ETV Bharat / sports

IND vs WI First T20 : সহজ জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু টিম ইন্ডিয়ার - সহজ জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু টিম ইন্ডিয়ার

সাত বল বাকি থাকতেই কায়রন পোলার্ডের দলের ছুঁড়ে দেওয়া 158 রানের লক্ষ্যমাত্রা হাসিল করল ভারত ৷ সৌজন্যে রোহিত শর্মার অধিনায়কোচিত 40 রানের ইনিংস (Rohit Sharma scores 40 runs) ৷

IND vs WI First T20
সহজ জয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু টিম ইন্ডিয়ার
author img

By

Published : Feb 16, 2022, 11:07 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : ওয়ান-ডে সিরিজে জয়ের ধারা টি-20 সিরিজের প্রথম ম্যাচেও বজায় রাখল টিম ইন্ডিয়া ৷ কলকাতায় টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারাল তারা (India beat WI by six wickets in first t20) ৷ সাত বল বাকি থাকতেই কায়রন পোলার্ডের দলের ছুঁড়ে দেওয়া 158 রানের লক্ষ্যমাত্রা হাসিল করল ভারত ৷ সৌজন্যে রোহিত শর্মার অধিনায়কোচিত 40 রানের ইনিংস ৷ রান পেলেন আরেক ওপেনার ইশান কিষান এবং সূর্যকুমার যাদবও ৷

ইডেনে এদিন টস জিতে ক্যারিবিয়ানদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রোহিত ৷ আন্তর্জাতিক অভিষেকে বল হাতে নজর কাড়েন রবি বিষ্ণোই ৷ 4 ওভারে 17 রানে 2 উইকেট নেন তিনি ৷ তবে নিকোলাস পুরানের 61, কাইল মায়ার্সের 31, পোলার্ডের অপরাজিত 24 রানে ভর করে 20 ওভারে 157 রান সংগ্রহ করে সফরকারী দল ৷

আরও পড়ুন : IND vs WI First T20 : অভিষেকে উজ্জ্বল বিষ্ণোই, পুরানের ব্যাটে ভারতের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

জবাবে রোহিত-ইশানের 64 রানের ওপেনিং জুটিতেই জয়ের গন্ধ পেয়ে যায় ভারত ৷ 35 রানে আউট হন ইশান ৷ ফের ব্যর্থ বিরাট কোহলি ফেরেন 17 রানে, ঋষভ পন্থ করেন মাত্র 8 ৷ কিন্তু তাতে ভারতের জয় আটকায়নি ৷ পঞ্চম উইকেটে সূর্যকুমার এবং ভেঙ্কটেশ আইয়ারের 48 রানের অবিভক্ত জুটিই জয় এনে দেয় দলকে ৷ 18 বলে 34 রানে অপরাজিত থাকেন সূর্য ৷ 13 বলে 24 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার ৷

কলকাতা, 16 ফেব্রুয়ারি : ওয়ান-ডে সিরিজে জয়ের ধারা টি-20 সিরিজের প্রথম ম্যাচেও বজায় রাখল টিম ইন্ডিয়া ৷ কলকাতায় টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারাল তারা (India beat WI by six wickets in first t20) ৷ সাত বল বাকি থাকতেই কায়রন পোলার্ডের দলের ছুঁড়ে দেওয়া 158 রানের লক্ষ্যমাত্রা হাসিল করল ভারত ৷ সৌজন্যে রোহিত শর্মার অধিনায়কোচিত 40 রানের ইনিংস ৷ রান পেলেন আরেক ওপেনার ইশান কিষান এবং সূর্যকুমার যাদবও ৷

ইডেনে এদিন টস জিতে ক্যারিবিয়ানদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রোহিত ৷ আন্তর্জাতিক অভিষেকে বল হাতে নজর কাড়েন রবি বিষ্ণোই ৷ 4 ওভারে 17 রানে 2 উইকেট নেন তিনি ৷ তবে নিকোলাস পুরানের 61, কাইল মায়ার্সের 31, পোলার্ডের অপরাজিত 24 রানে ভর করে 20 ওভারে 157 রান সংগ্রহ করে সফরকারী দল ৷

আরও পড়ুন : IND vs WI First T20 : অভিষেকে উজ্জ্বল বিষ্ণোই, পুরানের ব্যাটে ভারতের সামনে চ্যালেঞ্জিং টার্গেট

জবাবে রোহিত-ইশানের 64 রানের ওপেনিং জুটিতেই জয়ের গন্ধ পেয়ে যায় ভারত ৷ 35 রানে আউট হন ইশান ৷ ফের ব্যর্থ বিরাট কোহলি ফেরেন 17 রানে, ঋষভ পন্থ করেন মাত্র 8 ৷ কিন্তু তাতে ভারতের জয় আটকায়নি ৷ পঞ্চম উইকেটে সূর্যকুমার এবং ভেঙ্কটেশ আইয়ারের 48 রানের অবিভক্ত জুটিই জয় এনে দেয় দলকে ৷ 18 বলে 34 রানে অপরাজিত থাকেন সূর্য ৷ 13 বলে 24 রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.