ETV Bharat / sports

Ravichandran Ashwin Hails UAE: টেস্ট না-খেলা একমাত্র দেশ হিসেবে কিউয়িদের হারাল আমিরশাহী, ভূয়সী প্রশংসা অশ্বিনের

Ravichandran Ashwin on UAE Win Over New Zealand: তিনম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একপেশে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ৷ সেই জয়ের পর মধ্যপ্রাচ্যের দেশটিকে প্রশংসায় ভরিয়ে দিলেন অশ্বিন ৷

Ravichandran Ashwin Hails UAE ETV BHARAT
Ravichandran Ashwin Hails UAE
author img

By

Published : Aug 20, 2023, 10:41 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: সংযুক্ত আরব আমিরশাহীর প্রশংসা ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৷ শনিবার রাতে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ ৷ নন-টেস্ট প্লেয়িং দেশ হিসেবে প্রথমবার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা ৷ সংযুক্ত আরব আমিরশাহীর এই জয়ের প্রশংসা করে অশ্বিন জানান, টেস্ট না-খেলা দেশ হিসেবে এই সাফল্য আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অবদান ৷ আর এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য বলে উল্লেখ করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আজ এ নিয়ে সোশাল মিডিয়ায় অশ্বিন লেখেন, ‘‘নিউজিল্যান্ডকে সংযুক্ত আরব আমিরশাহীর হারানোটা অনেক বড় সাফল্য ৷ ওরা এটাও দেখিয়ে দিল যে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য ঠিক কতটা ৷ এই জয় দেশগুলির ভবিষ্যৎ প্রজন্মকে আশা দেখাবে ৷ বিশেষত, এমন নন-টেস্ট প্লেয়িং দেশের ক্ষেত্রে ৷ এটা ক্রিকেটের জন্য ভালো খবর ৷’’ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 19 রানে হেরে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের দিনই দুরন্ত প্রত্যাবর্তন ৷ দ্বিতীয় টি-20 ম্যাচে মাত্র 15.4 ওভারে 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় 144 রান তুলে নেয় মধ্যপ্রাচ্যের এই দেশ ৷

এই প্রসঙ্গে আফগান তারকা রাশিদ খানের উদারহণ টানেন অশ্বিন ৷ তিনি লেখেন, ‘‘যখন রাশিদ প্রথম আইপিএল খেলতে এসেছিল, তখন আফগানিস্তান বিশ্বকাপে দল হিসেবে তেমন ভয়ঙ্কর ছিল না ৷ কিন্তু এখন কোনও দেশই আফগানিস্তানকে হালকাভাবে নিতে পারে না ৷ ভবিষ্যতে আরও অনেক দেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে দেখব, এমনটাই আশা করি ৷ আর তাঁরা বড় মঞ্চে নিজেদের দেশের হয়েও প্রতিনিধিত্ব করবেন, তেমনটাই বিশ্বাস আমার ৷’’

  • UAE beating New Zealand is a big achievement and it’s also showing us what franchisee cricket has succeeded in doing.

    There is hope for the next generation cricketer coming from countries that aren’t mainstream test nations and that’s good news for the game.

    When @rashidkhan_19

    — Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রকাশ্যে বিশ্বকাপের দুই ম্যাসকট, নামকরণের সুযোগ পাবেন আপনিও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে আয়ান ফায়জল খান 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ৷ এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে একমাত্র সফল মার্ক চ্যাপম্যান 63 রান করেন ৷ আর সংযুক্ত আর আমিরশাহীর হয়ে ব্যাট করতে নেমে ওপেনার মহম্মদ ওয়াসিম 29 বলে 55 রান করেন ৷ অন্যদিকে, 29 বলে 48 রানে অপরাজিত থাকেন চার নম্বরে ব্যাট করতে নামা আসিফ খান ৷

নয়াদিল্লি, 20 অগস্ট: সংযুক্ত আরব আমিরশাহীর প্রশংসা ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ৷ শনিবার রাতে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ ৷ নন-টেস্ট প্লেয়িং দেশ হিসেবে প্রথমবার সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে তারা ৷ সংযুক্ত আরব আমিরশাহীর এই জয়ের প্রশংসা করে অশ্বিন জানান, টেস্ট না-খেলা দেশ হিসেবে এই সাফল্য আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অবদান ৷ আর এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য বলে উল্লেখ করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷

আজ এ নিয়ে সোশাল মিডিয়ায় অশ্বিন লেখেন, ‘‘নিউজিল্যান্ডকে সংযুক্ত আরব আমিরশাহীর হারানোটা অনেক বড় সাফল্য ৷ ওরা এটাও দেখিয়ে দিল যে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাফল্য ঠিক কতটা ৷ এই জয় দেশগুলির ভবিষ্যৎ প্রজন্মকে আশা দেখাবে ৷ বিশেষত, এমন নন-টেস্ট প্লেয়িং দেশের ক্ষেত্রে ৷ এটা ক্রিকেটের জন্য ভালো খবর ৷’’ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 19 রানে হেরে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী ৷ সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পরের দিনই দুরন্ত প্রত্যাবর্তন ৷ দ্বিতীয় টি-20 ম্যাচে মাত্র 15.4 ওভারে 3 উইকেট হারিয়ে প্রয়োজনীয় 144 রান তুলে নেয় মধ্যপ্রাচ্যের এই দেশ ৷

এই প্রসঙ্গে আফগান তারকা রাশিদ খানের উদারহণ টানেন অশ্বিন ৷ তিনি লেখেন, ‘‘যখন রাশিদ প্রথম আইপিএল খেলতে এসেছিল, তখন আফগানিস্তান বিশ্বকাপে দল হিসেবে তেমন ভয়ঙ্কর ছিল না ৷ কিন্তু এখন কোনও দেশই আফগানিস্তানকে হালকাভাবে নিতে পারে না ৷ ভবিষ্যতে আরও অনেক দেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে দেখব, এমনটাই আশা করি ৷ আর তাঁরা বড় মঞ্চে নিজেদের দেশের হয়েও প্রতিনিধিত্ব করবেন, তেমনটাই বিশ্বাস আমার ৷’’

  • UAE beating New Zealand is a big achievement and it’s also showing us what franchisee cricket has succeeded in doing.

    There is hope for the next generation cricketer coming from countries that aren’t mainstream test nations and that’s good news for the game.

    When @rashidkhan_19

    — Ashwin 🇮🇳 (@ashwinravi99) August 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রকাশ্যে বিশ্বকাপের দুই ম্যাসকট, নামকরণের সুযোগ পাবেন আপনিও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে আয়ান ফায়জল খান 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ৷ এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে একমাত্র সফল মার্ক চ্যাপম্যান 63 রান করেন ৷ আর সংযুক্ত আর আমিরশাহীর হয়ে ব্যাট করতে নেমে ওপেনার মহম্মদ ওয়াসিম 29 বলে 55 রান করেন ৷ অন্যদিকে, 29 বলে 48 রানে অপরাজিত থাকেন চার নম্বরে ব্যাট করতে নামা আসিফ খান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.