ETV Bharat / sports

ICC World Cup 2023: নন্দনকাননে শতরান হাঁকিয়ে জন্মদিন উদযাপন কোহলির, ছুঁলেন মাস্টার-ব্লাস্টারের 'বিরাট' নজির - বিরাট কোহলি

জন্মদিনে প্রাক্তন অধিনায়কের ব্যাটে থেকে বড় রানের জন্য হা-পিত্যেশ ছিল ইডেনমুখী জনতার ৷ বিশেষ দিনে নিরাশ করলেন না 'রানমেশিন' ৷ ক্রিকেটের নন্দনকাননে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 119 বলে শতরান পূর্ণ করলেন কোহলি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 5:49 PM IST

Updated : Nov 5, 2023, 6:22 PM IST

কলকাতা, 5 নভেম্বর: পয়মন্ত ইডেনে অধিনায়ক রোহিত শর্মার ব্যর্থতার দিনে 'রাজা' বিরাট কোহলি ৷ জন্মদিনে প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে বড় রানের জন্য হা-পিত্যেশ ছিল ইডেনমুখী জনতার মধ্যে ৷ বিশেষ দিনে নিরাশ করলেন না 'রানমেশিন' ৷ ক্রিকেটের নন্দনকাননে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 119 বলে শতরান পূর্ণ করলেন কোহলি ৷ একইসঙ্গে ওয়ান-ডে ক্রিকেটে শতরানের নিরিখে কোহলি ছুঁয়ে ফেললেন সচিন রমেশ তেন্ডুলকরকে ৷

যে মাঠে এসেছিল কেরিয়ারের প্রথম ওডিআই শতরান, সেই মাঠেই 'ক্রিকেট ঈশ্বরে'র সর্বকালীন 49টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন কোহলি ৷ তাও আবার সচিনের তুলনায় 175 ইনিংস কম খেলে ৷ 452 ওয়ান-ডে ইনিংসে মাস্টার-ব্লাস্টারের ঝুলিতে রয়েছে 49টি শতরান ৷ সেখানে মাত্র 277 ইনিংসেই সেই নজির ছুঁয়ে ফেললেন দিল্লি ব্যাটার ৷ তাও আবার বিশ্বকাপে লিগ টেবিলে টপারদের লড়াইয়ে ৷ 10টি বাউন্ডারি হাঁকিয়ে 121 বল খেলে কোহলি এদিন ইডেনে ঝকঝকে 101 রানই কেবল উপহার দিলেন না, অ্যাংকর ইনিংসে দলকে পৌঁছে দিলেন বড় রানে ৷ 50 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত তুলল 326 রান ৷

আরও পড়ুন: গার্লফ্রেন্ডের থেকেও প্রিয় কোহলি, 'চেজ মাস্টারে' মাতোয়ারা ইডেন

কোহলির পাশাপাশি কলকাতায় ভারতের বড় রানে ভূমিকা নিলেন শ্রেয়স আইয়ার ৷ 77 রান এল কেকেআর দলনায়কের ব্যাটে ৷ শুরুটা এদিন মেজাজেই করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ 24 বলে ঝোড়ো 40 রান করে ফেরেন 'হিটম্যান' ৷ গিল ফেরেন 23 রানে ৷ এরপর দলের হাল ধরেন কোহলি এবং শ্রেয়স ৷ তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের 134 রানে জুটি ভারতকে চালকের আসনে বসিয়ে দেয় ৷ বাকি সময়টা ইডেনে চলল বিরাট-শো ৷

আসমুদ্র-হিমাচলের প্রত্যাশা পূরণ করে 49তম ওভারের তৃতীয় বলে শতরান আসে কোহলির ব্যাটে ৷ 29 রানে অপরাজিত থেকে যান রবীন্দ্র জাদেজা ৷ সবমিলিয়ে লিগ টপার হয়ে সেমি নিশ্চিত করার জন্য প্রোটিয়াদের 327 রানের লক্ষ্যমাত্রা 'মেন ইন ব্লু'-এর ৷

কলকাতা, 5 নভেম্বর: পয়মন্ত ইডেনে অধিনায়ক রোহিত শর্মার ব্যর্থতার দিনে 'রাজা' বিরাট কোহলি ৷ জন্মদিনে প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে বড় রানের জন্য হা-পিত্যেশ ছিল ইডেনমুখী জনতার মধ্যে ৷ বিশেষ দিনে নিরাশ করলেন না 'রানমেশিন' ৷ ক্রিকেটের নন্দনকাননে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 119 বলে শতরান পূর্ণ করলেন কোহলি ৷ একইসঙ্গে ওয়ান-ডে ক্রিকেটে শতরানের নিরিখে কোহলি ছুঁয়ে ফেললেন সচিন রমেশ তেন্ডুলকরকে ৷

যে মাঠে এসেছিল কেরিয়ারের প্রথম ওডিআই শতরান, সেই মাঠেই 'ক্রিকেট ঈশ্বরে'র সর্বকালীন 49টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন কোহলি ৷ তাও আবার সচিনের তুলনায় 175 ইনিংস কম খেলে ৷ 452 ওয়ান-ডে ইনিংসে মাস্টার-ব্লাস্টারের ঝুলিতে রয়েছে 49টি শতরান ৷ সেখানে মাত্র 277 ইনিংসেই সেই নজির ছুঁয়ে ফেললেন দিল্লি ব্যাটার ৷ তাও আবার বিশ্বকাপে লিগ টেবিলে টপারদের লড়াইয়ে ৷ 10টি বাউন্ডারি হাঁকিয়ে 121 বল খেলে কোহলি এদিন ইডেনে ঝকঝকে 101 রানই কেবল উপহার দিলেন না, অ্যাংকর ইনিংসে দলকে পৌঁছে দিলেন বড় রানে ৷ 50 ওভারে 5 উইকেট হারিয়ে ভারত তুলল 326 রান ৷

আরও পড়ুন: গার্লফ্রেন্ডের থেকেও প্রিয় কোহলি, 'চেজ মাস্টারে' মাতোয়ারা ইডেন

কোহলির পাশাপাশি কলকাতায় ভারতের বড় রানে ভূমিকা নিলেন শ্রেয়স আইয়ার ৷ 77 রান এল কেকেআর দলনায়কের ব্যাটে ৷ শুরুটা এদিন মেজাজেই করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ 24 বলে ঝোড়ো 40 রান করে ফেরেন 'হিটম্যান' ৷ গিল ফেরেন 23 রানে ৷ এরপর দলের হাল ধরেন কোহলি এবং শ্রেয়স ৷ তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের 134 রানে জুটি ভারতকে চালকের আসনে বসিয়ে দেয় ৷ বাকি সময়টা ইডেনে চলল বিরাট-শো ৷

আসমুদ্র-হিমাচলের প্রত্যাশা পূরণ করে 49তম ওভারের তৃতীয় বলে শতরান আসে কোহলির ব্যাটে ৷ 29 রানে অপরাজিত থেকে যান রবীন্দ্র জাদেজা ৷ সবমিলিয়ে লিগ টপার হয়ে সেমি নিশ্চিত করার জন্য প্রোটিয়াদের 327 রানের লক্ষ্যমাত্রা 'মেন ইন ব্লু'-এর ৷

Last Updated : Nov 5, 2023, 6:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.