্রথম ম্য়াচে জয়ের নায়ক দীপক হুডা এবং রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন । সঞ্জু এদিন ঈশান কিষাণের সঙ্গে ওপেন করায় তিন নম্বরে নামেন হুডা । ঝোড়ো শতরানে শিবিরে সিরিজ জয়ের গন্ধ এনে দেন । ঈশান দ্রুত ফিরে যাওয়ার পর (3) দ্বিতীয় উইকেটে সঞ্জু-হুডার মারকাটারি জুটিই বড় রানের ইমারত গড়ে দেয় দলের । 9টি চার, 4টি ছয় হাঁকিয়ে 42 বলে 77 রান করেন সঞ্জু । 9টি চার এবং 6টি ছক্কা হাঁকিয়ে 57 বলে বিস্ফোরক 104 রানের ইনিংস খেলেন বরোদার মারকুটে ব্যাটার হুডা (Deepak Hooda hits maiden T20I ton)।

আরও পড়ুন : হুডার ব্যাটে জয় দিয়ে সফরনামা শুরু ক্যাপ্টেন হার্দিকের

তবে ভারতের জয় যতটা সহজে আসবে বলে মনে হচ্ছিল, বাস্তবে হয় ঠিক উলটো । দুই ওপেনার অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিংয়ের দুর্দান্ত শুরুকে কাজে লাগিয়ে একটা সময় সিরিজে সমতা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করে ফেলে আইরিশরা । স্টার্লিং করেন 18 বলে 40, অধিনায়ক বালবির্নি খেলেন 37 বলে 60 রানের মারকাটারি ইনিংস । পরের দিকে গত ম্যাচের অর্ধশতরানকারী টেক্টর (28 বলে 39) এবং জর্জ ডকওয়েল (16 বলে 34) সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেননি । শেষ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 17 রান । কিন্তু দলে তারুণ্যের ধ্বজা উড়িয়ে দলকে কাঙ্খিত 4 রানে জয় এনে দেন উমরান ।

ডাবলিন, 29 জুন : প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 225 রান তুললেও আইরিশরা যে এভাবে মরণকামড় দেবে, ঘুণাক্ষরেও টের পাননি কেউ । সে যাইহোক, হৃদস্পন্দন বাড়িয়ে হলেও আইরিশদের ডেরা থেকে প্রত্যাশামতোই টি-20 সিরিজ জিতে ফিরছে হার্দিক পান্ডিয়ার ভারত । গুজরাত ফ্র্যাঞ্চাইজিকে আত্মপ্রকাশে আইপিএল চ্যাম্পিয়ন করার পর জাতীয় দলের অধিনায়ক হিসেবেও হার্দিকের অভিষেকটা হল রাজকীয় । যার মধ্যে এদিন আবার শেষ ওভারে প্রতিশ্রুতিমান স্পিডস্টার উমরান মালিককে দিয়ে শেষ ওভার করিয়ে নজর কাড়লেন বরোদা ক্রিকেটার । থ্রিলার ম্যাচে 4 রানে জিতে 2-0 সিরিজ জয় ভারতের (India clinch series T20I series against Ireland) ।

ডাবলিনে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে মঙ্গলবার প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে চড়ে টিম ইন্ডিয়া ৷ সৌজন্যে প্রথম ম্য়াচে জয়ের নায়ক দীপক হুডা এবং রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন । সঞ্জু এদিন ঈশান কিষাণের সঙ্গে ওপেন করায় তিন নম্বরে নামেন হুডা । ঝোড়ো শতরানে শিবিরে সিরিজ জয়ের গন্ধ এনে দেন । ঈশান দ্রুত ফিরে যাওয়ার পর (3) দ্বিতীয় উইকেটে সঞ্জু-হুডার মারকাটারি জুটিই বড় রানের ইমারত গড়ে দেয় দলের । 9টি চার, 4টি ছয় হাঁকিয়ে 42 বলে 77 রান করেন সঞ্জু । 9টি চার এবং 6টি ছক্কা হাঁকিয়ে 57 বলে বিস্ফোরক 104 রানের ইনিংস খেলেন বরোদার মারকুটে ব্যাটার হুডা (Deepak Hooda hits maiden T20I ton)।

আরও পড়ুন : হুডার ব্যাটে জয় দিয়ে সফরনামা শুরু ক্যাপ্টেন হার্দিকের

তবে ভারতের জয় যতটা সহজে আসবে বলে মনে হচ্ছিল, বাস্তবে হয় ঠিক উলটো । দুই ওপেনার অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিংয়ের দুর্দান্ত শুরুকে কাজে লাগিয়ে একটা সময় সিরিজে সমতা ফেরানোর মতো পরিস্থিতি তৈরি করে ফেলে আইরিশরা । স্টার্লিং করেন 18 বলে 40, অধিনায়ক বালবির্নি খেলেন 37 বলে 60 রানের মারকাটারি ইনিংস । পরের দিকে গত ম্যাচের অর্ধশতরানকারী টেক্টর (28 বলে 39) এবং জর্জ ডকওয়েল (16 বলে 34) সর্বোচ্চ চেষ্টা করেও দলকে জয় এনে দিতে পারেননি । শেষ ওভারে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল 17 রান । কিন্তু দলে তারুণ্যের ধ্বজা উড়িয়ে দলকে কাঙ্খিত 4 রানে জয় এনে দেন উমরান ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.