ETV Bharat / sports

'ফোকাসে এখন বোলাররাই', শামির পারফরম্যান্সে জয়ের সরণিতে ভারত; খুশি ছোটবেলার কোচ - ICC ODI World Cup 2023 Final

Cricket World Cup 2023: শামি এখন 'দ্য' মহম্মদ শামি ৷ ভারতীয় পেসারের পারফরম্যান্স এখন ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ৷ বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম সেমি ম্যাচে 57 রানে 7 উইকেট নিয়ে ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলে দিয়েছেন মহম্মদ শামি। এ নিয়ে শামির ছোটবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকী ইটিভি ভারতের প্রতিনিধি পুষ্কর পান্ডেকে জানালেন, 'এবার বোলাররা টক অফ দ্য টাউন' ৷

Cricket World Cup 2023
বাঁ-দিকে, বদরুদ্দিন সিদ্দিকী ও ডানদিকে মহম্মদ শামি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 12:17 PM IST

মুম্বই, 18 নভেম্বর: অপেক্ষা রবিবারের। তাই হাতে আর মাত্র একদিন ৷ বিশ্বের সব থেকে বড় মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ দেশবাসী মুখিয়ে টিম ইন্ডিয়ার হাতে বিশ্বকাপ দেখার জন্য ৷ যদিও গোটা দেশ তথা বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর নজর মহম্মদ শামির দিকে। এবারের বিশ্বকাপে 23 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে রয়েছেন 'দ্য' মহম্মদ শামি ৷ এরইমধ্যে শামির প্রথম জীবনের কোচ বদরুদ্দিন সিদ্দিকী তাঁর শিষ্যের কিছু অজানা কথা ইটিভি ভারতের প্রতিনিধি পুষ্কর পান্ডেকে একান্ত সাক্ষাৎকারে জানালেন ৷

শামি জায়গা পাননি প্রথম একাদশে ৷ কিন্তু (অলরাউন্ডার) হার্দিক পাণ্ডিয়া চতুর্থ ম্যাচে চোট পেতে ছিটকে যেতেই শামিকে একাদশে স্থান দেওয়া হল ৷ আর সেই সুযোগ নিয়ে সদ্বব্যবহার করলেন ভারতীয় পেসার ৷ বুধবার চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 70 রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ৷ সেদিন বিরাট কোহলি তাঁর 50তম ওডিআই শতরান করেন। শ্রেয়াস আইয়ারও আক্রমণাত্মক ইনিংস খেলে শতরান করেন। অন্যদিকে, বোলিং বিভাগে একাই দাপট দেখান মহম্মদ শামি ৷ সাতটি উইকেট নিয়ে শামি লাইমলাইট দখল করেন। শিষ্যের দুর্দান্ত পারফরম্যান্সে মহম্মদ শামির কোচ বদরুদ্দিন সিদ্দিকী বলেন, "এতদিন বিশ্বকাপে ব্যাটাররা ফোকাসে ছিলেন। তবে, এবার ফোকাসে বোলাররাই ৷ শামির পারফরম্যান্সেই ভারত জয়ের সরণিতে পৌঁছেছে ৷"

শামির ক্রিকেটার হয়ে ওঠার গল্পও শুনিয়েছেন বদরুদ্দিন। বলেন, "প্রথমবার শামির বাবা ওকে নিয়ে সোনকপুর স্টেডিয়ামে এসেছিলেন। আমাকে বলেছিলেন আমরোহাতে নাকি শামির বোলিং সকলের মুখে মুখে। আমি শামিকে দেখার জন্য, ওয়ার্ম-আপ করতে বলি ৷ আধঘণ্টা ওর খেলা দেখি ৷ পুরো সময়ে ওর বোলিংয়ের কোনও পার্থক্য ছিল না ৷ এতটাই পারফেক্ট ছিল শামির বোলিং ৷ তখন থেকেই ওর ক্ষমতা আমি বুঝে যাই ৷ এরপরে বদরুদ্দিনের সংযোজন, "সব বোলারকে একসঙ্গে খেলানো যায় না ৷ চলতি বিশ্বকাপে শামিকে টুর্নামেন্টের প্রথমদিকে জায়গা দেওয়া হয়নি ৷ তবে, যখন থেকে তাঁকে টিমে জায়গা দেওয়া হয়েছে, তখন তাকরা পেসার তাঁর 100 শতাংশ মাঠে দিয়েছেন। এখন, আর কারও মাথায় আসবে না, যে শামিকে বেঞ্চে বসিয়ে রাখা যাবে ৷"

আরও পড়ুন:

  1. খেলোয়াড়ি জীবনের ইতিহাস ভুলে বিশ্বকাপে 'দ্রাবিড়ীয় সভ্যতা'র নতুন রূপকথা লিখবেন রাহুল ?
  2. উইকেটের লাইনে ও পরিস্থিতি বুঝে বোলিং সাফল্যের মূলমন্ত্র, জানালেন শামি
  3. বালিতে বিশ্বকাপের প্রতিকৃতি, মহারণের আগে রোহিতদের শুভেচ্ছা জানালেন সুদর্শন

মুম্বই, 18 নভেম্বর: অপেক্ষা রবিবারের। তাই হাতে আর মাত্র একদিন ৷ বিশ্বের সব থেকে বড় মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ দেশবাসী মুখিয়ে টিম ইন্ডিয়ার হাতে বিশ্বকাপ দেখার জন্য ৷ যদিও গোটা দেশ তথা বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর নজর মহম্মদ শামির দিকে। এবারের বিশ্বকাপে 23 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে রয়েছেন 'দ্য' মহম্মদ শামি ৷ এরইমধ্যে শামির প্রথম জীবনের কোচ বদরুদ্দিন সিদ্দিকী তাঁর শিষ্যের কিছু অজানা কথা ইটিভি ভারতের প্রতিনিধি পুষ্কর পান্ডেকে একান্ত সাক্ষাৎকারে জানালেন ৷

শামি জায়গা পাননি প্রথম একাদশে ৷ কিন্তু (অলরাউন্ডার) হার্দিক পাণ্ডিয়া চতুর্থ ম্যাচে চোট পেতে ছিটকে যেতেই শামিকে একাদশে স্থান দেওয়া হল ৷ আর সেই সুযোগ নিয়ে সদ্বব্যবহার করলেন ভারতীয় পেসার ৷ বুধবার চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 70 রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ৷ সেদিন বিরাট কোহলি তাঁর 50তম ওডিআই শতরান করেন। শ্রেয়াস আইয়ারও আক্রমণাত্মক ইনিংস খেলে শতরান করেন। অন্যদিকে, বোলিং বিভাগে একাই দাপট দেখান মহম্মদ শামি ৷ সাতটি উইকেট নিয়ে শামি লাইমলাইট দখল করেন। শিষ্যের দুর্দান্ত পারফরম্যান্সে মহম্মদ শামির কোচ বদরুদ্দিন সিদ্দিকী বলেন, "এতদিন বিশ্বকাপে ব্যাটাররা ফোকাসে ছিলেন। তবে, এবার ফোকাসে বোলাররাই ৷ শামির পারফরম্যান্সেই ভারত জয়ের সরণিতে পৌঁছেছে ৷"

শামির ক্রিকেটার হয়ে ওঠার গল্পও শুনিয়েছেন বদরুদ্দিন। বলেন, "প্রথমবার শামির বাবা ওকে নিয়ে সোনকপুর স্টেডিয়ামে এসেছিলেন। আমাকে বলেছিলেন আমরোহাতে নাকি শামির বোলিং সকলের মুখে মুখে। আমি শামিকে দেখার জন্য, ওয়ার্ম-আপ করতে বলি ৷ আধঘণ্টা ওর খেলা দেখি ৷ পুরো সময়ে ওর বোলিংয়ের কোনও পার্থক্য ছিল না ৷ এতটাই পারফেক্ট ছিল শামির বোলিং ৷ তখন থেকেই ওর ক্ষমতা আমি বুঝে যাই ৷ এরপরে বদরুদ্দিনের সংযোজন, "সব বোলারকে একসঙ্গে খেলানো যায় না ৷ চলতি বিশ্বকাপে শামিকে টুর্নামেন্টের প্রথমদিকে জায়গা দেওয়া হয়নি ৷ তবে, যখন থেকে তাঁকে টিমে জায়গা দেওয়া হয়েছে, তখন তাকরা পেসার তাঁর 100 শতাংশ মাঠে দিয়েছেন। এখন, আর কারও মাথায় আসবে না, যে শামিকে বেঞ্চে বসিয়ে রাখা যাবে ৷"

আরও পড়ুন:

  1. খেলোয়াড়ি জীবনের ইতিহাস ভুলে বিশ্বকাপে 'দ্রাবিড়ীয় সভ্যতা'র নতুন রূপকথা লিখবেন রাহুল ?
  2. উইকেটের লাইনে ও পরিস্থিতি বুঝে বোলিং সাফল্যের মূলমন্ত্র, জানালেন শামি
  3. বালিতে বিশ্বকাপের প্রতিকৃতি, মহারণের আগে রোহিতদের শুভেচ্ছা জানালেন সুদর্শন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.