ETV Bharat / sports

IND vs NZ 1st ODI: ব্রেসওয়েলের লড়াই ব্যর্থ করে সিরিজে 'শুভ' সূচনা ভারতের - ট্র্যাজিক নায়ক ব্রেসওয়েল

নিজামের শহরে ট্র্যাজিক নায়ক হয়েই রইলেন ব্রেসওয়েল ৷ 78 বলে তাঁর 140 রানের ইনিংস ব্যর্থ করে রুদ্ধশ্বাস জয় ভারতের ৷ গিল-বিক্রমে তিনম্যাচের সিরিজে 1-0 এগোল তারা (India took lead in the series) ৷

IND vs NZ 1st ODI
Etv Bharat
author img

By

Published : Jan 18, 2023, 10:01 PM IST

Updated : Jan 18, 2023, 10:33 PM IST

হায়দরাবাদ, 18 জানুয়ারি: শুভমন গিলের দ্বিশতরান স্কোরবোর্ডে 349 রান তোলার পর ম্যাচটা এত কঠিন হবে মনে হয়নি ৷ কিন্তু ভারতীয় অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল ৷ গিলের দ্বিশতরানর পালটা মারকাটারি শতরান করে মুখের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন কিউয়ি ব্যাটার ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ নিজামের শহরে ট্র্যাজিক নায়ক হয়েই রইলেন ব্রেসওয়েল ৷ রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে 12 রানে হারিয়ে তিনম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল রোহিত অ্যান্ড কোং (India beat New Zealand in Hyderabad ODI) ৷

সাড়ে তিনশো রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড এদিন 131 রানে 6 উইকেট হারিয়ে ফেলার পর ফের একটা বড় জয়ের প্রতীক্ষা করছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সপ্তম উইকেটে ঢাল হয়ে দাঁড়ান মাইকেল ব্রেসওয়েল-মিচেল স্যান্টনার ৷ রোহিতের কপালে চিন্তার ভাঁজ ফেলে সপ্তম উইকেটে 162 রানের জুটি গড়েন দু'জনে ৷ 46তম ওভারে সিরাজ স্যান্টনার এবং শিপলেকে ফেরালেও শতরানকারী ব্রেসওয়েল কাঁটা হয়ে বিঁধে ছিল ভারতের গলায় ৷

43তম ওভারে মহম্মদ শামিকে ছক্কা হাঁকিয়ে মাত্র 56 বলে শতরান পূর্ণ করেন তিনি ৷ নিউজিল্য়ান্ড তখন মনে করাচ্ছে কেন তারা আইসিসি ক্রমতালিকায় এক নম্বরে ৷ শেষ ওভারে ব্ল্যাক-ক্যাপসের জয়ের জন্য দরকার ছিল 20 রান, হাতে এক উইকেট ৷ প্রথম বলে শার্দূলকে লং-অনের উপর দিয়ে ছক্কা হাঁকান ব্রেসওয়েল ৷ পরের বল ওয়াইড হলে সমীকরণ দাঁড়ায় 5 বলে 13 রান ৷ পরের বলে শার্দূলের বিষাক্ত ইনস্যুইংগারটা বুঝতে পারেননি ব্রেসওয়েল ৷ কিউয়ি ব্যাটারকে এলবিডব্লিউ করে ভারতকে জয় এনে দেন মহারাষ্ট্রের পেসার ৷ 78 বলে 140 রানের বিস্ফোরক ইনিংস খেলে আউট হন ব্রেসওয়েল (Bracewell scores 140 runs) ৷ 337 রানে গুটিয়ে যায় কিউয়িরা ৷

আরও পড়ুন: 'আমার জন্য গর্বের দিন', গিলের দ্বিশতরানে আবেগঘন টুইট যুবির

46 রানে চার উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj takes 4 wickets) ৷ এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে শুভমন গিলের দ্বিশতরানে রানের পাহাড়ে চড়ে ভারত ৷ কনিষ্ঠ ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আসে গিলের ব্যাটে 149 বলে 208 রান করেন পঞ্জাব ব্যাটার ৷ 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 349 রান তোলে ভারত ৷

হায়দরাবাদ, 18 জানুয়ারি: শুভমন গিলের দ্বিশতরান স্কোরবোর্ডে 349 রান তোলার পর ম্যাচটা এত কঠিন হবে মনে হয়নি ৷ কিন্তু ভারতীয় অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল ৷ গিলের দ্বিশতরানর পালটা মারকাটারি শতরান করে মুখের গ্রাস প্রায় কেড়েই নিয়েছিলেন কিউয়ি ব্যাটার ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ নিজামের শহরে ট্র্যাজিক নায়ক হয়েই রইলেন ব্রেসওয়েল ৷ রুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে 12 রানে হারিয়ে তিনম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল রোহিত অ্যান্ড কোং (India beat New Zealand in Hyderabad ODI) ৷

সাড়ে তিনশো রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড এদিন 131 রানে 6 উইকেট হারিয়ে ফেলার পর ফের একটা বড় জয়ের প্রতীক্ষা করছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সপ্তম উইকেটে ঢাল হয়ে দাঁড়ান মাইকেল ব্রেসওয়েল-মিচেল স্যান্টনার ৷ রোহিতের কপালে চিন্তার ভাঁজ ফেলে সপ্তম উইকেটে 162 রানের জুটি গড়েন দু'জনে ৷ 46তম ওভারে সিরাজ স্যান্টনার এবং শিপলেকে ফেরালেও শতরানকারী ব্রেসওয়েল কাঁটা হয়ে বিঁধে ছিল ভারতের গলায় ৷

43তম ওভারে মহম্মদ শামিকে ছক্কা হাঁকিয়ে মাত্র 56 বলে শতরান পূর্ণ করেন তিনি ৷ নিউজিল্য়ান্ড তখন মনে করাচ্ছে কেন তারা আইসিসি ক্রমতালিকায় এক নম্বরে ৷ শেষ ওভারে ব্ল্যাক-ক্যাপসের জয়ের জন্য দরকার ছিল 20 রান, হাতে এক উইকেট ৷ প্রথম বলে শার্দূলকে লং-অনের উপর দিয়ে ছক্কা হাঁকান ব্রেসওয়েল ৷ পরের বল ওয়াইড হলে সমীকরণ দাঁড়ায় 5 বলে 13 রান ৷ পরের বলে শার্দূলের বিষাক্ত ইনস্যুইংগারটা বুঝতে পারেননি ব্রেসওয়েল ৷ কিউয়ি ব্যাটারকে এলবিডব্লিউ করে ভারতকে জয় এনে দেন মহারাষ্ট্রের পেসার ৷ 78 বলে 140 রানের বিস্ফোরক ইনিংস খেলে আউট হন ব্রেসওয়েল (Bracewell scores 140 runs) ৷ 337 রানে গুটিয়ে যায় কিউয়িরা ৷

আরও পড়ুন: 'আমার জন্য গর্বের দিন', গিলের দ্বিশতরানে আবেগঘন টুইট যুবির

46 রানে চার উইকেট নিয়ে ভারতের সবচেয়ে সফল বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj takes 4 wickets) ৷ এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে শুভমন গিলের দ্বিশতরানে রানের পাহাড়ে চড়ে ভারত ৷ কনিষ্ঠ ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি আসে গিলের ব্যাটে 149 বলে 208 রান করেন পঞ্জাব ব্যাটার ৷ 8 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 349 রান তোলে ভারত ৷

Last Updated : Jan 18, 2023, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.