ETV Bharat / sports

ind vs eng : করোনার জেরে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট, সিরিজ় জিতল ভারত

বেলা গড়াতেই শোনা যাচ্ছে, পঞ্চম টেস্ট খেলতে আগ্রহী নন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ সামনেই আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ ফলে এই অবস্থায় নাকি পঞ্চম টেস্ট খেলতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ ফলে স্থগিত করে দেওয়া হয়েছে পঞ্চম টেস্ট ৷

ind vs eng
ind vs eng
author img

By

Published : Sep 10, 2021, 1:28 PM IST

Updated : Sep 10, 2021, 2:18 PM IST

ম্যাঞ্চেস্টার, 10 সেপ্টেম্বর : ভারত-ইংল্যান্ড ম্যাঞ্চেস্টার টেস্টের উপরে এখনও কালো মেঘের ছায়া ৷ ভারতীয় দলের একের পর এক কোচ, সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ম্যাঞ্চেস্টারে সিরিজ়ের পঞ্চম টেস্ট হওয়া নিয়ে সংশয় ছিল ৷ তবে ভারতীয় দলের খেলোয়াড়দের সকলেরই কোভিড টেস্ট নেগেটিভ আসায় মনে করা হচ্ছিল, শুক্রবার যথাসময়েই শুরু হবে পঞ্চম টেস্ট ৷ তবে বেলা গড়াতেই শোনা যাচ্ছে, পঞ্চম টেস্ট খেলতে আগ্রহী নন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ সামনেই আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ ফলে এই অবস্থায় নাকি পঞ্চম টেস্ট খেলতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ ফলে বাতিল করে দেওয়া হয়েছে পঞ্চম টেস্ট ৷ বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি ৷ ফলে 2-1 ব্যবধানে সিরিজ় জিতে গেল ভারত ৷

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হওয়া নিয়ে আজ কয়েকটি টুইট করে দীনেশ কার্তিক ৷ যেখানে তিনি লেখেন, "আজ আর কোনও খেলা হবে না ৷" ঘণ্টাখানেকের মধ্যে তিনটি টুইট করেছেন ডিকে ৷ প্রথমটিতে অনুরাগীদের উদ্দেশে তিনি লিখেছেন, "মনে হচ্ছে আজ কোনও খেলা হবে না ৷" এরপর আরও একটি টুইটে কার্তিক লেখেন, "এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হল, ম্যাচটা কি আদৌ হবে ? যদি টেস্ট না খেলা হয় তাহলে সিরিজ়ের পরিস্থিতিটাই বা কি হবে ৷" সঙ্গে #safetyfirst এর মতো বেশ কয়েকটি হ্যাশট্যাগ দিয়েছেন তিনি ৷ তবে ডিকে-র শেষ টুইটটি নিয়ে যত জল্পনা শুরু হয় ৷ শেষ টুইটে তিনি সরাসরি লিখেছেন, "আজ আর কোনও খেলা হবে না ৷ ওকে টাটা বাই বাই ৷"

আরও পড়ুন : Rashid khan : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

গতকাল করোনায় আক্রান্ত হন দলের ফিজিও যোগেশ পারমার ৷ ওভাল টেস্ট চলাকালীনই করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর ৷ তবে ক্রিকেটাররা করোনা নেগেটিভ হওয়ায় টেস্ট খেলা আটকায়নি ৷ কিন্তু ম্যাঞ্চেস্টার টেস্টের একদিন আগে ভারতীয় দলের আরও এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় টেস্ট যথাসময়ে শুরু হওয়া নিয়ে ঘোর সংশয় দেখা দেয় ৷

  • Following ongoing conversations with the BCCI, the ECB can confirm that the fifth LV= Insurance Test at Emirates Old Trafford, due to start today, will be cancelled.

    — England Cricket (@englandcricket) September 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ম্যাঞ্চেস্টার, 10 সেপ্টেম্বর : ভারত-ইংল্যান্ড ম্যাঞ্চেস্টার টেস্টের উপরে এখনও কালো মেঘের ছায়া ৷ ভারতীয় দলের একের পর এক কোচ, সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় ম্যাঞ্চেস্টারে সিরিজ়ের পঞ্চম টেস্ট হওয়া নিয়ে সংশয় ছিল ৷ তবে ভারতীয় দলের খেলোয়াড়দের সকলেরই কোভিড টেস্ট নেগেটিভ আসায় মনে করা হচ্ছিল, শুক্রবার যথাসময়েই শুরু হবে পঞ্চম টেস্ট ৷ তবে বেলা গড়াতেই শোনা যাচ্ছে, পঞ্চম টেস্ট খেলতে আগ্রহী নন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ সামনেই আইপিএলের দ্বিতীয় পর্ব ৷ ফলে এই অবস্থায় নাকি পঞ্চম টেস্ট খেলতে চাইছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ ফলে বাতিল করে দেওয়া হয়েছে পঞ্চম টেস্ট ৷ বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি ৷ ফলে 2-1 ব্যবধানে সিরিজ় জিতে গেল ভারত ৷

ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হওয়া নিয়ে আজ কয়েকটি টুইট করে দীনেশ কার্তিক ৷ যেখানে তিনি লেখেন, "আজ আর কোনও খেলা হবে না ৷" ঘণ্টাখানেকের মধ্যে তিনটি টুইট করেছেন ডিকে ৷ প্রথমটিতে অনুরাগীদের উদ্দেশে তিনি লিখেছেন, "মনে হচ্ছে আজ কোনও খেলা হবে না ৷" এরপর আরও একটি টুইটে কার্তিক লেখেন, "এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হল, ম্যাচটা কি আদৌ হবে ? যদি টেস্ট না খেলা হয় তাহলে সিরিজ়ের পরিস্থিতিটাই বা কি হবে ৷" সঙ্গে #safetyfirst এর মতো বেশ কয়েকটি হ্যাশট্যাগ দিয়েছেন তিনি ৷ তবে ডিকে-র শেষ টুইটটি নিয়ে যত জল্পনা শুরু হয় ৷ শেষ টুইটে তিনি সরাসরি লিখেছেন, "আজ আর কোনও খেলা হবে না ৷ ওকে টাটা বাই বাই ৷"

আরও পড়ুন : Rashid khan : আফগান ক্রিকেটে হইচই, অভিমান নিয়ে নেতৃত্ব ছাড়লেন রশিদ খান

গতকাল করোনায় আক্রান্ত হন দলের ফিজিও যোগেশ পারমার ৷ ওভাল টেস্ট চলাকালীনই করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর ৷ তবে ক্রিকেটাররা করোনা নেগেটিভ হওয়ায় টেস্ট খেলা আটকায়নি ৷ কিন্তু ম্যাঞ্চেস্টার টেস্টের একদিন আগে ভারতীয় দলের আরও এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় টেস্ট যথাসময়ে শুরু হওয়া নিয়ে ঘোর সংশয় দেখা দেয় ৷

  • Following ongoing conversations with the BCCI, the ECB can confirm that the fifth LV= Insurance Test at Emirates Old Trafford, due to start today, will be cancelled.

    — England Cricket (@englandcricket) September 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Sep 10, 2021, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.