রাওয়ালপিন্ডি, 17 সেপ্টেম্বর : পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে তাঁর প্রাক্তন সতীর্থ রামিজ রাজাকে বসিয়ে ক্রিকেট বিশ্বে পিসিবিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন ইমরান খান (Imran Khan) ৷ দায়িত্ব নিয়েই ম্যাথু হেডেনকে কোচ করে মাস্টারস্ট্রোক দেন রামিজও ৷ কিন্তু রামিজ চেয়ারে বসার মাত্র তিন দিনের মধ্যে বড় ধাক্কা খেল ইমরান খানে দেশের ক্রিকেট বোর্ড ৷
শুক্রবারই নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ৷ এদিন সন্ধ্য়ায় রাওয়াপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ খেলার কথা ছিল কিউয়ি ক্রিকেটারদের ৷ কিন্তু এর ঠিক আগে নিরাপত্তার কারণ দেখিয়ে প্রথমে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ তবে খবর পাওয়া মাত্র আসরে নামেন পাকিস্তানি প্রধানমন্ত্রী তথা 1992 বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ৷ ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা অ্যাডার্নকে আশ্বস্ত করেন পাক প্রধানমন্ত্রী ৷ কিন্তু তাতে চিড়ে ভিজেনি ৷ শেষ পর্যন্ত সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ৷
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, এদিন সকালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে সিরিজ স্থগিত রাখার কথা জানায় ৷ কিন্তু পাকিস্তান সরকার ও পিসিবির তরফে ক্রিকেটারদের নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় ৷ এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ৷ ইমরান খান জানান, আমাদের ইনটেলিজেন্স, যা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কার কথা জানায়নি ৷ তারপরও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সফর বাতিলের সিদ্ধান্ত নেয় ৷
আরও পড়ুন: নিরাপত্তার কারণে আচমকাই বাতিল নিউজিল্যান্ডের পাকিস্তান সফর
18 বছর পর নিউজিল্যান্ডের পাকিস্তান সফরে নিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে সফল প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখছিলেন পাক সমর্থকরা ৷ কিন্তু সিরিজ শুরুর আগেই বাতিল হয়ে গেল কিউয়িদের পাকিস্তান সফর ৷ কারণ সেই নিরাপত্তার অভাব ৷ 2003 সালের পর প্রথমবার পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড ৷ কিন্তু বাইশ গজে বল গড়ানোর আগেই বাতিল হয়ে যায় কিউয়িদের পাকিস্তান সফর ৷
পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা ছিল কিউয়িদের ৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ছিল শুক্রবার রাওয়ালপিন্ডিতে ৷ সিরিজের বাকি ম্যাচগুলিও এখানে হওয়ার কথা ছিল ৷ তারপর টি-20 সিরিজ খেলার জন্য লাহোর যাওয়ার কথা ছিল দুই দলের ক্রিকেটারদের ৷