ETV Bharat / sports

Ramiz Raja Praises India: ভারতকে ঘরের মাঠে হারানো কঠিন, দিল্লি টেস্টের পর ভারতের প্রশংসা রামিজের

ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja Praises India) ৷ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার প্রশংসাও করলেন তিনি ৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মানসিকতার সমালোচনাও করেন রামিজ ৷

Ramiz Raja Praises India ETV BHARAT
Ramiz Raja Praises India
author img

By

Published : Feb 21, 2023, 5:06 PM IST

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: ভারতীয় দলকে তাদের ঘরের মাঠে হারানো অসম্ভব ব্যাপার (Impossible to Beat India on Their Soil) ৷ এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja) ৷ তাঁর মতে, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা না-থাকলে অজিরা দিল্লি টেস্ট জিতে সিরিজে ফেরার একটা সুযোগ পেত ৷ তবে, ভারতের এই দুই স্পিনিং অলরাউন্ডার এই সিরিজে অজিদের সবচেয়ে বড় পথের কাঁটা বলে মত প্রাক্তন পাকিস্তান অধিনায়কের ৷

দিল্লি টেস্ট জিতে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রেখেছে ভারত ৷ এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে অশ্বিন এবং জাদেজার স্পিনের ভেল্কিতে মাত্র 113 রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ এমনকি প্রথম ইনিংসের পর ভারত কিছুটা পিছিয়ে থাকলেও, দ্বিতীয় ইনিংসে জাদেজার 7 এবং অশ্বিনের 3 উইকেটের দৌলতে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 115 রানের টার্গেট ছিল ভারতের সামনে ৷ 4 উইকেট হারিয়ে 118 রান তুলে 6 উইকেটে ম্যাচ জেতে ভারত ৷

এই সিরিজ নিয়ে উইটিউবে নিজের চ্যানেলে রামিজ রাজা অধিনায়ক রোহিত শর্মা এবং তাঁর পুরো দলের অ্যাপ্রোচের প্রশংসা করেন ৷ দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট নেওয়ার জন্য রবীন্দ্র জাদেজার বিশেষ প্রশংসাও করেন রামিজ রাজা ৷ পাশাপাশি, বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের প্রশংসা করেন প্রথম ইনিংসে 74 রানের ইনিংস খেলার জন্য ৷ তাঁর সেই ইনিংসের দৌলতে ভারত প্রথম ইনিংসে মাত্র 1 রানে পিছিয়ে ছিল ৷ না-হলে প্রথম ইনিংসে একশোর বেশি রানে পিছিয়ে থাকতে হত রোহিতদের ৷

আরও পড়ুন: ওয়ার্নারের বাঁ-হাতের কনুইয়ের হাড়ে চিড়, ছিটকে গেলেন বাকি দুই টেস্ট থেকে

রামিজের কথায়, ‘‘প্রথম ইনিংসে অক্ষর প্যাটেল ম্যাচের প্রধান আকর্ষণ ছিলেন ৷ ওর অশ্বিনের সঙ্গে পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷ আর সেটা এসেছে, যখন অস্ট্রেলিয়া ভারতকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছিল ৷ সেখান থেকে অস্ট্রেলিয়া অনেক বড় লিড নিতে পারত প্রথম ইনিংসে ৷ কিন্তু, অক্ষরের ইনিংসের কারণে সেটা করতে পারেনি ৷’’ রাজা মনে করেন, অজিরা ভারতীয় উইকেটে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসেনি ৷ সেই কারণেই, যে মানসিক দৃঢ়তা দরকার এই ধরনের পিচে, তা অস্ট্রেলিয়ান ব্যাটাররা দেখাতে পারেননি ৷

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: ভারতীয় দলকে তাদের ঘরের মাঠে হারানো অসম্ভব ব্যাপার (Impossible to Beat India on Their Soil) ৷ এমনটাই জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান তথা অধিনায়ক রামিজ রাজা (Ramiz Raja) ৷ তাঁর মতে, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা না-থাকলে অজিরা দিল্লি টেস্ট জিতে সিরিজে ফেরার একটা সুযোগ পেত ৷ তবে, ভারতের এই দুই স্পিনিং অলরাউন্ডার এই সিরিজে অজিদের সবচেয়ে বড় পথের কাঁটা বলে মত প্রাক্তন পাকিস্তান অধিনায়কের ৷

দিল্লি টেস্ট জিতে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রেখেছে ভারত ৷ এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে অশ্বিন এবং জাদেজার স্পিনের ভেল্কিতে মাত্র 113 রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ এমনকি প্রথম ইনিংসের পর ভারত কিছুটা পিছিয়ে থাকলেও, দ্বিতীয় ইনিংসে জাদেজার 7 এবং অশ্বিনের 3 উইকেটের দৌলতে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 115 রানের টার্গেট ছিল ভারতের সামনে ৷ 4 উইকেট হারিয়ে 118 রান তুলে 6 উইকেটে ম্যাচ জেতে ভারত ৷

এই সিরিজ নিয়ে উইটিউবে নিজের চ্যানেলে রামিজ রাজা অধিনায়ক রোহিত শর্মা এবং তাঁর পুরো দলের অ্যাপ্রোচের প্রশংসা করেন ৷ দুই ইনিংস মিলিয়ে 10 উইকেট নেওয়ার জন্য রবীন্দ্র জাদেজার বিশেষ প্রশংসাও করেন রামিজ রাজা ৷ পাশাপাশি, বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের প্রশংসা করেন প্রথম ইনিংসে 74 রানের ইনিংস খেলার জন্য ৷ তাঁর সেই ইনিংসের দৌলতে ভারত প্রথম ইনিংসে মাত্র 1 রানে পিছিয়ে ছিল ৷ না-হলে প্রথম ইনিংসে একশোর বেশি রানে পিছিয়ে থাকতে হত রোহিতদের ৷

আরও পড়ুন: ওয়ার্নারের বাঁ-হাতের কনুইয়ের হাড়ে চিড়, ছিটকে গেলেন বাকি দুই টেস্ট থেকে

রামিজের কথায়, ‘‘প্রথম ইনিংসে অক্ষর প্যাটেল ম্যাচের প্রধান আকর্ষণ ছিলেন ৷ ওর অশ্বিনের সঙ্গে পার্টনারশিপটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ৷ আর সেটা এসেছে, যখন অস্ট্রেলিয়া ভারতকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দিয়েছিল ৷ সেখান থেকে অস্ট্রেলিয়া অনেক বড় লিড নিতে পারত প্রথম ইনিংসে ৷ কিন্তু, অক্ষরের ইনিংসের কারণে সেটা করতে পারেনি ৷’’ রাজা মনে করেন, অজিরা ভারতীয় উইকেটে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসেনি ৷ সেই কারণেই, যে মানসিক দৃঢ়তা দরকার এই ধরনের পিচে, তা অস্ট্রেলিয়ান ব্যাটাররা দেখাতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.