ETV Bharat / sports

সবরমতীর তীরে স্তব্ধতায় শেষ পথ চলা, ফিরে দেখা বিশ্বকাপের 'বিরাটনামা'

Virat Kohli World Cup Journey: 2023 বিশ্বকাপে স্বপ্নের মতোই সফর শুরু করেছিলেন বিরাট কোহলি ৷ ভেঙেছেন একের পর এক রেকর্ড ৷ ফিরে দেখা বিশ্বকাপের 'বিরাটনামা' ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 7:12 PM IST

Updated : Nov 19, 2023, 7:34 PM IST

Virat Kohli dream Run In world Cup 2023
বিশ্বকাপে বিরাটনামা

আমেদাবাদ, 19 নভেম্বর: চলতি বিশ্বকাপের 'অর্জুন' হিসাবে যদি কোনও খেলোয়াড়কে বেছে নিতে হয় তবে নামটা অবশ্য়ই বিরাট কোহলি । কুরুক্ষেত্রের মহাযুদ্ধে গুরু দ্রোণের এই শিষ্য তাঁকে গর্বিত করেছিলেন বারবার । আর 2023 'বাইশ গজের বিশ্বযুদ্ধে' তাঁর আইডলকে ছাপিয়ে গিয়েছেন 'রানমেশিন' বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড চলতি বিশ্বকাপের আসরে ভেঙে দিয়েছেন তিনি । বিশেষত, সেমিফাইনালের 'বিরাট' মঞ্চেও নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন ভারতের 'চেজ মাস্টার'। 'মাস্টার-ব্লাস্টারে'র ওডিআই ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়েছেন তিনি ।

Virat Kohli dream Run In world Cup 2023
হাফসেঞ্চুরির পর ফিরলেন বিরাট

সেমিতে কিউয়িদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র 113 বলে 117 রানের মহাকাব্যিক ইনিংস । ফাইনালেও তাঁর ব্যাটে অনেকখানি নির্ভরশীল ছিল ভারতীয় দল। আমেদাবাদে তিনি নামেন সচিনের স্বাক্ষর করা জার্সি পরে । যদিও শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে দলকে রানের শিখরে পৌঁছে দিতে এদিন ব্যর্থ তিনি । তবে তাঁর ব্যাট থেকে এসেছে 54 রানের গুরুত্বপূর্ণ ইনিংস । 63 বলে 4টি চার দিয়ে সাজানো এই ইনিংস উপহার দেন তিনি ।

Virat Kohli dream Run In world Cup 2023
লড়াকু বিরাট কোহলি

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এর আগে ছিল সচিনের নামেই। ইতিমধ্য়েই সেই রেকর্ডও চলতি বিশ্বকাপেই ভেঙেছেন কোহলি । 2003 সালের বিশ্বকাপে 11 ম্যাচ খেলে 673 রান করেছিলেন লিটল মাস্টার। আর কোহলি তাঁর বিশ্বকাপের বিরাট সফর শেষ করলেন 765 রানে । দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । রোহিতের সংগ্রহ 597 রান।

Virat Kohli dream Run In world Cup 2023
সাজঘরে ফিরছেন বিরাট

কোহলির জন্য় ঘরের মাঠে এই বিশ্বকাপ যে স্বপ্নের বিশ্বকাপ ছিল তা বলাই বাহুল্য। 11 ম্যাচের মধ্য়ে মাত্র দু'টি ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি । সংগ্রহে রয়েছে 3 টি শতরান এবং 6টি অর্ধশতরান। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন তিনি । তবে অজি অধিনায়ক প্যাট কামিন্সের হঠাৎ লাফানো বল সামলাতে পারেননি কোহলি । ব্যাটের কানায় লেগে উইকেট ছিটকে দেয় বল । কিছুক্ষণের জন্য় নিস্তব্ধ হয়ে আমেদাবাদের নীল সমুদ্রের ঢেউ ৷ 2003 সালে ঠিক এইভাবেই প্লেড-অন হয়েছিলেন বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও ৷ স্কোর ছিল 47 ৷ সেদিন কার্যত চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি ৷ এদিন প্রায় একইরকম উইকেট পতনের সাক্ষী থাকল আমেদাবাদও ৷

আরও পড়ুন:

  1. ফাইনালে অসহায় ভারতীয় ব্যাটিং, অজি বোলারদের সামনে আড়াইশোর আগেই শেষ টিম ইন্ডিয়া
  2. অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে

আমেদাবাদ, 19 নভেম্বর: চলতি বিশ্বকাপের 'অর্জুন' হিসাবে যদি কোনও খেলোয়াড়কে বেছে নিতে হয় তবে নামটা অবশ্য়ই বিরাট কোহলি । কুরুক্ষেত্রের মহাযুদ্ধে গুরু দ্রোণের এই শিষ্য তাঁকে গর্বিত করেছিলেন বারবার । আর 2023 'বাইশ গজের বিশ্বযুদ্ধে' তাঁর আইডলকে ছাপিয়ে গিয়েছেন 'রানমেশিন' বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের একাধিক রেকর্ড চলতি বিশ্বকাপের আসরে ভেঙে দিয়েছেন তিনি । বিশেষত, সেমিফাইনালের 'বিরাট' মঞ্চেও নিজেকে ছাপিয়ে গিয়েছিলেন ভারতের 'চেজ মাস্টার'। 'মাস্টার-ব্লাস্টারে'র ওডিআই ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোন গড়েছেন তিনি ।

Virat Kohli dream Run In world Cup 2023
হাফসেঞ্চুরির পর ফিরলেন বিরাট

সেমিতে কিউয়িদের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল মাত্র 113 বলে 117 রানের মহাকাব্যিক ইনিংস । ফাইনালেও তাঁর ব্যাটে অনেকখানি নির্ভরশীল ছিল ভারতীয় দল। আমেদাবাদে তিনি নামেন সচিনের স্বাক্ষর করা জার্সি পরে । যদিও শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে দলকে রানের শিখরে পৌঁছে দিতে এদিন ব্যর্থ তিনি । তবে তাঁর ব্যাট থেকে এসেছে 54 রানের গুরুত্বপূর্ণ ইনিংস । 63 বলে 4টি চার দিয়ে সাজানো এই ইনিংস উপহার দেন তিনি ।

Virat Kohli dream Run In world Cup 2023
লড়াকু বিরাট কোহলি

এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এর আগে ছিল সচিনের নামেই। ইতিমধ্য়েই সেই রেকর্ডও চলতি বিশ্বকাপেই ভেঙেছেন কোহলি । 2003 সালের বিশ্বকাপে 11 ম্যাচ খেলে 673 রান করেছিলেন লিটল মাস্টার। আর কোহলি তাঁর বিশ্বকাপের বিরাট সফর শেষ করলেন 765 রানে । দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । রোহিতের সংগ্রহ 597 রান।

Virat Kohli dream Run In world Cup 2023
সাজঘরে ফিরছেন বিরাট

কোহলির জন্য় ঘরের মাঠে এই বিশ্বকাপ যে স্বপ্নের বিশ্বকাপ ছিল তা বলাই বাহুল্য। 11 ম্যাচের মধ্য়ে মাত্র দু'টি ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি । সংগ্রহে রয়েছে 3 টি শতরান এবং 6টি অর্ধশতরান। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন তিনি । তবে অজি অধিনায়ক প্যাট কামিন্সের হঠাৎ লাফানো বল সামলাতে পারেননি কোহলি । ব্যাটের কানায় লেগে উইকেট ছিটকে দেয় বল । কিছুক্ষণের জন্য় নিস্তব্ধ হয়ে আমেদাবাদের নীল সমুদ্রের ঢেউ ৷ 2003 সালে ঠিক এইভাবেই প্লেড-অন হয়েছিলেন বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও ৷ স্কোর ছিল 47 ৷ সেদিন কার্যত চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি ৷ এদিন প্রায় একইরকম উইকেট পতনের সাক্ষী থাকল আমেদাবাদও ৷

আরও পড়ুন:

  1. ফাইনালে অসহায় ভারতীয় ব্যাটিং, অজি বোলারদের সামনে আড়াইশোর আগেই শেষ টিম ইন্ডিয়া
  2. অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপে ইতিহাস হিটম্যানের, পিছনে ফেললেন উইলিয়ামসনকে
Last Updated : Nov 19, 2023, 7:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.