ETV Bharat / sports

INDW vs AUSW : সৌরভদের ইডেনের স্মৃতি ফেরালেন মিতালিরা - 3rd odi

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের টানা 26টি ম্যাচে অপরাজিত থাকা রেকর্ড ভাঙল মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত ৷ আজ তৃতীয় ওয়ান ডে-তে রান তাড়া করে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারিয়ে দেয় ভারত ৷

3rd odi
3rd odi
author img

By

Published : Sep 26, 2021, 2:10 PM IST

Updated : Sep 26, 2021, 2:35 PM IST

মেলবোর্ন, 26 সেপ্টেম্বর : নন্দনকাননে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার গর্বকে চূর্ণ করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত ৷ ইডেনের মাঠে টেস্ট ফরম্যাটে অপ্রতিরোধ্য অজিদের পরাজয় ভারতের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় ৷ ফের একবার ভারতের হাতে চূর্ণ হল অস্ট্রেলিয়া ৷ তবে ছেলেরা নয়, এবার করে দেখালেন মেয়েরা ৷ টেস্ট নয়, ওয়ান ডে ফরম্যাটে ৷ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের টানা 26টি ম্যাচে অপরাজিত থাকা রেকর্ড ভাঙল মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত ৷ আজ তৃতীয় ওয়ান ডে-তে রান তাড়া করে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারিয়ে দেয় মিতালিরা ৷ এরই সঙ্গে 50 ওভারের ফরম্যাটে 4 বছর পর অজিদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল মেয়েরা ৷

টানা 26 ম্যাচ অপরাজিত অবস্থায় আজ ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ৷ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে অজি ব্যাটাররা ৷ তবে ভারতীয় পেসারদের সামলে স্কোরবোর্ডে 264 রান তুলতে সক্ষম হয় অজিরা ৷ 10 ওভারে 37 রান দিয়ে 3টি উইকেট নেন ঝুলন ৷ পূজার ঝুলিতেও আসে তিনটি উইকেট ৷

আরও পড়ুন : IPL 2021 PKBS vs SRH : 125 রান তাড়া করতেও ব্যর্থ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ

অস্ট্রেলিয়ার মাটিতে আড়াইশোর বেশি রান তাড়া করে জেতার লক্ষ্য নিয়েই নেমেছিল ভারত ৷ সেই লক্ষ্যে নেমে অপ্ধশতরান হাঁকালেন ইয়াস্তিকা ভাটিয়া ও শেফালি বর্মা ৷ ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা 56 এবং ইয়াস্তিকা 64 রানের ইনিংস খেলেন ৷ ওয়ান ডে ফরম্যাটে দুজনেরই এটা প্রথম অর্ধশতরান ৷ 49.3 ওভারে আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ৷ দীপ্তি শর্মা 31 এবং স্নেহ রানা 30 রানের ইনিংস খেলেন ৷

সিরিজের দ্বিতীয় ম্যাচে ঝুলন গোস্বামীর বিতর্কিত নো-বলে অজিদের বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের ৷ প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয় ভারতের ৷ নিজের শেষ ওভারে 13 রান দেন ঝুলন গোস্বামী ৷ এখানেই শেষ নয়, ইনিংসের শেষ ডেলিভারি নো করেন ৷ ফলস্বরূপ জেতা ম্যাচ মাঠে রেখে আসেন ভারতীয় মেয়েরা ৷ আজকের জয়ে সেই বিতর্কে অনেকটাই জল ঢাললেন ঝুলন ৷

মেলবোর্ন, 26 সেপ্টেম্বর : নন্দনকাননে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার গর্বকে চূর্ণ করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত ৷ ইডেনের মাঠে টেস্ট ফরম্যাটে অপ্রতিরোধ্য অজিদের পরাজয় ভারতের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় ৷ ফের একবার ভারতের হাতে চূর্ণ হল অস্ট্রেলিয়া ৷ তবে ছেলেরা নয়, এবার করে দেখালেন মেয়েরা ৷ টেস্ট নয়, ওয়ান ডে ফরম্যাটে ৷ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের টানা 26টি ম্যাচে অপরাজিত থাকা রেকর্ড ভাঙল মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত ৷ আজ তৃতীয় ওয়ান ডে-তে রান তাড়া করে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারিয়ে দেয় মিতালিরা ৷ এরই সঙ্গে 50 ওভারের ফরম্যাটে 4 বছর পর অজিদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেল মেয়েরা ৷

টানা 26 ম্যাচ অপরাজিত অবস্থায় আজ ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল ৷ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝুলন গোস্বামী, পূজা বস্ত্রকারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে অজি ব্যাটাররা ৷ তবে ভারতীয় পেসারদের সামলে স্কোরবোর্ডে 264 রান তুলতে সক্ষম হয় অজিরা ৷ 10 ওভারে 37 রান দিয়ে 3টি উইকেট নেন ঝুলন ৷ পূজার ঝুলিতেও আসে তিনটি উইকেট ৷

আরও পড়ুন : IPL 2021 PKBS vs SRH : 125 রান তাড়া করতেও ব্যর্থ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ

অস্ট্রেলিয়ার মাটিতে আড়াইশোর বেশি রান তাড়া করে জেতার লক্ষ্য নিয়েই নেমেছিল ভারত ৷ সেই লক্ষ্যে নেমে অপ্ধশতরান হাঁকালেন ইয়াস্তিকা ভাটিয়া ও শেফালি বর্মা ৷ ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা 56 এবং ইয়াস্তিকা 64 রানের ইনিংস খেলেন ৷ ওয়ান ডে ফরম্যাটে দুজনেরই এটা প্রথম অর্ধশতরান ৷ 49.3 ওভারে আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত ৷ দীপ্তি শর্মা 31 এবং স্নেহ রানা 30 রানের ইনিংস খেলেন ৷

সিরিজের দ্বিতীয় ম্যাচে ঝুলন গোস্বামীর বিতর্কিত নো-বলে অজিদের বিরুদ্ধে জয় হাতছাড়া ভারতের ৷ প্রায় জেতা ম্যাচ হাতছাড়া হয় ভারতের ৷ নিজের শেষ ওভারে 13 রান দেন ঝুলন গোস্বামী ৷ এখানেই শেষ নয়, ইনিংসের শেষ ডেলিভারি নো করেন ৷ ফলস্বরূপ জেতা ম্যাচ মাঠে রেখে আসেন ভারতীয় মেয়েরা ৷ আজকের জয়ে সেই বিতর্কে অনেকটাই জল ঢাললেন ঝুলন ৷

Last Updated : Sep 26, 2021, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.