ETV Bharat / sports

ICC World Cup 2023: আটে আট! হিটম্যানের হুংকারে ‘নরেন্দ্র মোদি’ স্টেডিয়ামে পাক ‘বধ’ ভারতের

শুভমন গিল, বিরাট কোহলিরা শুরুতে ফিরলেও কথা বলল রোহিতের ব্যাট ৷ শর্মাজির অধিনায়কোচিত ইনিংসের সুবাদেই বিশ্বকাপে টানা অষ্টমবার পাকিস্তানকে হারাল ভারত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 8:07 PM IST

Updated : Oct 14, 2023, 8:53 PM IST

আমেদাবাদ, 14 অক্টোবর: রোহিত গুরুনাথ শর্মা! অন্যরা নন, হিটম্যানের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই ৷ গত বিশ্বকাপে 5টি সেঞ্চুরি এসেছিল হিটম্যানের ব্যাটে ৷ এবার প্রথম ম্যাচে শূন্য রানে ক্রিজ ছেড়েছিলেন ৷ পরের ম্যাচ থেকেই নিজের পয়া ব্যাটটা যেন খুঁজে পেয়েছেন শর্মাজি ৷ অধিনায়কের 63 বলে 86 রানের ইনিংসের সুবাদেই বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জয় পেল ভারত ৷ একপেশে ম্যাচে 7 উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷

192 রানের আপাত সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছিলেন শুভমন গিল ৷ ‘বিরাট’ ইনিংস গড়তে পারেননি কোহলিও ৷ যদিও রোহিতের ইনিংসে খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছে গেল দলের ইনিংস ৷ চার নম্বরে নেমে যোগ্য সঙ্গত করলেন শ্রেয়স আইয়ার ৷ দুই ব্যাটারের দৌলতে 120 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল ভারত ৷ রোহিত ফিরলেও 53 রানে অপরাজিত থাকলেন আইয়ার ৷

  • Congratulations to Team India on their remarkable performance in the #CWC2023! With three consecutive wins, they have set the tournament on fire, demonstrating their prowess on the field. Our bowlers displayed clinical precision by limiting Pakistan to just 191 runs on what… pic.twitter.com/wRloJRorEj

    — Jay Shah (@JayShah) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্রিকেটের সবচেয়ে কুলীন টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজেয় নীল জার্সিধারীরা ৷ এর আগে সাতবারই ‘মেন ইন গ্রিন’ বিধ্বস্ত হয়েছিল রোহিতদের কাছে ৷ এদিন সেই সংখ্যাটাই আরেকটা বাড়িয়ে নিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ চলতি বিশ্বকাপে এর আগে দু’টি ম্যাচই জিতে নিয়েছিল ভারত ৷ প্রথম ম্যাচে জ্বলে উঠেছিল ভারতের বোলিং লাইন-আপ ৷ দ্বিতীয় ম্যাচে খেল দেখিয়েছে রোহিত-কোহলির চওড়া ব্যাট ৷ সেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মা ৷ তিন অঙ্কের রানের খুব কাছে এসেও মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিকে ৷ এদিন সমানতালে খেল দেখাল দলের সমস্ত ডিপার্টমেন্ট ৷

প্রথম ইনিংসে দুরন্ত বল করে বুমরা-সিরাজরা ৷ পেসার-স্পিনারদের যুগলবন্দিতে দু’শো পার করার আগেই গুটিয়ে গিয়েছিল ‘বাবর অ্যান্ড কোং’ ৷ সহজ ম্যাচ পকেটে পুরে বিশ্বকাপের টিম টেবিলের শীর্ষে পৌঁছে গেল ভারত ৷

আরও পড়ুন: বুমরা-সিরাজদের সামনে 'থরহরি কম্প', বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তৃতীয় সর্বনিম্ন স্কোর পাকিস্তানের

আমেদাবাদ, 14 অক্টোবর: রোহিত গুরুনাথ শর্মা! অন্যরা নন, হিটম্যানের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই ৷ গত বিশ্বকাপে 5টি সেঞ্চুরি এসেছিল হিটম্যানের ব্যাটে ৷ এবার প্রথম ম্যাচে শূন্য রানে ক্রিজ ছেড়েছিলেন ৷ পরের ম্যাচ থেকেই নিজের পয়া ব্যাটটা যেন খুঁজে পেয়েছেন শর্মাজি ৷ অধিনায়কের 63 বলে 86 রানের ইনিংসের সুবাদেই বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জয় পেল ভারত ৷ একপেশে ম্যাচে 7 উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷

192 রানের আপাত সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছিলেন শুভমন গিল ৷ ‘বিরাট’ ইনিংস গড়তে পারেননি কোহলিও ৷ যদিও রোহিতের ইনিংসে খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছে গেল দলের ইনিংস ৷ চার নম্বরে নেমে যোগ্য সঙ্গত করলেন শ্রেয়স আইয়ার ৷ দুই ব্যাটারের দৌলতে 120 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল ভারত ৷ রোহিত ফিরলেও 53 রানে অপরাজিত থাকলেন আইয়ার ৷

  • Congratulations to Team India on their remarkable performance in the #CWC2023! With three consecutive wins, they have set the tournament on fire, demonstrating their prowess on the field. Our bowlers displayed clinical precision by limiting Pakistan to just 191 runs on what… pic.twitter.com/wRloJRorEj

    — Jay Shah (@JayShah) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্রিকেটের সবচেয়ে কুলীন টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজেয় নীল জার্সিধারীরা ৷ এর আগে সাতবারই ‘মেন ইন গ্রিন’ বিধ্বস্ত হয়েছিল রোহিতদের কাছে ৷ এদিন সেই সংখ্যাটাই আরেকটা বাড়িয়ে নিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ চলতি বিশ্বকাপে এর আগে দু’টি ম্যাচই জিতে নিয়েছিল ভারত ৷ প্রথম ম্যাচে জ্বলে উঠেছিল ভারতের বোলিং লাইন-আপ ৷ দ্বিতীয় ম্যাচে খেল দেখিয়েছে রোহিত-কোহলির চওড়া ব্যাট ৷ সেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মা ৷ তিন অঙ্কের রানের খুব কাছে এসেও মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিকে ৷ এদিন সমানতালে খেল দেখাল দলের সমস্ত ডিপার্টমেন্ট ৷

প্রথম ইনিংসে দুরন্ত বল করে বুমরা-সিরাজরা ৷ পেসার-স্পিনারদের যুগলবন্দিতে দু’শো পার করার আগেই গুটিয়ে গিয়েছিল ‘বাবর অ্যান্ড কোং’ ৷ সহজ ম্যাচ পকেটে পুরে বিশ্বকাপের টিম টেবিলের শীর্ষে পৌঁছে গেল ভারত ৷

আরও পড়ুন: বুমরা-সিরাজদের সামনে 'থরহরি কম্প', বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তৃতীয় সর্বনিম্ন স্কোর পাকিস্তানের

Last Updated : Oct 14, 2023, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.