মুম্বই, 18 নভেম্বর: অপেক্ষা রবিবারের। তাই হাতে আর মাত্র একদিন ৷ বিশ্বের সব থেকে বড় মাঠে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া ৷ দেশবাসী মুখিয়ে টিম ইন্ডিয়ার হাতে বিশ্বকাপ দেখার জন্য ৷ যদিও গোটা দেশ তথা বিশ্বের সব ক্রিকেটপ্রেমীর নজর মহম্মদ শামির দিকে। এবারের বিশ্বকাপে 23 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে রয়েছেন 'দ্য' মহম্মদ শামি ৷ এরইমধ্যে শামির প্রথম জীবনের কোচ বদরুদ্দিন সিদ্দিকী তাঁর শিষ্যের কিছু অজানা কথা ইটিভি ভারতের প্রতিনিধি পুষ্কর পান্ডেকে একান্ত সাক্ষাৎকারে জানালেন ৷
শামি জায়গা পাননি প্রথম একাদশে ৷ কিন্তু (অলরাউন্ডার) হার্দিক পাণ্ডিয়া চতুর্থ ম্যাচে চোট পেতে ছিটকে যেতেই শামিকে একাদশে স্থান দেওয়া হল ৷ আর সেই সুযোগ নিয়ে সদ্বব্যবহার করলেন ভারতীয় পেসার ৷ বুধবার চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 70 রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে ৷ সেদিন বিরাট কোহলি তাঁর 50তম ওডিআই শতরান করেন। শ্রেয়াস আইয়ারও আক্রমণাত্মক ইনিংস খেলে শতরান করেন। অন্যদিকে, বোলিং বিভাগে একাই দাপট দেখান মহম্মদ শামি ৷ সাতটি উইকেট নিয়ে শামি লাইমলাইট দখল করেন। শিষ্যের দুর্দান্ত পারফরম্যান্সে মহম্মদ শামির কোচ বদরুদ্দিন সিদ্দিকী বলেন, "এতদিন বিশ্বকাপে ব্যাটাররা ফোকাসে ছিলেন। তবে, এবার ফোকাসে বোলাররাই ৷ শামির পারফরম্যান্সেই ভারত জয়ের সরণিতে পৌঁছেছে ৷"
-
A milestone-filled evening for Mohd. Shami 👏👏
— BCCI (@BCCI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Drop a ❤️ for #TeamIndia's leading wicket-taker in #CWC23 💪#MenInBlue | #INDvNZ pic.twitter.com/JkIigjhgVA
">A milestone-filled evening for Mohd. Shami 👏👏
— BCCI (@BCCI) November 15, 2023
Drop a ❤️ for #TeamIndia's leading wicket-taker in #CWC23 💪#MenInBlue | #INDvNZ pic.twitter.com/JkIigjhgVAA milestone-filled evening for Mohd. Shami 👏👏
— BCCI (@BCCI) November 15, 2023
Drop a ❤️ for #TeamIndia's leading wicket-taker in #CWC23 💪#MenInBlue | #INDvNZ pic.twitter.com/JkIigjhgVA
শামির ক্রিকেটার হয়ে ওঠার গল্পও শুনিয়েছেন বদরুদ্দিন। বলেন, "প্রথমবার শামির বাবা ওকে নিয়ে সোনকপুর স্টেডিয়ামে এসেছিলেন। আমাকে বলেছিলেন আমরোহাতে নাকি শামির বোলিং সকলের মুখে মুখে। আমি শামিকে দেখার জন্য, ওয়ার্ম-আপ করতে বলি ৷ আধঘণ্টা ওর খেলা দেখি ৷ পুরো সময়ে ওর বোলিংয়ের কোনও পার্থক্য ছিল না ৷ এতটাই পারফেক্ট ছিল শামির বোলিং ৷ তখন থেকেই ওর ক্ষমতা আমি বুঝে যাই ৷ এরপরে বদরুদ্দিনের সংযোজন, "সব বোলারকে একসঙ্গে খেলানো যায় না ৷ চলতি বিশ্বকাপে শামিকে টুর্নামেন্টের প্রথমদিকে জায়গা দেওয়া হয়নি ৷ তবে, যখন থেকে তাঁকে টিমে জায়গা দেওয়া হয়েছে, তখন তাকরা পেসার তাঁর 100 শতাংশ মাঠে দিয়েছেন। এখন, আর কারও মাথায় আসবে না, যে শামিকে বেঞ্চে বসিয়ে রাখা যাবে ৷"
-
The star of the night - Mohd. Shami bags the Player of the Match Award for his incredible seven-wicket haul 🫡
— BCCI (@BCCI) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard ▶️ https://t.co/FnuIu53xGu#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/KEMLb8a7u6
">The star of the night - Mohd. Shami bags the Player of the Match Award for his incredible seven-wicket haul 🫡
— BCCI (@BCCI) November 15, 2023
Scorecard ▶️ https://t.co/FnuIu53xGu#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/KEMLb8a7u6The star of the night - Mohd. Shami bags the Player of the Match Award for his incredible seven-wicket haul 🫡
— BCCI (@BCCI) November 15, 2023
Scorecard ▶️ https://t.co/FnuIu53xGu#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/KEMLb8a7u6
আরও পড়ুন: