ETV Bharat / sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম একাদশ ঘোষণা করল ভারত - বিরাট কোহলি

ম্যাচের প্রায় 24 ঘণ্টা আগে দল ঘোষণা করে চমক দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ যে দলে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া রয়েছেন রাহানে, রোহিত, শুভমান, পূজারা, ঋষভ, জাদেজা, অশ্বিন, বুমরা, ইশান্ত এবং সামি ৷

india announce palying eleven for world test championship final 2021
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম একাদশ ঘোষণা করল ভারত
author img

By

Published : Jun 17, 2021, 7:53 PM IST

Updated : Jun 17, 2021, 8:28 PM IST

সাউদাম্পটন, 17 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম একাদশ ঘোষণা করল ভারত ৷ ম্যাচের প্রায় 24 ঘণ্টা আগে দল ঘোষণা করে চমক দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ যে দলে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া রয়েছেন রাহানে, রোহিত, শুভমান, পূজারা, ঋষভ, জাদেজা, অশ্বিন, বুমরা, ইশান্ত এবং সামি ৷

আগামিকাল অর্থাৎ, 18 জুন থেকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC FINAL 2021) খেলতে নামবে ভারত ৷ বিপক্ষে রয়েছে কেন উইলিয়ামসন, টিম সাউদিদের নিউজিল্যান্ড ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়ে একমাত্র এই ব্ল্যাক ক্যাপসদের কাছেই হারতে হয়েছিল বিরাট কোহলিদের ৷ তাই ইংল্যান্ডের মাটিতে সুইং এর পরিবেশে প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি ভারতীয় দল ৷ এবার সেই চূড়ান্ত লড়াইয়ের প্রথম একাদশ ঘোষণা করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ যে দলে অভিজ্ঞতার উপরেই আস্থা রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী ৷ তবে, সেই সঙ্গে তারুণ্যের ছোঁয়াও রয়েছে ভারতীয় দলে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ যেখানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস খেলেছিলেন তিনি ৷ তবে, নিউজিল্যান্ড সফর থেকে প্রায় দেড় বছর হয়ে গেল কিং কোহলির ব্যাটে শতরান নেই ৷ অস্ট্রেলিয়া সফরে খেলা একমাত্র টেস্টও ব্যর্থ হয়েছেন এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে স্টার্ট পেয়েও তা বড় রানে বদল ঘটতে পারেননি কোহলি ৷ সহ অধিনায়ক অজিঙ্কা রাহানেও তাঁর বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পেরেছেন ৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় নেতৃত্বে এবং ব্যাটহাতে দলকে ভরসা জুগিয়ে ছিলেন ৷

আরও পড়ুন : WTC Final : মহারণে কোন সৈনিকদের নিয়ে নামছেন সেনাপতি বিরাট ?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটহাতে ওপেন করবেন রোহিত শর্মা এবং শুভমান গিল ৷ রোহিত বিদেশের মাটিতে তাঁর প্রথম টেস্ট শতরানের জন্য অপেক্ষায় রয়েছেন ৷ তাঁর সঙ্গে মাঠে নামবেন শুভমান গিল ৷ ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচে শুভমানও নিজেকে প্রমাণ করেছেন ৷ বুঝিয়ে দিয়েছেন তিনি ছন্দে রয়েছেন ৷ তিন নম্বরে ভারতের ভরসা তথা নয়া ওয়াল চেতেশ্বর পূজারা ৷ ভারতের ইংনিসের ভিত গড়তে তাঁর চওড়া ব্যাটের উপর ভরসা করে থাকবে গোটা দল ৷ আর লোয়ার মিডল অর্ডারে রয়েছেন উইকেট কিপার ব্যাটম্যান ঋষভ পন্থ ৷ ব্যাটহাতে তাঁর আক্রমণাত্মক ইনিংস ভারতের স্কোরবোর্ডে গতি আনতে বড় ভরসা ৷ সেই সঙ্গে গ্লাভস হাতেও বর্তমানে দলকে সমানভাবে ভরসা দিচ্ছেন দিল্লির এই তরুণ ৷

আরও পড়ুন :WTC Final : বিশ্বকাপে হারের ক্ষতে প্রলেপ দিতে চায় কিউইরা, সুযোগ কাজে লাগাতে চান পূজারা

অলরাউন্ডার তথা ভারতীয় স্পিন বিভাগের মোর্চা সামলাবেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার জুটি ৷ সাউদাম্পটনের গরমে তাঁদের হাতে বল যে কিউই ব্যাটারদের কঠিন প্রশ্নের মুখে ফেলবে তা বলাই যায় ৷ পেস বিভাগে স্বাভাবিকভাবেই প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সামি ৷ গত পাঁচ বছর ধরে ভারতীয় পেস বোলিং লাইন আপের সবচেয়ে বড় ভরসা এই পেস ত্রয়ী ৷ যাঁদের সামনে বিশ্বের তাবড় ব্যাটম্য়ানদের আক্রমণ তো দূর ডিফেন্সও মাথা তুলে দাঁড়াতে পারেনি ৷ তবে, প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি বাংলার পাপালি ৷ ঋষভের সাম্প্রতিক ফর্ম এবং পারফর্মেন্স ঋদ্ধিমান সাহাকে প্রাথমিক দলেই সীমাবদ্ধ করে রাখল ৷

সাউদাম্পটন, 17 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম একাদশ ঘোষণা করল ভারত ৷ ম্যাচের প্রায় 24 ঘণ্টা আগে দল ঘোষণা করে চমক দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ যে দলে অধিনায়ক বিরাট কোহলি ছাড়া রয়েছেন রাহানে, রোহিত, শুভমান, পূজারা, ঋষভ, জাদেজা, অশ্বিন, বুমরা, ইশান্ত এবং সামি ৷

আগামিকাল অর্থাৎ, 18 জুন থেকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC FINAL 2021) খেলতে নামবে ভারত ৷ বিপক্ষে রয়েছে কেন উইলিয়ামসন, টিম সাউদিদের নিউজিল্যান্ড ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়ে একমাত্র এই ব্ল্যাক ক্যাপসদের কাছেই হারতে হয়েছিল বিরাট কোহলিদের ৷ তাই ইংল্যান্ডের মাটিতে সুইং এর পরিবেশে প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি ভারতীয় দল ৷ এবার সেই চূড়ান্ত লড়াইয়ের প্রথম একাদশ ঘোষণা করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ যে দলে অভিজ্ঞতার উপরেই আস্থা রাখলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী ৷ তবে, সেই সঙ্গে তারুণ্যের ছোঁয়াও রয়েছে ভারতীয় দলে ৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই ছন্দে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ যেখানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস খেলেছিলেন তিনি ৷ তবে, নিউজিল্যান্ড সফর থেকে প্রায় দেড় বছর হয়ে গেল কিং কোহলির ব্যাটে শতরান নেই ৷ অস্ট্রেলিয়া সফরে খেলা একমাত্র টেস্টও ব্যর্থ হয়েছেন এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে স্টার্ট পেয়েও তা বড় রানে বদল ঘটতে পারেননি কোহলি ৷ সহ অধিনায়ক অজিঙ্কা রাহানেও তাঁর বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পেরেছেন ৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় নেতৃত্বে এবং ব্যাটহাতে দলকে ভরসা জুগিয়ে ছিলেন ৷

আরও পড়ুন : WTC Final : মহারণে কোন সৈনিকদের নিয়ে নামছেন সেনাপতি বিরাট ?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটহাতে ওপেন করবেন রোহিত শর্মা এবং শুভমান গিল ৷ রোহিত বিদেশের মাটিতে তাঁর প্রথম টেস্ট শতরানের জন্য অপেক্ষায় রয়েছেন ৷ তাঁর সঙ্গে মাঠে নামবেন শুভমান গিল ৷ ইন্ট্রা স্কোয়াড প্র্যাকটিস ম্যাচে শুভমানও নিজেকে প্রমাণ করেছেন ৷ বুঝিয়ে দিয়েছেন তিনি ছন্দে রয়েছেন ৷ তিন নম্বরে ভারতের ভরসা তথা নয়া ওয়াল চেতেশ্বর পূজারা ৷ ভারতের ইংনিসের ভিত গড়তে তাঁর চওড়া ব্যাটের উপর ভরসা করে থাকবে গোটা দল ৷ আর লোয়ার মিডল অর্ডারে রয়েছেন উইকেট কিপার ব্যাটম্যান ঋষভ পন্থ ৷ ব্যাটহাতে তাঁর আক্রমণাত্মক ইনিংস ভারতের স্কোরবোর্ডে গতি আনতে বড় ভরসা ৷ সেই সঙ্গে গ্লাভস হাতেও বর্তমানে দলকে সমানভাবে ভরসা দিচ্ছেন দিল্লির এই তরুণ ৷

আরও পড়ুন :WTC Final : বিশ্বকাপে হারের ক্ষতে প্রলেপ দিতে চায় কিউইরা, সুযোগ কাজে লাগাতে চান পূজারা

অলরাউন্ডার তথা ভারতীয় স্পিন বিভাগের মোর্চা সামলাবেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার জুটি ৷ সাউদাম্পটনের গরমে তাঁদের হাতে বল যে কিউই ব্যাটারদের কঠিন প্রশ্নের মুখে ফেলবে তা বলাই যায় ৷ পেস বিভাগে স্বাভাবিকভাবেই প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সামি ৷ গত পাঁচ বছর ধরে ভারতীয় পেস বোলিং লাইন আপের সবচেয়ে বড় ভরসা এই পেস ত্রয়ী ৷ যাঁদের সামনে বিশ্বের তাবড় ব্যাটম্য়ানদের আক্রমণ তো দূর ডিফেন্সও মাথা তুলে দাঁড়াতে পারেনি ৷ তবে, প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি বাংলার পাপালি ৷ ঋষভের সাম্প্রতিক ফর্ম এবং পারফর্মেন্স ঋদ্ধিমান সাহাকে প্রাথমিক দলেই সীমাবদ্ধ করে রাখল ৷

Last Updated : Jun 17, 2021, 8:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.