কলকাতা, 16 নভেম্বর: টসে জিতে ইডেনে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ মুম্বইয়ে প্রথম সেমি ফাইনালে জিতে ইতিমধ্যেই ভারত আমেদাবাদের টিকিট বুক করে ফেলেছে ৷ প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে 70 রানে মাত করে দিয়েছে তারা ৷ এবার পালা দ্বিতীয় সেমিফাইনালের ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয় তুলে নিতে পারবে ? নাকি চোকার্সই থেকে যাবে প্রোটিয়ারা ? ম্যাচের মাঝেই বাধ সেধেছে বৃষ্টি ৷
অধিনায়ক তেম্বা বাভুমা দলে রয়েছেন । হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তাঁর খেলা নিয়ে সংশয় ছিল । কিন্তু তিনি ফিট । একাদশে রাখা হয়েছে । তবে ব্যর্থতা তাঁর সঙ্গী । ইতিমধ্যে ম্যাচে জাকিয়ে বসার পথে অস্ট্রেলিয়া । মেঘলা আকাশ, গঙ্গার হাওয়াকে কাজে লাগিয়ে অজি বোলাররা শুরুতেই কোণঠাসা করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে ৷ ইনিংসের এই করুণ হালের মধ্যে রক্ষাকর্তা বৃষ্টি। ইডেন ম্যাচ ঘিরে বৃষ্টির ভ্রুকুটি জোরালো ।
রৌদ্রজ্বল আকাশের বদলে মেঘাচ্ছন্ন আকাশ । আলিপুর আবহাওয়া দফতর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল । খেলাও থেমে গিয়েছিল বৃষ্টির কারণে । তবে বৃষ্টি হলেও সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে । এদিকে ভারতীয় দল ইতিমধ্যে ফাইনালে পৌছে যাওয়ায় দর্শকরা প্রতীক্ষা এখন প্রতিপক্ষের । দক্ষিণ আফ্রিকা না অস্ট্রেলিয়া কোন দল চ্যালেঞ্জ জানাবে তা দেখতে ধীরে ধীরে হলেও ইডেনে ভিড় জমাচ্ছেন ।
শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নন । অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকেও খেলা দেখতে এসেছেন অনেকে । তাঁরা সকলেই বলছেন, বৃষ্টি নয় পুরো পঞ্চাশ ওভার দ্বৈরথ দেখতে চান । বিশ্বকাপ দ্বিতীয় সেমিফাইনালের টিকিটের দাম তলানিতে । জলের দরে টিকিট মিলছে । কালোবাজারে কোনও চাহিদা নেই । অর্ধেকের কম দামে কালোবাজারিরা টিকিট ছেড়ে দিচ্ছেন ৷ তবে বৃহস্পতিবার ম্যাচ শেষ হবে নাকি গড়াবে রিজার্ভ ডে পর্যন্ত সেটাই এখন দেখার বিষয় ৷
আরও পড়ুন: