লখনউ, 24 ফেব্রুয়ারি : ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করলেন রোহিত শর্মারা ৷ আজ লখনউয়ে একানা স্টেডিয়ামে প্রথম টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা ৷ বিরাট কোহলি, ঋষভ পন্থ বিহীন 'মেন ইন ব্লু' 62 রানের বড় ব্যবধানে হারিয়ে দিল দ্বীপরাষ্ট্রকে (india beat sri lanka by 62 runs) ৷ ওপেনিংয়ে নেমে 89 রানের দুরন্ত ইনিংস খেললেন ইশান কিষাণ ৷ এই জয়ে তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল 1-0 ব্যবধানে ৷
নবাবের শহরে টস জিতে রোহিতদের প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ৷ যদিও লঙ্কান ক্যাপ্টেনের সেই সিদ্ধান্ত কাজে লাগল না মোটেও ৷ ওপেনিংয়ে নেমে ব্যাটে ঝড় তোলেন ওপেনিং জুটি রোহিত শর্মা এবং ইষাণ কিষাণ ৷ 2টি চার ও একটি ছক্কার সাহায্যে 32 বলে 44 রান করেন হিটম্যান ৷ 11.5 ওভারে প্রথম রোহিতের উইকেট হারায় ভারত ৷ ততক্ষণে ভারতের স্কোর একশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে ৷ তবে অল্পের জন্য শতরান হাতছাড়া হয়েছে ম্যাচের নায়ক ইশান কিষাণের ৷ 89 রানে প্যাভিলিয়নের ফেরেন এই উইকেট কিপার-ব্যাটার ৷ অপরাজিত 57 রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়ারও ৷ নির্ধারিত 20 ওভারে 199 রান তোলে ভারত ৷
-
That's that from the 1st T20I.#TeamIndia win by 62 runs and go 1-0 up in the three-match series.
— BCCI (@BCCI) February 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard - https://t.co/RpSRuIlfLe #INDvSL @Paytm pic.twitter.com/S2EoR9yesm
">That's that from the 1st T20I.#TeamIndia win by 62 runs and go 1-0 up in the three-match series.
— BCCI (@BCCI) February 24, 2022
Scorecard - https://t.co/RpSRuIlfLe #INDvSL @Paytm pic.twitter.com/S2EoR9yesmThat's that from the 1st T20I.#TeamIndia win by 62 runs and go 1-0 up in the three-match series.
— BCCI (@BCCI) February 24, 2022
Scorecard - https://t.co/RpSRuIlfLe #INDvSL @Paytm pic.twitter.com/S2EoR9yesm
পাহাড় প্রমাণ রানের সামনে প্রথম থেকেই নড়বড়ে দেখিয়েছে প্রতিপক্ষকে ৷ ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে জোর ঝটকা দেন ভুবনেশ্বর কুমার ৷ 200 রানের লক্ষ্যমাত্রার সামনে ক্রিজে শেষ পর্যন্ত টিকে থাকেন বাঁ-হাতি ব্যাটসম্যান চরিথ আসালঙ্কা (53) ৷ নির্ধারিত ওভারে 6 উইকেট খুইয়ে 137 রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস ৷ দুটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার এবং ভেঙ্কটেশ আইয়ার ৷ একটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহাল ৷