ETV Bharat / sports

Lord's Test : মাত্র দুটি টেস্টে জয়, শেষটা সাত বছর আগে ; লর্ডসে ভারতের রেকর্ড উদ্বেগজনক - team india's record at lord's

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারতের টেস্ট রেকর্ড তেমন নয় ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের প্রথম টেস্টে ভারতীয় দলের পারফরম্যান্স ভাল ছিল ৷ কিন্তু লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ ভারতের রেকর্ড বুকে চোখ রাখলে ভয় লাগবে ৷

Lord's Test
Lord's Test
author img

By

Published : Aug 12, 2021, 10:49 AM IST

লন্ডন, 12 অগস্ট : তিরাশির বিশ্বকাপ জয়, ক্রিকেটের মক্কায় দাঁড়িয়ে কাপ উঁচুতে তুলে ধরেছিলেন কপিল দেব ৷ ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ব্যালকনি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর সেই মুহূর্ত ৷ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড মানেই নস্টালজিয়া ৷ ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মাঠের নাম ৷ অথচ সাদা জার্সিতে এই লর্ডসের মাঠ যেন ভারতের বধ্যভূমি ৷ রেকর্ড অন্তত তাই বলছে ৷ আজ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড ৷ তার আগে এই ঐতিহাসিক ভেনুতে ভারতীয় দলের রেকর্ডবুকে চোখ বোলানো যাক ৷

লর্ডসে ভারত ও ইংল্যান্ড মোট 18বার মুখোমুখি হয়েছে ৷ যার মধ্যে থ্রি লায়ন্সরা জিতেছে 12টি ম্যাচ ৷ ভারত জিতেছে মাত্র দুটি টেস্ট ৷ এই মাঠে দুটি দলের মধ্যে শেষ চারটি টেস্ট ড্র হয়েছে ৷ লর্ডসে ভারতীয় দলের জয়ের হার 11 শতাংশেরও কম ৷ অন্যদিকে, আয়োজক ইংল্যান্ডের উইনিং পার্সেন্টেজ 66 শতাংশ ৷

আরও পড়ুন : Ind vs Eng : ক্রিকেটের মক্কায় আজ দ্বিতীয় টেস্ট, দুটি দলেই হচ্ছে একাধিক পরিবর্তন

একনজরে লর্ডসে ভারতীয় দলের টেস্ট রেকর্ড

  • ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে 12টি ম্যাচে হারের মুখ দেখেছে ভারত ৷ 1986 সালের ইংল্যান্ড সফরে এই মাঠে প্রথমবার টেস্ট জিতেছিল ভারত ৷ এরপর লর্ডসে জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে 28 বছর ৷ 2014 সালের সফরে লর্ডসে ইংল্যান্ডকে হারিয়েছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভারত ৷
  • এই মাঠে খেলা গত পাঁচটি ম্যাচে ভারত জিতেছে মাত্র 1টিতে ৷ হেরেছে 3টি ম্যাচ ৷ 2007 সালে খেলা একটি ম্যাচ ড্র হয় ৷ 2014 সালে শেষবার এখানে জয় পেয়েছিল ভারত ৷
  • 2018 সালে শেষবার এই মাঠে সাদা জার্সিতে নেমেছিল ভারত ৷ ম্যাচটি খেলা হয়েছিল 9 থেকে 12 অগস্টের মধ্যে ৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন সেই টিমকে 159 রানের বিশাল ব্যবধানে হারতে হয় ৷

সবই যে খারাপ স্মৃতি তা অবশ্য নয় ৷ লর্ডসের মাঠে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড রয়েছে ইশান্ত শর্মার ৷ 2014 সালের টেস্ট ম্যাচে এক ইনিংসে একাই ইংল্যান্ডের সাতজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন ৷ খরচ করেছিলেন মাত্র 84 রান ৷ এই ব্যক্তিগত রেকর্ড ছাড়া দীর্ঘতম ফরম্যাটে লর্ডসে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি ভারতের ৷ প্রথম টেস্টে জয়ের হাতছানি থাকলেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ ভারত চাইবে, অতীতের রেকর্ড ভুলে দ্বিতীয় টেস্টে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে ৷

লন্ডন, 12 অগস্ট : তিরাশির বিশ্বকাপ জয়, ক্রিকেটের মক্কায় দাঁড়িয়ে কাপ উঁচুতে তুলে ধরেছিলেন কপিল দেব ৷ ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের ব্যালকনি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর সেই মুহূর্ত ৷ লর্ডস ক্রিকেট গ্রাউন্ড মানেই নস্টালজিয়া ৷ ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মাঠের নাম ৷ অথচ সাদা জার্সিতে এই লর্ডসের মাঠ যেন ভারতের বধ্যভূমি ৷ রেকর্ড অন্তত তাই বলছে ৷ আজ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড ৷ তার আগে এই ঐতিহাসিক ভেনুতে ভারতীয় দলের রেকর্ডবুকে চোখ বোলানো যাক ৷

লর্ডসে ভারত ও ইংল্যান্ড মোট 18বার মুখোমুখি হয়েছে ৷ যার মধ্যে থ্রি লায়ন্সরা জিতেছে 12টি ম্যাচ ৷ ভারত জিতেছে মাত্র দুটি টেস্ট ৷ এই মাঠে দুটি দলের মধ্যে শেষ চারটি টেস্ট ড্র হয়েছে ৷ লর্ডসে ভারতীয় দলের জয়ের হার 11 শতাংশেরও কম ৷ অন্যদিকে, আয়োজক ইংল্যান্ডের উইনিং পার্সেন্টেজ 66 শতাংশ ৷

আরও পড়ুন : Ind vs Eng : ক্রিকেটের মক্কায় আজ দ্বিতীয় টেস্ট, দুটি দলেই হচ্ছে একাধিক পরিবর্তন

একনজরে লর্ডসে ভারতীয় দলের টেস্ট রেকর্ড

  • ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে 12টি ম্যাচে হারের মুখ দেখেছে ভারত ৷ 1986 সালের ইংল্যান্ড সফরে এই মাঠে প্রথমবার টেস্ট জিতেছিল ভারত ৷ এরপর লর্ডসে জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে 28 বছর ৷ 2014 সালের সফরে লর্ডসে ইংল্যান্ডকে হারিয়েছিল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভারত ৷
  • এই মাঠে খেলা গত পাঁচটি ম্যাচে ভারত জিতেছে মাত্র 1টিতে ৷ হেরেছে 3টি ম্যাচ ৷ 2007 সালে খেলা একটি ম্যাচ ড্র হয় ৷ 2014 সালে শেষবার এখানে জয় পেয়েছিল ভারত ৷
  • 2018 সালে শেষবার এই মাঠে সাদা জার্সিতে নেমেছিল ভারত ৷ ম্যাচটি খেলা হয়েছিল 9 থেকে 12 অগস্টের মধ্যে ৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন সেই টিমকে 159 রানের বিশাল ব্যবধানে হারতে হয় ৷

সবই যে খারাপ স্মৃতি তা অবশ্য নয় ৷ লর্ডসের মাঠে এক ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড রয়েছে ইশান্ত শর্মার ৷ 2014 সালের টেস্ট ম্যাচে এক ইনিংসে একাই ইংল্যান্ডের সাতজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন ৷ খরচ করেছিলেন মাত্র 84 রান ৷ এই ব্যক্তিগত রেকর্ড ছাড়া দীর্ঘতম ফরম্যাটে লর্ডসে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি ভারতের ৷ প্রথম টেস্টে জয়ের হাতছানি থাকলেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল ৷ ভারত চাইবে, অতীতের রেকর্ড ভুলে দ্বিতীয় টেস্টে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.