ETV Bharat / sports

ফাইনালে ভারতের হার মানতে না পেরে আত্মহত্যা যুবকের!

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 10:08 PM IST

Updated : Nov 20, 2023, 10:50 PM IST

Youth Suicide Case After Team India Loss: বিশ্বকাপের ফাইনালে ভারতের হার মানতে পারেননি ওড়িশার এক যুবক ৷ সেই শোকেই আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি ৷

Youth ends life after Team India lose World Cup
ফাইনালে ভারতের হার মানতে না পেরে আত্মহত্যা যুবকের

যাজপুর, 20 নভেম্বর: অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার সহ্য করতে না পেরে আত্মহত্যা এক যুবকের ৷ আমেদাবাদে রবিবারের ভারতের বিশ্বজয়ের স্বপ্নের সলিল সমাধি ঘটে ৷ 42 বল বাকি থাকতেই সহজ জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া ৷ এই হারের জেরে হৃদয় ভেঙেছে কোটি কোটি ফ্যানের ৷ কার্যত টানা দশ ম্যাচ জিতে যেভাবে ফাইনালে পৌঁছেছিল ভারত তাতে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ট্রফি জয় করবে ভারতীয় দলই ৷ কিন্তু তা হয়নি ৷ আর তাই দুঃখে আত্মহননের পথ বেছে নেন ওড়িশার 23 বছর বয়সি এই যুবক ৷

জানা গিয়েছে ওই যুবকের নাম দেবরঞ্জন দাস ৷ দেবরঞ্জনের বাড়ি যাজপুর জেলার জারি পঞ্চায়েতের অন্তর্গত কুলাসি গ্রামে ৷ সোমবার সকালে আবিষ্কার হয় তাঁর মৃতদেহ ৷ এক প্রতিবেশীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রতিবেশীরা ৷ দেহ উদ্ধারের পর দ্রুত তাঁকে যাজপুর জেলা হাসপাতালের নিয়ে যাওয়া হয় ৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

পরিবারের লোকজনের কথায়, দেবরঞ্জনের কিছু মানসিক সমস্যা ছিল ৷ বেশকিছুদিন ধরেই রোগে ভুগছিলেন তিনি ৷ এর জন্য় নিয়মিত চিকিৎসাও করা হতো এই যুবকের ৷ পরিবারের দাবি, রবিবার আর সকলের মতোই ম্যাচ দেখছিল দেবরঞ্জনও ৷ তবে ভারতের হারের পর আর হয়তো মাথা ঠিক রাখতে পারেননি ওই যুবক ৷ আর সেই কারণেই আত্মহত্যা ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় বিনঝারপুর থানার পুলিশ ৷ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও পুরো বিষয়টির পিছনে অন্য় কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. হার সহ্য করতে না পেরে ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীকে আক্রমণ নেটপাড়ার! জবাব দিলেন বিনি রমনও
  2. সবরমতীতে বিশ্বজয়ের উদযাপন, ক্রুজে ট্রফি হাতে পোজ দিলেন কামিন্স

যাজপুর, 20 নভেম্বর: অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার সহ্য করতে না পেরে আত্মহত্যা এক যুবকের ৷ আমেদাবাদে রবিবারের ভারতের বিশ্বজয়ের স্বপ্নের সলিল সমাধি ঘটে ৷ 42 বল বাকি থাকতেই সহজ জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া ৷ এই হারের জেরে হৃদয় ভেঙেছে কোটি কোটি ফ্যানের ৷ কার্যত টানা দশ ম্যাচ জিতে যেভাবে ফাইনালে পৌঁছেছিল ভারত তাতে অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ট্রফি জয় করবে ভারতীয় দলই ৷ কিন্তু তা হয়নি ৷ আর তাই দুঃখে আত্মহননের পথ বেছে নেন ওড়িশার 23 বছর বয়সি এই যুবক ৷

জানা গিয়েছে ওই যুবকের নাম দেবরঞ্জন দাস ৷ দেবরঞ্জনের বাড়ি যাজপুর জেলার জারি পঞ্চায়েতের অন্তর্গত কুলাসি গ্রামে ৷ সোমবার সকালে আবিষ্কার হয় তাঁর মৃতদেহ ৷ এক প্রতিবেশীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রতিবেশীরা ৷ দেহ উদ্ধারের পর দ্রুত তাঁকে যাজপুর জেলা হাসপাতালের নিয়ে যাওয়া হয় ৷ তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

পরিবারের লোকজনের কথায়, দেবরঞ্জনের কিছু মানসিক সমস্যা ছিল ৷ বেশকিছুদিন ধরেই রোগে ভুগছিলেন তিনি ৷ এর জন্য় নিয়মিত চিকিৎসাও করা হতো এই যুবকের ৷ পরিবারের দাবি, রবিবার আর সকলের মতোই ম্যাচ দেখছিল দেবরঞ্জনও ৷ তবে ভারতের হারের পর আর হয়তো মাথা ঠিক রাখতে পারেননি ওই যুবক ৷ আর সেই কারণেই আত্মহত্যা ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় বিনঝারপুর থানার পুলিশ ৷ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও পুরো বিষয়টির পিছনে অন্য় কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. হার সহ্য করতে না পেরে ম্যাক্সওয়েলের ভারতীয় বংশোদ্ভুত স্ত্রীকে আক্রমণ নেটপাড়ার! জবাব দিলেন বিনি রমনও
  2. সবরমতীতে বিশ্বজয়ের উদযাপন, ক্রুজে ট্রফি হাতে পোজ দিলেন কামিন্স
Last Updated : Nov 20, 2023, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.