ETV Bharat / sports

Paras Mhambrey on Mukesh: মুকেশের নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিংয়ে খুশি কোচ মামব্রে - West Indies

Debutant Mukesh Kumar Impressive Outing Against West Indies: মুকেশ কুমারের বোলিংয়ে খুশি পারস মামব্রে ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে মিডিয়াম পেসারের নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং ভারতের কোচকে খুশি করেছে ৷

Paras Mhambrey on Mukesh ETV BHARAT
Paras Mhambrey on Mukesh
author img

By

Published : Jul 23, 2023, 6:54 PM IST

পোর্ট অফ স্পেন, 23 জুলাই: অভিষেক টেস্টেই ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রের মন জয় করে নিলেন বাংলার মিডিয়াম পেসার মুকেশ কুমার ৷ তৃতীয় দিন সকালে লাগাতার এক লাইন ও লেন্থে বল করে যাওয়ার যে দক্ষতা দেখিয়েছেন তিনি, তাতেই মুগ্ধ পারস ৷ তাই নয় সেই লাইন ও লেন্থ বজায় রেখে তৃতীয় দিন সকালে নিজের প্রথম টেস্ট উইকেটটি তুলে নেন মুকেশ ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক করা ক্রিক ম্যাকেনজিকে 32 রানের মাথায় আউট করেন তিনি ৷

শুধু লাইন-লেন্থ ঠিক রাখা তাই নয় ৷ নতুন ডিউক বলের স্যুইং নিয়ন্ত্রণ করার যে কৌশল দেখালেন মুকেশ, তাও প্রভাবিত করেছে মুম্বইকর বোলিং কোচকে ৷ তিনি ৷ দ্বিতীয় তথা শেষ টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ 108 ওভারে 5 উইকেট হারিয়ে 229 রান তুলেছে ৷ মুকেশের বোলিং নিয়ে আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পারস বলেন, ‘‘আমার মতে মুকেশ অসাধারণ বল করেছে ৷ পরিস্থিতি অনুযায়ী ও বল করার সময় নিজের সেরাটা দিয়েছে ৷ যা দেখে খুব ভালো লেগেছে ৷ আর ওর থেকে এটা আশা করা হচ্ছিল এবং টিম ম্যানেজমেন্টের তরফেও এটা আমরা মুকেশের থেকে চাই ৷’’

আরও পড়ুন: ইমার্জিং এশিয়াকাপ ফাইনালে 353 রানের লক্ষ্য যশ ধুলদের সামনে

বিশেষত মুকেশের তৃতীয় দিনের সকালে পুরনো বলে রিভার্স স্যুইং এবং নতুন বল নিয়ন্ত্রণের সঙ্গে স্যুইং করানোর কৌশল দেখে আপ্লুত ভারতের বোলিং কোচ ৷ পারস মামব্রে বলেন, ‘‘আমি ওর উন্নতিতে খুব খুশি ৷ মুকেশ সেটা প্রথম সেশনের প্রথম বল থেকে করে দেখিয়েছে ৷ যেখানে পুরনো বলে এক জায়গায় বল রেখে উইকেট তুলে নিল এবং দ্বিতীয় নতুন বল নিয়ন্ত্রণের সঙ্গে স্যুইং করাল, তা সত্যিই অসাধারণ ৷’’

আরও পড়ুন: ত্রিনিদাদের পাটা উইকেটে চতুর্থদিনে কঠিন পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা

উল্লেখ্য়, এই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শার্দূল ঠাকুর ফিট না থাকায় টেস্ট অভিষেক করতে পেরেছেন মুকেশ ৷ এর পর ফের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সেখানে ভারতীয় দলে ফিরবেন মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা ৷ সঙ্গে মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর থাকবেন ৷ চোট সারিয়ে প্রাথমিক দলে ফিরতে পারেন উমেশ যাদবও ৷ ফলে অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার সামনে দক্ষিণ আফ্রিকার প্রাথমিক দলে মুকেশ জায়গা পাবেন কিনা, সেটাই বড় প্রশ্ন ৷ কিন্তু, তার আগে এই ম্যাচে আর ভালো পারফর্ম করে নিজের দাবি পেশ করে যেতেই পারেন মুকেশ কুমার ৷

পোর্ট অফ স্পেন, 23 জুলাই: অভিষেক টেস্টেই ভারতীয় দলের বোলিং কোচ পারস মামব্রের মন জয় করে নিলেন বাংলার মিডিয়াম পেসার মুকেশ কুমার ৷ তৃতীয় দিন সকালে লাগাতার এক লাইন ও লেন্থে বল করে যাওয়ার যে দক্ষতা দেখিয়েছেন তিনি, তাতেই মুগ্ধ পারস ৷ তাই নয় সেই লাইন ও লেন্থ বজায় রেখে তৃতীয় দিন সকালে নিজের প্রথম টেস্ট উইকেটটি তুলে নেন মুকেশ ৷ ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক করা ক্রিক ম্যাকেনজিকে 32 রানের মাথায় আউট করেন তিনি ৷

শুধু লাইন-লেন্থ ঠিক রাখা তাই নয় ৷ নতুন ডিউক বলের স্যুইং নিয়ন্ত্রণ করার যে কৌশল দেখালেন মুকেশ, তাও প্রভাবিত করেছে মুম্বইকর বোলিং কোচকে ৷ তিনি ৷ দ্বিতীয় তথা শেষ টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ 108 ওভারে 5 উইকেট হারিয়ে 229 রান তুলেছে ৷ মুকেশের বোলিং নিয়ে আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পারস বলেন, ‘‘আমার মতে মুকেশ অসাধারণ বল করেছে ৷ পরিস্থিতি অনুযায়ী ও বল করার সময় নিজের সেরাটা দিয়েছে ৷ যা দেখে খুব ভালো লেগেছে ৷ আর ওর থেকে এটা আশা করা হচ্ছিল এবং টিম ম্যানেজমেন্টের তরফেও এটা আমরা মুকেশের থেকে চাই ৷’’

আরও পড়ুন: ইমার্জিং এশিয়াকাপ ফাইনালে 353 রানের লক্ষ্য যশ ধুলদের সামনে

বিশেষত মুকেশের তৃতীয় দিনের সকালে পুরনো বলে রিভার্স স্যুইং এবং নতুন বল নিয়ন্ত্রণের সঙ্গে স্যুইং করানোর কৌশল দেখে আপ্লুত ভারতের বোলিং কোচ ৷ পারস মামব্রে বলেন, ‘‘আমি ওর উন্নতিতে খুব খুশি ৷ মুকেশ সেটা প্রথম সেশনের প্রথম বল থেকে করে দেখিয়েছে ৷ যেখানে পুরনো বলে এক জায়গায় বল রেখে উইকেট তুলে নিল এবং দ্বিতীয় নতুন বল নিয়ন্ত্রণের সঙ্গে স্যুইং করাল, তা সত্যিই অসাধারণ ৷’’

আরও পড়ুন: ত্রিনিদাদের পাটা উইকেটে চতুর্থদিনে কঠিন পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা

উল্লেখ্য়, এই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শার্দূল ঠাকুর ফিট না থাকায় টেস্ট অভিষেক করতে পেরেছেন মুকেশ ৷ এর পর ফের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সেখানে ভারতীয় দলে ফিরবেন মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা ৷ সঙ্গে মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর থাকবেন ৷ চোট সারিয়ে প্রাথমিক দলে ফিরতে পারেন উমেশ যাদবও ৷ ফলে অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার সামনে দক্ষিণ আফ্রিকার প্রাথমিক দলে মুকেশ জায়গা পাবেন কিনা, সেটাই বড় প্রশ্ন ৷ কিন্তু, তার আগে এই ম্যাচে আর ভালো পারফর্ম করে নিজের দাবি পেশ করে যেতেই পারেন মুকেশ কুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.