আমেদাবাদ, 9 ফেব্রুয়ারি : বিরাটকে সরিয়ে ক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ তাতেই বাজিমাত করলেন মুম্বইকর ৷ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল ‘মেন ইন ব্লু’ ৷ প্রসিদ্ধ কৃষ্ণা-শার্দুল ঠাকুরদের দাপটে আমেদাবাদে দ্বিতীয় ওয়ান ডে-তে 44 রানে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ভারত (India win series against West Indies) ৷
ব্যাট করতে নেমে ধরে খেলার চেষ্টা করছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার সাই হোপ ও ব্যান্ডন কিং ৷ কিন্তু প্রসিদ্ধের হাতে বল যেতেই উলটপুরাণ ৷ ভারতের দেওয়া 238 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় নিকোলাস পুরানের দল ৷ ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ৷ ব্রুকস (64 বলে 44) ও আকিল হুসেন (52 বলে 34) খানিক প্রতিরোধ করার চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷ শেষ পর্যন্ত 193 রানে অল-আউট নিকোলাস পুরানরা ৷
-
India seal the series 💥
— ICC (@ICC) February 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Prasidh Krishna finishes with a brilliant four-for as West Indies are all out for 193. #INDvWI | https://t.co/oBgosJPTDa pic.twitter.com/zJMIuDsMIe
">India seal the series 💥
— ICC (@ICC) February 9, 2022
Prasidh Krishna finishes with a brilliant four-for as West Indies are all out for 193. #INDvWI | https://t.co/oBgosJPTDa pic.twitter.com/zJMIuDsMIeIndia seal the series 💥
— ICC (@ICC) February 9, 2022
Prasidh Krishna finishes with a brilliant four-for as West Indies are all out for 193. #INDvWI | https://t.co/oBgosJPTDa pic.twitter.com/zJMIuDsMIe
আরও পড়ুন : বিশ্বজয় করে দেশে ফিরলেন যশ ধুল, রবি কুমাররা
এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন ৷ লোকেশ রাহুল-সূর্যকুমার যাদবের সৌজন্যে 237 রান তুলেছিল ভারত ৷ ওপেন করতে নেমে ব্যর্থ রোহিত-পন্থ ৷ বড় রান করতে পারেননি বিরাট কোহলিও ৷ মাত্র 18 রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি ৷ এ নিয়ে টানা 20 সেঞ্চুরিহীন কোহলি ৷ ভারতকে টানলেন রাহুল-সূর্যকুমার ৷ চতুর্থ উইকেটে 91 রানের পার্টনারশিপ গড়েন দুই ব্যাটার ৷ 49 রান করে প্যাভিলিয়নে ফেরেন রাহুল, 64 রানে ফেরেন SKY ৷ শেষ পর্যন্ত ওয়াশিংটন সুন্দর (41 বলে 24) এবং দীপক হুডার ঝোড়ো ইনিংসের (25 বলে 29) সুবাদে দু'শোর গণ্ডি পেরোয় দলের স্কোর ৷সিরিজের শেষ ম্যাচ শুক্রবার ৷