কলকাতা, 19 নভেম্বর: দেড় মাসের ক্রিকেটযুদ্ধ এ বার একেবারে ক্লাইম্যাক্সে ৷ মেন-ইন-ব্লু-র হাতে সোনালি ট্রফি - এই স্বপ্ন নিয়ে রবিবার ঘুম ভেঙেছে 130 কোটির ৷ প্রতিবারের মতোই এ বারেও বিশ্বকাপের আসরে ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে ছিল তার বাইরের অনেক কিছু ৷ যা বারবার এসেছে খবরের শিরোনামে ৷ সে সবের মধ্যে নিঃসন্দেহে অন্যতম সচিন তেন্ডুলকরের কন্যা সারার সঙ্গে ভারতীয় দলের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার শুভমন গিলের চর্চিত প্রেমকাহিনি ৷ আজকের ফাইনালে সেই শুভমনের সামনে রয়েছে 1996-এর মাস্টার ব্লাস্টারকে টপকে যাওয়ার হাতছানি ৷
আর সেই মুহূর্ত যদি আসে তবে, সামনে থেকে তা চাক্ষুষ করবেন স্বয়ং সচিন ৷ তিনি ফাইনাল দেখতে হাজির গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ চোখে নিঃসন্দেহে ট্রফি জেতার স্বপ্ন ৷ এই বিশেষ দিনে মাঠেই থাকছেন তাঁর কন্যা সারাও ৷
রোহিত শর্মার দলের জন্য একরাশ শুভকামনা নিয়ে ফাইনাল ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ তিনি বলেছেন, "আমি এখানে আমার শুভকামনা জানাতে এসেছি । আশা করছি, আমরা আজ ট্রফি তুলে নেব । সবাই এই দিনের জন্য অপেক্ষা করছিল...৷"
গত কয়েকদিন ধরে সচিন-কন্যা সারা তেন্ডুলকরের ব্লু টিক দেওয়া এক্স অ্যাকাউন্টের পোস্ট ঘিরে জোর চর্চা চলছে ৷ সেটি সারারই অ্যাকাউন্ট কি না, সে বিষয়টি নিশ্চিত ভাবে জানা না গেলেও তার আপডেটের দিকে নজর রেখে চলেছেন অনুরাগীরা ৷ সারার নামের এই অ্যাকাউন্টের পোস্টে প্রায় খোলাখুলি শুভমন গিলের প্রতি অগাধ ভালোবাসা উজাড় করে দেওয়া হয়েছে ৷ আজও এই হ্যান্ডেল থেকে করা পোস্টে জানিয়ে দেওয়া হয়েছে, সারা যাচ্ছেন ফাইনাল দেখতে ৷ আর তাঁর বিশেষ শুভকামনা রয়েছে স্পেশালি শুভমনের জন্য ৷ পোস্টে সারার ছবি দিয়ে লেখা হয়েছে, "ফাইনাল ম্যাচে থাকছি ৷ ভালো খেলো শুভমন গিল ৷"
এ দিকে, ফাইনাল ম্যাচে একটি বড় কৃতিত্ব অর্জনের সুযোগ রয়েছে ভারতীয় দলের ওপেনারের কাছে ৷ 1996 সালে এক বছরে একদিনের ম্যাচে সর্বাধিক 1611 রান করার রেকর্ড করেছিলেন মাস্টার ব্লাস্টার ৷ এই রান তিনি করেছিলেন 6টি সেঞ্চুরি ও 9টি হাফ সেঞ্চুরির সৌজন্যে ৷ যদিও 1998 সালে নিজের রেকর্ড নিজে ভেঙে এক বছরে ওডিআই-তে 1894 রান করার নয়া রেকর্ড করেন সচিন ৷ সেই তালিকায় এখনও তিনিই শীর্ষে আছেন ৷ তার পরেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড় ৷ তাঁরা 1999 সালে যথাক্রমে করেন 1767 ও 1761 রান ৷
2023 সালে শুভমন ইতিমধ্যেই একদিনের ম্যাচে 1580 রান করে ফেলেছেন ৷ এর মধ্যে রয়েছে 5টা সেঞ্চুরি ও 9টা বাফ সেঞ্চুরি ৷ ডেঙ্গির কারণে বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ না খেলেই তাঁর এই রান ৷ ফাইনালে আর 32 রান করলেই 1996 সালে সচিনের করা একদিনের রান পেরিয়ে যাবেন ভারতীয় ওপেনার ৷ আপাতত ওই তালিকায় 7 নম্বরে রয়েছেন শুভমন ৷ সেমিফাইনালে আশি রান করে 2000 সালের সৌরভকে ছাপিয়ে যান তিনি ৷ চলতি বছরেই দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি একদিনের ম্যাচে সচিনকে টপকে তালিকায় শীর্ষে চলে যাওয়ারও সম্ভাবনা উজ্জ্বল শুভমনের ৷ তবে আপাতত পাখির চোখ বিশ্বকাপ ৷ আর অনুপ্রেরণা হিসেবে মাঠে সচিনের পাশাপাশি যখন সারাও থাকছেন, তখন শুভমনের ব্যাটে আগুন জ্বলবে বলেই আশা অনুরাগীদের ৷
আরও পড়ুন: