ETV Bharat / sports

Ind vs Zim দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয়, জিম্বাবোয়েতে সিরিজ জিতল ধাওয়ানের ভারত

বল হাতে মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুরের দাপটের পরে ব্যাট হাতে সঞ্জু স্যামসনের অপরাজিত ইনিংসে হোম টিমকে 5 উইকেটে হারাল মেন ইন ব্লু ৷ 146 বল বাকি থাকতে জিম্বাবোয়ের দেওয়া 162 রানের লক্ষ্যমাত্রা ভারত তাড়া করল পাঁচ উইকেট হারিয়ে (India beat Zimbabwe by five wickets in second ODI) ৷ সেই সঙ্গে সিরিজ জিতল ভারত ৷

Etv Bharat
জিম্বাবোয়েতে সিরিজ জিতল ধাওয়ানের ভারত
author img

By

Published : Aug 20, 2022, 10:23 PM IST

Updated : Aug 21, 2022, 2:50 PM IST

হারারে, 20 অগস্ট: প্রথম ম্যাচে জয়ের রেশ ধরে দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় ৷ সেই সঙ্গে জিম্বাবোয়েতে ওয়ান-ডে সিরিজ জিতে নিল শিখর ধাওয়ানের ভারত ৷ বল হাতে মহম্মদ সিরাজ-শার্দূল ঠাকুরের দাপট, পরে ব্যাট হাতে সঞ্জু স্যামসনের অপরাজিত ইনিংসে হোম টিমকে 5 উইকেটে হারাল 'মেন ইন ব্লু' ৷ 146 বল বাকি থাকতে জিম্বাবোয়ের দেওয়া 162 রানের লক্ষ্যমাত্রা ভারত তাড়া করল পাঁচ উইকেট হারিয়ে (India beat Zimbabwe by five wickets in second ODI) ৷

টস জিতে প্রথম ম্যাচের মতই এদিন হারারেতে রান তাড়া করার পথে হাঁটে শিখর ধাওয়ানের দল ৷ প্রথম ম্যাচের নায়ক দীপক চাহারকে বাদ দিলেও এদিন জিম্বাবোয়েকে স্বল্প রানে বেঁধে রাখার কাজটা দারুণভাবে করেন মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর ৷ একটি মাত্র উইকেট নিলেও আট ওভারে 2টি মেডেন-সহ মাত্র 16 রান খরচ করেন সিরাজ ৷ 7 ওভারে 38 রানে তিন উইকেট নেন শার্দূল (Shardul Thakur takes 3 wickets) ৷ সিন উইলিয়ামসের 42 এবং রায়ান বার্লের অপরাজিত 39 রানে ভর করে কোনওক্রমে স্কোরবোর্ডে 161 রান তোলে জিম্বাবোয়ে ৷ একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং দীপক হুডা ৷

আরও পড়ুন: ভারত পাক মহারণে নেই আফ্রিদি, স্নায়ুযুদ্ধে অহেতুক চাপ নিতে নারাজ রোহিত

জবাবে পাঁচ উইকেট হারাতে হলেও কখনোই জয়ের পথ থেকে সরে যায়নি ভারত ৷ কেএল রাহুল শুরুতে ফিরলেও ধাওয়ান-গিলের 33, দীপক হুডার 25, স্যামসনের অপরাজিত 43 রানে ভর করে মাত্র 25.4 ওভারেই রান তুলে নেয় সফরকারী দল ৷ 39 বলে 43 রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন ম্যাচের সেরা সঞ্জু (Sanju Samson scores unbeaten 43 runs) ৷ ম্যাচ এবং সেইসঙ্গে সিরিজ জিতে উঠে স্পিডস্টার সিরাজ বলেন, "ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডেও আমি ভালো বল করেছিলাম ৷ প্রথম ম্যাচেও ছন্দে ছিলাম ৷ উইকেটে কথা মাথায় না-রেখে সঠিক জায়গায় বল করে যাওয়াই লক্ষ্য ছিল আমার ৷"

হারারে, 20 অগস্ট: প্রথম ম্যাচে জয়ের রেশ ধরে দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় ৷ সেই সঙ্গে জিম্বাবোয়েতে ওয়ান-ডে সিরিজ জিতে নিল শিখর ধাওয়ানের ভারত ৷ বল হাতে মহম্মদ সিরাজ-শার্দূল ঠাকুরের দাপট, পরে ব্যাট হাতে সঞ্জু স্যামসনের অপরাজিত ইনিংসে হোম টিমকে 5 উইকেটে হারাল 'মেন ইন ব্লু' ৷ 146 বল বাকি থাকতে জিম্বাবোয়ের দেওয়া 162 রানের লক্ষ্যমাত্রা ভারত তাড়া করল পাঁচ উইকেট হারিয়ে (India beat Zimbabwe by five wickets in second ODI) ৷

টস জিতে প্রথম ম্যাচের মতই এদিন হারারেতে রান তাড়া করার পথে হাঁটে শিখর ধাওয়ানের দল ৷ প্রথম ম্যাচের নায়ক দীপক চাহারকে বাদ দিলেও এদিন জিম্বাবোয়েকে স্বল্প রানে বেঁধে রাখার কাজটা দারুণভাবে করেন মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর ৷ একটি মাত্র উইকেট নিলেও আট ওভারে 2টি মেডেন-সহ মাত্র 16 রান খরচ করেন সিরাজ ৷ 7 ওভারে 38 রানে তিন উইকেট নেন শার্দূল (Shardul Thakur takes 3 wickets) ৷ সিন উইলিয়ামসের 42 এবং রায়ান বার্লের অপরাজিত 39 রানে ভর করে কোনওক্রমে স্কোরবোর্ডে 161 রান তোলে জিম্বাবোয়ে ৷ একটি করে উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং দীপক হুডা ৷

আরও পড়ুন: ভারত পাক মহারণে নেই আফ্রিদি, স্নায়ুযুদ্ধে অহেতুক চাপ নিতে নারাজ রোহিত

জবাবে পাঁচ উইকেট হারাতে হলেও কখনোই জয়ের পথ থেকে সরে যায়নি ভারত ৷ কেএল রাহুল শুরুতে ফিরলেও ধাওয়ান-গিলের 33, দীপক হুডার 25, স্যামসনের অপরাজিত 43 রানে ভর করে মাত্র 25.4 ওভারেই রান তুলে নেয় সফরকারী দল ৷ 39 বলে 43 রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন ম্যাচের সেরা সঞ্জু (Sanju Samson scores unbeaten 43 runs) ৷ ম্যাচ এবং সেইসঙ্গে সিরিজ জিতে উঠে স্পিডস্টার সিরাজ বলেন, "ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডেও আমি ভালো বল করেছিলাম ৷ প্রথম ম্যাচেও ছন্দে ছিলাম ৷ উইকেটে কথা মাথায় না-রেখে সঠিক জায়গায় বল করে যাওয়াই লক্ষ্য ছিল আমার ৷"

Last Updated : Aug 21, 2022, 2:50 PM IST

For All Latest Updates

TAGGED:

Ind vs Zim
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.