ETV Bharat / sports

ICC World Cup 2023: দুরন্ত শামি, হাফডজন ম্যাচ জিতে ফের গ্রুপ শীর্ষে টিম ইন্ডিয়া

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 9:22 PM IST

Updated : Oct 29, 2023, 11:01 PM IST

ইংল্যান্ড ‘বধ’ করে ফের গ্রুপ শীর্ষে উঠে এল ভারত ৷ সৌজন্যে, মহম্মদ শামি ৷ প্রথম দিকে শার্দূল ঠাকুর ‘ব্যাট’ করতে পারেন বলে দলে জায়গা পাননি ৷ ফিরে এসে দু’ম্যাচে 9 উইকেট তুলে নিলেন বাংলার পেসার ৷

Etv Bharat
Etv Bharat

লখনউ, 29 অক্টোবর: দুরন্ত মহম্মদ শামি ৷ জ্বলে উঠলেন জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবরা ৷ ত্রয়ীর জাদুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হেলায় উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷ লো স্কোরিং ম্যাচে জস বাটলার, জনি বেয়ারস্টোদের দেড়শোর আগেই গুটিয়ে দিল টিম ইন্ডিয়ার বোলিং লাইন-আপ ৷ 100 রানে ইংল্যান্ড ‘বধ’ করে ফের গ্রুপ শীর্ষে উঠে এল ভারত ৷

অল্প রানের পুঁজি ডিফেন্ড করতে নেমে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বুমরা ৷ পরপর ফিরিয়েছিলেন ডেভিড মালান, জো রুটকে ৷ সেখান থেকেই খেলাটা ধরলেন মহম্মদ শামি ৷ তুলে নিলেন জনি বেয়ারস্টো, বেন স্টোকসকে ৷ জস বাটলারকে ফেরান কুলদীপ যাদব ৷ পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও থিতু হতে শুরু করেছিল মইন আলি-লিয়াম লিভিংস্টোন জুটি ৷ দ্বিতীয় স্পেলে ফিরে সেই জুটি ভাঙেন শামি ৷ শেষ পর্যন্ত 129 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস ৷

ICC World Cup
দু’ম্যাচে 9 উইকেট তুলে নিলেন বাংলার পেসার

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে এদিন সর্বোচ্চ রান লিভিংস্টোনের (46 বলে 27) ৷ খাতাই খুলতে পারেননি জো রুট, বেন স্টোকস, মার্ক উড ৷ বাকি ব্যাটারদের কেউই 20 রানের গন্ডি টপকাতে পারেননি ৷ শামি তুলে নেন 4টি উইকেট, বুমরার ঝুলিতে এসেছে 3টি ৷ 2টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, 1টি উইকেট এসেছে রবীন্দ্র জাদেজার ঝুলিতে ৷ এদিন তিন উইকেট নিয়ে বিশ্বকাপে অনিল কুম্বলকে ছুঁলে ফেললেন বুমরা ৷ দু'জনেরই শিকার 31টি ৷ প্রাক্তন লেগ-স্পিনার কুম্বল এই শিকার করেছিলেন 18 ইনিংসে ৷ কিন্তু তিন ম্যাচ কম খেলেই জাম্বোকে ছুঁয়ে ফেললেন গুজরাতের এই ডানহাতি পেসার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

চলতি বিশ্বকাপের শুরুতে শার্দূল ঠাকুর ‘ব্যাটিং’ জানায় একাদশে জায়গা মিলছিল না ৷ প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ কিউয়িদের বিরুদ্ধে মাঠে ফিরেই যাবতীয় উপেক্ষার জবাব দিয়েছিলেন মহম্মদ শামি ৷ দেশের জার্সিতে উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলেকে টপকে উঠে এসেছিলেন তিন নম্বরে ৷ নয়া রেকর্ড গড়ে ‘দ্রাবিড় অ্যান্ড কোং’কে বুঝিয়ে দিয়েছিলেন ইউটিলিটি বোলারের বোলিংটাই ব্রহ্মাস্ত্র ৷ তাতে শান দিয়েই বিপক্ষের ত্রাস হয়ে উঠছেন তিনি ৷ এবার দ্বিতীয় ম্যাচে শামির ঝুলিতে এল 4টি উইকেট ৷ মাত্র দু’ম্যাচে 9টি উইকেট তুলে নিলেন দলের সেরা বোলিং তারকা ৷

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তিন ফরম্যাটে ভারতের সেরা সক্রিয় বোলার যদি কেউ উঠে থেকে থাকেন, তবে তিনি মহম্মদ শামি ৷ তাঁর বৈচিত্র্য ও গতির সঙ্গে সিমের ব্যবহার শামিকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার করে তুলেছে ৷ তা সে ভারত হোক কিংবা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ৷ সর্বত্র নতুন ও পুরনো বলে সফল হয়েছেন মহম্মদ শামি ৷ বিশ্বকাপের মঞ্চে দলের অন্যতম পেস ব্যাটারিকেই উপেক্ষা করছিল টিম ম্যানেজমেন্ট ৷ মাঠে ফিরে সেই উপেক্ষারই জবাব দিচ্ছেন ‘মেন ইন ব্লু’র পেস স্টার ৷

লখনউ, 29 অক্টোবর: দুরন্ত মহম্মদ শামি ৷ জ্বলে উঠলেন জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবরা ৷ ত্রয়ীর জাদুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হেলায় উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷ লো স্কোরিং ম্যাচে জস বাটলার, জনি বেয়ারস্টোদের দেড়শোর আগেই গুটিয়ে দিল টিম ইন্ডিয়ার বোলিং লাইন-আপ ৷ 100 রানে ইংল্যান্ড ‘বধ’ করে ফের গ্রুপ শীর্ষে উঠে এল ভারত ৷

অল্প রানের পুঁজি ডিফেন্ড করতে নেমে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বুমরা ৷ পরপর ফিরিয়েছিলেন ডেভিড মালান, জো রুটকে ৷ সেখান থেকেই খেলাটা ধরলেন মহম্মদ শামি ৷ তুলে নিলেন জনি বেয়ারস্টো, বেন স্টোকসকে ৷ জস বাটলারকে ফেরান কুলদীপ যাদব ৷ পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও থিতু হতে শুরু করেছিল মইন আলি-লিয়াম লিভিংস্টোন জুটি ৷ দ্বিতীয় স্পেলে ফিরে সেই জুটি ভাঙেন শামি ৷ শেষ পর্যন্ত 129 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস ৷

ICC World Cup
দু’ম্যাচে 9 উইকেট তুলে নিলেন বাংলার পেসার

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে এদিন সর্বোচ্চ রান লিভিংস্টোনের (46 বলে 27) ৷ খাতাই খুলতে পারেননি জো রুট, বেন স্টোকস, মার্ক উড ৷ বাকি ব্যাটারদের কেউই 20 রানের গন্ডি টপকাতে পারেননি ৷ শামি তুলে নেন 4টি উইকেট, বুমরার ঝুলিতে এসেছে 3টি ৷ 2টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, 1টি উইকেট এসেছে রবীন্দ্র জাদেজার ঝুলিতে ৷ এদিন তিন উইকেট নিয়ে বিশ্বকাপে অনিল কুম্বলকে ছুঁলে ফেললেন বুমরা ৷ দু'জনেরই শিকার 31টি ৷ প্রাক্তন লেগ-স্পিনার কুম্বল এই শিকার করেছিলেন 18 ইনিংসে ৷ কিন্তু তিন ম্যাচ কম খেলেই জাম্বোকে ছুঁয়ে ফেললেন গুজরাতের এই ডানহাতি পেসার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

চলতি বিশ্বকাপের শুরুতে শার্দূল ঠাকুর ‘ব্যাটিং’ জানায় একাদশে জায়গা মিলছিল না ৷ প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ কিউয়িদের বিরুদ্ধে মাঠে ফিরেই যাবতীয় উপেক্ষার জবাব দিয়েছিলেন মহম্মদ শামি ৷ দেশের জার্সিতে উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলেকে টপকে উঠে এসেছিলেন তিন নম্বরে ৷ নয়া রেকর্ড গড়ে ‘দ্রাবিড় অ্যান্ড কোং’কে বুঝিয়ে দিয়েছিলেন ইউটিলিটি বোলারের বোলিংটাই ব্রহ্মাস্ত্র ৷ তাতে শান দিয়েই বিপক্ষের ত্রাস হয়ে উঠছেন তিনি ৷ এবার দ্বিতীয় ম্যাচে শামির ঝুলিতে এল 4টি উইকেট ৷ মাত্র দু’ম্যাচে 9টি উইকেট তুলে নিলেন দলের সেরা বোলিং তারকা ৷

আরও পড়ুন:

" class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, তিন ফরম্যাটে ভারতের সেরা সক্রিয় বোলার যদি কেউ উঠে থেকে থাকেন, তবে তিনি মহম্মদ শামি ৷ তাঁর বৈচিত্র্য ও গতির সঙ্গে সিমের ব্যবহার শামিকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার করে তুলেছে ৷ তা সে ভারত হোক কিংবা ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া ৷ সর্বত্র নতুন ও পুরনো বলে সফল হয়েছেন মহম্মদ শামি ৷ বিশ্বকাপের মঞ্চে দলের অন্যতম পেস ব্যাটারিকেই উপেক্ষা করছিল টিম ম্যানেজমেন্ট ৷ মাঠে ফিরে সেই উপেক্ষারই জবাব দিচ্ছেন ‘মেন ইন ব্লু’র পেস স্টার ৷

Last Updated : Oct 29, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.