ETV Bharat / sports

IND vs BAN 1st Test: প্রাথমিক ধাক্কা সামাল দিলেন পূজারা-শ্রেয়স, প্রথমদিনের শেষে সম্মানজনক অবস্থায় ভারত - IND vs BAN

চেতেশ্বর পূজারা এবং শ্রেয়স আইয়ারের ব্যাটে ভর করে সম্মানজনক রান তুলল ভারত (Cheteshwar Pujara and Shreyas Iyer Saviour for Team India) ৷ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে টপ অর্ডারের ব্যর্থতার পর এই দু’জন ভারতের ইনিংস সামলান ৷

ind-vs-ban-1st-test-cheteshwar-pujara-and-shreyas-iyer-saviour-for-team-india
ind-vs-ban-1st-test-cheteshwar-pujara-and-shreyas-iyer-saviour-for-team-india
author img

By

Published : Dec 14, 2022, 7:20 PM IST

চট্টগ্রাম, 14 ডিসেম্বর: ওল্ড স্কুল ক্রিকেটার হয়েও টেস্টে আজও ভারতের ব্যাটিং লাইন-আপে তিনি যে ভরসা, আবারও তা প্রমাণ করলেন চেতেশ্বর পূজারা ৷ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র 48 রানে যখন 3 উইকেট হারিয়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ধসের মুখে, তখন ঢাল-তরোয়াল নিয়ে দূর্গ রক্ষার কাজটা তিনিই করলেন (Cheteshwar Pujara and Shreyas Iyer Saviour for Team India) ৷ 90 রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে, ভারতকে সম্মানজনক রানে পৌঁছে দিলেন পূজি ৷ দিনের শেষে ভারতের স্কোর 278/6 ৷ শ্রেয়স আইয়ার অপরাজিত 82 রানে ৷

ইংল্যান্ড সফরে ব্যর্থ হয়ে দল থেকে বাদ পড়েছিলেন ৷ সেই ইংল্যান্ডের মাটিতেই কাউন্টিতে রানের বন্যা বইয়ে ফের ভারতীয় দলে ফিরেছেন চেতেশ্বর পূজারা ৷ এদিন বাংলাদেশ বোলারদের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার শুভমান গিল এবং স্ট্যান্ডবাই অধিনায়ক কেএল রাহুল ৷ কিন্তু সেই শুরুটাকে বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হন তাঁরা ৷ ব্যক্তিগত 20 রানে শুভমন এবং 22 রানে অধিনায়ক কেএল রাহুল আউট হন ৷ এরপর বিরাট কোহলিকে স্পিনের জালে ফাঁসান তাইজুল ৷ বিরাট প্যাভিলিয়নে ফেরেন 1 রানে ৷

চাপের মুখ থেকে ভারতীয় ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ ৷ উইকেট-কিপার ব্যাটার 46 রানের মাথায় মেহিদি হাসানের শিকার হন ৷ এদিন ঋষভ সেট হয়ে যাওয়ার পরও উইকেট দিয়ে আসেন ৷ তবে এরপর পূজারার সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার ৷ তিনি দিনের শেষে 82 রানে নট-আউট রয়েছেন ৷ তবে এর মাঝে দু’বার ভাগ্য সহায় হয়েছে শ্রেয়সের ৷ একবার বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ ফেলেন খালেদ আহমেদ ৷ আর একবার বল উইকেট ছুঁয়ে বেরিয়ে গেলেও বেল না পড়ায়, নটআউট থেকে যান তিনি ৷

আরও পড়ুন: রঞ্জি অভিষেকে সেঞ্চুরি, বাবার রেকর্ড ছুঁলেন অর্জুন

দিনের শেষ বলে অক্ষর প্যাটেল 14 রান করে আউট হয়ে যান ৷ প্রথম দিনের শেষে ভারত 90 ওভারে 6 উইকেট হারিয়ে 278 রান তুলেছে ৷ দ্বিতীয় দিনের শুরুতে শ্রেয়স আইয়ারের সঙ্গে ব্যাট হাতে নামবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ আশা করা হচ্ছে, চট্টগ্রামের লো-বাউন্সি পিচে অশ্বিন, কুলদীপ এবং অক্ষরের ত্রিফলা স্পিনে বেকায়দায় পড়বেন বাংলাদেশি ব্যাটাররাও ৷

চট্টগ্রাম, 14 ডিসেম্বর: ওল্ড স্কুল ক্রিকেটার হয়েও টেস্টে আজও ভারতের ব্যাটিং লাইন-আপে তিনি যে ভরসা, আবারও তা প্রমাণ করলেন চেতেশ্বর পূজারা ৷ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মাত্র 48 রানে যখন 3 উইকেট হারিয়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ ধসের মুখে, তখন ঢাল-তরোয়াল নিয়ে দূর্গ রক্ষার কাজটা তিনিই করলেন (Cheteshwar Pujara and Shreyas Iyer Saviour for Team India) ৷ 90 রানে তাইজুল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে, ভারতকে সম্মানজনক রানে পৌঁছে দিলেন পূজি ৷ দিনের শেষে ভারতের স্কোর 278/6 ৷ শ্রেয়স আইয়ার অপরাজিত 82 রানে ৷

ইংল্যান্ড সফরে ব্যর্থ হয়ে দল থেকে বাদ পড়েছিলেন ৷ সেই ইংল্যান্ডের মাটিতেই কাউন্টিতে রানের বন্যা বইয়ে ফের ভারতীয় দলে ফিরেছেন চেতেশ্বর পূজারা ৷ এদিন বাংলাদেশ বোলারদের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার শুভমান গিল এবং স্ট্যান্ডবাই অধিনায়ক কেএল রাহুল ৷ কিন্তু সেই শুরুটাকে বড় ইনিংসে পরিণত করতে ব্যর্থ হন তাঁরা ৷ ব্যক্তিগত 20 রানে শুভমন এবং 22 রানে অধিনায়ক কেএল রাহুল আউট হন ৷ এরপর বিরাট কোহলিকে স্পিনের জালে ফাঁসান তাইজুল ৷ বিরাট প্যাভিলিয়নে ফেরেন 1 রানে ৷

চাপের মুখ থেকে ভারতীয় ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ ৷ উইকেট-কিপার ব্যাটার 46 রানের মাথায় মেহিদি হাসানের শিকার হন ৷ এদিন ঋষভ সেট হয়ে যাওয়ার পরও উইকেট দিয়ে আসেন ৷ তবে এরপর পূজারার সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন শ্রেয়স আইয়ার ৷ তিনি দিনের শেষে 82 রানে নট-আউট রয়েছেন ৷ তবে এর মাঝে দু’বার ভাগ্য সহায় হয়েছে শ্রেয়সের ৷ একবার বাউন্ডারি লাইনে তাঁর ক্যাচ ফেলেন খালেদ আহমেদ ৷ আর একবার বল উইকেট ছুঁয়ে বেরিয়ে গেলেও বেল না পড়ায়, নটআউট থেকে যান তিনি ৷

আরও পড়ুন: রঞ্জি অভিষেকে সেঞ্চুরি, বাবার রেকর্ড ছুঁলেন অর্জুন

দিনের শেষ বলে অক্ষর প্যাটেল 14 রান করে আউট হয়ে যান ৷ প্রথম দিনের শেষে ভারত 90 ওভারে 6 উইকেট হারিয়ে 278 রান তুলেছে ৷ দ্বিতীয় দিনের শুরুতে শ্রেয়স আইয়ারের সঙ্গে ব্যাট হাতে নামবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ আশা করা হচ্ছে, চট্টগ্রামের লো-বাউন্সি পিচে অশ্বিন, কুলদীপ এবং অক্ষরের ত্রিফলা স্পিনে বেকায়দায় পড়বেন বাংলাদেশি ব্যাটাররাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.