ETV Bharat / sports

IND vs NZ Mumbai Test : দ্বিতীয় ইনিংসে 276/7 ডিক্লেয়ার ভারতের, 540 রানের টার্গেট কিউয়িদের

author img

By

Published : Dec 5, 2021, 12:29 PM IST

Updated : Dec 5, 2021, 2:21 PM IST

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্ট জয়ের হাতছানি ভারতের (IND vs NZ Mumbai Test) ৷ দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটারদের দাপট ৷ সেই সঙ্গে নিউজিল্যান্ডকে চতুর্থ ইনিংসে 540 রানের টার্গেট দিল ভারত (India Takes Lead Against New Zealand) ৷

IND vs NZ 2nd Test
দ্বিতীয় ইনিংসে 400 রানের লিড, মুম্বই টেস্টে জয়ের হাতছানি ভারতের

মুম্বই, 5 ডিসেম্বর : মুম্বই টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে ভারত (IND vs NZ Mumbai Test) ৷ দ্বিতীয় ইনিংসে 539 রানের লিড নিলেন বিরাট কোহলিরা ৷ দ্বিতীয় ইনিংসে ময়ঙ্ক, পূজারা, শুভমান, কোহলি এবং অক্ষরের ব্যাটে ভর করে 7 উইকেট হারিয়ে 276 রান করল ভারত ৷ তৃতীয় দিনের শুরু থেকেই নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ময়ঙ্ক এবং পূজারাকে ৷ প্রথম ইনিংসে দেড়শো রান করার পর, দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করেছেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ৷ তিনি 62 রানে আজাজ প্যাটেলের বলে আউট হন ৷ অন্যদিকে, 47 রানে আউট হন আরেক ওপেনার চেতেশ্বর পূজারা ৷

এ দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন বিরাট এবং শুভমন ৷ ভারতের 197 রানের মাথায় শুভমন ব্যক্তিগত 47 রানে আউট হন ৷ এর পর কোহলি 36 রানে রচিন রবীন্দ্র শিকার হন ৷ তার আগে 8 বলে 12 রান করে আউট হন প্রথম ম্যাচের সেরা শ্রেয়স ৷ ঋদ্ধিমান সাহাও এ দিন শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন ৷ তবে মাত্র 13 রান করে আউট হন পাপালি ৷ আর প্রথম ইনিংসে 52 রান করার পর, দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করলেন অক্ষর প্যাটেল ৷ মাত্রা 26 বলে 41 রান করে নট আউট থাকেন তিনি ৷

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : লিডের পাহাড়ে চড়ে মুম্বইয়ে জয়ের অপেক্ষায় প্রহর গুনছে ভারত

বল হাতে নিউজিল্যান্ডের হয়ে এই ইনিংসেও সফল আজাজ প্যাটেল ৷ ভারতের প্রথম ইনিংসে 10 উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিলেন তিনি ৷ আরেক ভারতীয় বংশোদ্ভূত রচিন রবীন্দ্র 3 উইকেট নিলেন ৷ নিউজিল্যান্ডকে বড় রানের টার্গেট দিলেও ভারতীয় মিডল অর্ডারের ব্যাটিং ফের একবার চোখে লাগল ৷ ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন মিডল অর্ডারের ব্যাটাররা ৷ শুভমন, কোহলিরা নিজের ইনিংসকে বড় রানে কনভার্ট করতে ব্যর্থ হলেন ৷

আরও পড়ুন : India Tour of SA : প্রোটিয়াদের দেশে ভারতের সফর একসপ্তাহ পিছল, বক্সিং-ডে'তে প্রথম টেস্ট খেলবেন কোহলিরা

তবে, গতকাল ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করার সময় শুভমনের ডানহাতের কনুইয়ের নিচে বল লাগে ৷ যে কারণে দ্বিতীয় ইনিংসে তিনি ওপেন করতে পারেননি ৷ তবে, আজ ময়ঙ্ক আউট হওয়ার পর 3 নম্বরে ব্যাট করতে নামেন শুভমন ৷ সেই চোটের ব্যথা সয়ে ভারতকে বড় রানের টার্গেট সেট করতে সাহায্য করেন তিনি ৷ অন্যদিকে, চতুর্থ ইনিংসে 540 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে, আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং শুরু করেছে কিউয়িরা ৷ প্রায় আড়াই দিন ব্যাট করার সময় পাবেন টম ল্যাথামরা ৷ তবে, 540 রানের টার্গেট এবং ভারতীয় স্পিনারদের সামনে এত সময় তাঁরা টিকতে পারেন কি না সেটাই বড় প্রশ্ন ৷

মুম্বই, 5 ডিসেম্বর : মুম্বই টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে ভারত (IND vs NZ Mumbai Test) ৷ দ্বিতীয় ইনিংসে 539 রানের লিড নিলেন বিরাট কোহলিরা ৷ দ্বিতীয় ইনিংসে ময়ঙ্ক, পূজারা, শুভমান, কোহলি এবং অক্ষরের ব্যাটে ভর করে 7 উইকেট হারিয়ে 276 রান করল ভারত ৷ তৃতীয় দিনের শুরু থেকেই নিউজিল্যান্ড বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় ময়ঙ্ক এবং পূজারাকে ৷ প্রথম ইনিংসে দেড়শো রান করার পর, দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করেছেন ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ৷ তিনি 62 রানে আজাজ প্যাটেলের বলে আউট হন ৷ অন্যদিকে, 47 রানে আউট হন আরেক ওপেনার চেতেশ্বর পূজারা ৷

এ দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন বিরাট এবং শুভমন ৷ ভারতের 197 রানের মাথায় শুভমন ব্যক্তিগত 47 রানে আউট হন ৷ এর পর কোহলি 36 রানে রচিন রবীন্দ্র শিকার হন ৷ তার আগে 8 বলে 12 রান করে আউট হন প্রথম ম্যাচের সেরা শ্রেয়স ৷ ঋদ্ধিমান সাহাও এ দিন শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন ৷ তবে মাত্র 13 রান করে আউট হন পাপালি ৷ আর প্রথম ইনিংসে 52 রান করার পর, দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করলেন অক্ষর প্যাটেল ৷ মাত্রা 26 বলে 41 রান করে নট আউট থাকেন তিনি ৷

আরও পড়ুন : IND vs NZ Mumbai Test : লিডের পাহাড়ে চড়ে মুম্বইয়ে জয়ের অপেক্ষায় প্রহর গুনছে ভারত

বল হাতে নিউজিল্যান্ডের হয়ে এই ইনিংসেও সফল আজাজ প্যাটেল ৷ ভারতের প্রথম ইনিংসে 10 উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিলেন তিনি ৷ আরেক ভারতীয় বংশোদ্ভূত রচিন রবীন্দ্র 3 উইকেট নিলেন ৷ নিউজিল্যান্ডকে বড় রানের টার্গেট দিলেও ভারতীয় মিডল অর্ডারের ব্যাটিং ফের একবার চোখে লাগল ৷ ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেন মিডল অর্ডারের ব্যাটাররা ৷ শুভমন, কোহলিরা নিজের ইনিংসকে বড় রানে কনভার্ট করতে ব্যর্থ হলেন ৷

আরও পড়ুন : India Tour of SA : প্রোটিয়াদের দেশে ভারতের সফর একসপ্তাহ পিছল, বক্সিং-ডে'তে প্রথম টেস্ট খেলবেন কোহলিরা

তবে, গতকাল ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করার সময় শুভমনের ডানহাতের কনুইয়ের নিচে বল লাগে ৷ যে কারণে দ্বিতীয় ইনিংসে তিনি ওপেন করতে পারেননি ৷ তবে, আজ ময়ঙ্ক আউট হওয়ার পর 3 নম্বরে ব্যাট করতে নামেন শুভমন ৷ সেই চোটের ব্যথা সয়ে ভারতকে বড় রানের টার্গেট সেট করতে সাহায্য করেন তিনি ৷ অন্যদিকে, চতুর্থ ইনিংসে 540 রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে, আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং শুরু করেছে কিউয়িরা ৷ প্রায় আড়াই দিন ব্যাট করার সময় পাবেন টম ল্যাথামরা ৷ তবে, 540 রানের টার্গেট এবং ভারতীয় স্পিনারদের সামনে এত সময় তাঁরা টিকতে পারেন কি না সেটাই বড় প্রশ্ন ৷

Last Updated : Dec 5, 2021, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.