ETV Bharat / sports

IND vs PAK : 'ছন্নছাড়া' পাকিস্তানই হয়তো ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, আশাবাদী আমির সোহেল - ভারত বনাম পাকিস্তান

পাকিস্তানের প্রাক্তন ওপেনার আমির সোহেল ভারতের বিরুদ্ধে বহু কঠিন ম্যাচের সাক্ষী । ব্যাটসম্যান হিসেবে বড় রান রয়েছে । কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে অসফল । চান, সেই সফলতাই পাক অধিনায়ক বাবর ৷

IND vs PAK
ছন্নছাড়া পাকিস্তানই হয়তো ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে, আশাবাদী আমির সোহেল
author img

By

Published : Oct 24, 2021, 10:53 AM IST

দুবাই, 24 অক্টোবর : মঞ্চ প্রস্তুত, কেবল দু'দলের ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা ৷ খাতায়-কলমে বিশ্বক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইয়ের আগে মরুশহরের উত্তাপ যে অনেকটা বেড়ে গিয়েছে সে বিষয়ে সন্দেহ নেই ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অল-উইন রেকর্ড নিয়ে আজ নামছেন বিরাট কোহলিরা ৷ অন্যদিকে ভাঙাচোরা দল নিয়েও দেশের প্রথম অধিনায়ক হিসেবে বাবরের সামনে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতছানি ৷ যদিও সেই ছন্নছাড়া দলেই ভারত জয়ের মশলা দেখছেন আমির সোহেল ।

পাকিস্তানের প্রাক্তন ওপেনার ভারতের বিরুদ্ধে বহু কঠিন ম্যাচের সাক্ষী । ব্যাটসম্যান হিসেবে বড় রান রয়েছে । কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ । বর্তমানে পাকিস্তান ক্রিকেট মোটেই ভাল জায়গায় নেই । নিয়মিত ব্যবধানে ভাল মানের খেলোয়াড় উঠে আসছেন না । পাশাপাশি ক্রিকেট প্রশাসনের অভ্যন্তরীণ গন্ডগোল তো রয়েছেই । তবে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে মাঠের পারফরম্যান্সের বিশ্লেষণে জোর দিতে চান সোহেল ।

আরও পড়ুন : ফিরে দেখা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের ফলাফল

ইটিভি ভারতের প্রতিনিধিকে হোয়াটসঅ্যাপ কলে প্রাক্তন পাক তারকা ওপেনার বললেন, "আমাদের দলে নেগেটিভিটি প্রচুর । পাকিস্তান দলের একাদশ কী হবে বুঝতে পারছি না । কে কোন পজিশনে ব্যাট করবে বা বোলিং বিভাগ কি হবে সেটাও অস্পষ্ট । নাম বলতে অধিনায়ক বাবর আজম । দলের ছন্নছাড়া অবস্থা । তাই অধিনায়কের কাজটা খুব কঠিন । তবে অগোছালো অবস্থায় আছে বলে আমি জয়ের আশা একেবারেই করছি না তা বলব না । অনেক সময় ছন্নছাড়া দলই ম্যাচ বের করে নিয়ে আসে । অতীতেও এই উদাহরণ রয়েছে । এবারও সেরকম কিছু হবে না, কে বলতে পারে ।"

আরও পড়ুন : ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা

আজকের ম্যাচে ফেভারিট কে ? "খাতায় কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ভারত অনেক এগিয়ে । প্রস্তুতি ম্যাচেও ওরা ভালো খেলেছে । ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় স্নায়ুর লড়াই । তাই ভারত এগিয়ে থাকলেও এই ম্যাচে বিরাট কোহলিদের ফেভারিট বলতে পারব না ৷" খেলোয়াড়ি জীবনে দেখেছেন এই ম্যাচে সবাই নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে । ব্যাটসম্যানরা নিজের সেরাটা মেলে ধরে । বোলাররা বাড়তি গতিতে বল করে । রবিবার সেই রকম কিছু আশা করছেন তিনি ।" সমস্ত নেগেটিভিটি ছেড়ে বেরিয়ে আসার এটাই সেরা মঞ্চ । সেটা করতে পারলে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপরাজেয় তকমা মুছে ফেলা যাবে । সবধরনের বিশ্বকাপের মঞ্চে আমরা 12বার পরাজিত । তবুও বলছি ভারত ব্যালান্স দল হলেও রবিবার হয়তো পরিসংখ্যান টা 12-1 হবে । তবে দুটো দলকেই বেস্ট অব লাক বলব ৷" ক্ষীণ হলেও, আশাবাদী শোনায় আমির সোহেলের গলা ।

আরও পড়ুন : বাবরদের 'ভারত জয়ে'র মন্ত্র দিলেন মুস্তাক

দুবাই, 24 অক্টোবর : মঞ্চ প্রস্তুত, কেবল দু'দলের ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা ৷ খাতায়-কলমে বিশ্বক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ লড়াইয়ের আগে মরুশহরের উত্তাপ যে অনেকটা বেড়ে গিয়েছে সে বিষয়ে সন্দেহ নেই ৷ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অল-উইন রেকর্ড নিয়ে আজ নামছেন বিরাট কোহলিরা ৷ অন্যদিকে ভাঙাচোরা দল নিয়েও দেশের প্রথম অধিনায়ক হিসেবে বাবরের সামনে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়ের হাতছানি ৷ যদিও সেই ছন্নছাড়া দলেই ভারত জয়ের মশলা দেখছেন আমির সোহেল ।

পাকিস্তানের প্রাক্তন ওপেনার ভারতের বিরুদ্ধে বহু কঠিন ম্যাচের সাক্ষী । ব্যাটসম্যান হিসেবে বড় রান রয়েছে । কিন্তু বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে ব্যর্থ । বর্তমানে পাকিস্তান ক্রিকেট মোটেই ভাল জায়গায় নেই । নিয়মিত ব্যবধানে ভাল মানের খেলোয়াড় উঠে আসছেন না । পাশাপাশি ক্রিকেট প্রশাসনের অভ্যন্তরীণ গন্ডগোল তো রয়েছেই । তবে টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে মাঠের পারফরম্যান্সের বিশ্লেষণে জোর দিতে চান সোহেল ।

আরও পড়ুন : ফিরে দেখা টি-20 বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্য়াচের ফলাফল

ইটিভি ভারতের প্রতিনিধিকে হোয়াটসঅ্যাপ কলে প্রাক্তন পাক তারকা ওপেনার বললেন, "আমাদের দলে নেগেটিভিটি প্রচুর । পাকিস্তান দলের একাদশ কী হবে বুঝতে পারছি না । কে কোন পজিশনে ব্যাট করবে বা বোলিং বিভাগ কি হবে সেটাও অস্পষ্ট । নাম বলতে অধিনায়ক বাবর আজম । দলের ছন্নছাড়া অবস্থা । তাই অধিনায়কের কাজটা খুব কঠিন । তবে অগোছালো অবস্থায় আছে বলে আমি জয়ের আশা একেবারেই করছি না তা বলব না । অনেক সময় ছন্নছাড়া দলই ম্যাচ বের করে নিয়ে আসে । অতীতেও এই উদাহরণ রয়েছে । এবারও সেরকম কিছু হবে না, কে বলতে পারে ।"

আরও পড়ুন : ভারত বনাম পাকিস্তান, স্নায়ুর ম্য়াচে নজরে থাকবেন যাঁরা

আজকের ম্যাচে ফেভারিট কে ? "খাতায় কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ভারত অনেক এগিয়ে । প্রস্তুতি ম্যাচেও ওরা ভালো খেলেছে । ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় স্নায়ুর লড়াই । তাই ভারত এগিয়ে থাকলেও এই ম্যাচে বিরাট কোহলিদের ফেভারিট বলতে পারব না ৷" খেলোয়াড়ি জীবনে দেখেছেন এই ম্যাচে সবাই নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে । ব্যাটসম্যানরা নিজের সেরাটা মেলে ধরে । বোলাররা বাড়তি গতিতে বল করে । রবিবার সেই রকম কিছু আশা করছেন তিনি ।" সমস্ত নেগেটিভিটি ছেড়ে বেরিয়ে আসার এটাই সেরা মঞ্চ । সেটা করতে পারলে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপরাজেয় তকমা মুছে ফেলা যাবে । সবধরনের বিশ্বকাপের মঞ্চে আমরা 12বার পরাজিত । তবুও বলছি ভারত ব্যালান্স দল হলেও রবিবার হয়তো পরিসংখ্যান টা 12-1 হবে । তবে দুটো দলকেই বেস্ট অব লাক বলব ৷" ক্ষীণ হলেও, আশাবাদী শোনায় আমির সোহেলের গলা ।

আরও পড়ুন : বাবরদের 'ভারত জয়ে'র মন্ত্র দিলেন মুস্তাক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.