অমরোহা (উত্তরপ্রদেশ), 4 নভেম্বর: মহম্মদ শামি ৷ নামটায় আজ আর কোনও পরিচয়ের প্রয়োজন নেই। শিশু থেকে বুড়ো, ক্রীড়াপ্রেমীদের মুখে মুখে তাঁর নাম। তবে শামির সাফল্যের পিছনের গল্প খুব কম মানুষই জানেন। খুব কম লোকই জানেন যে শামির বাবা তৌফিক আহমেদ আলিও ছিলেন একজন ক্রিকেটের অনুরাগী এবং তিনিও দ্রুতগতির বোলার ছিলেন। কিন্তু নানা কারণে তৌফিক আহমেদ আলি ক্রিকেট জগতে প্রবেশ করতে পারেননি এবং পরিবারের পাশে দাঁড়াতে কৃষিকাজকেই পেশা হিসেবে বেছে নেন ৷ ম্যানেজমেন্টের সিদ্ধান্তে বিশ্বকাপের প্রথম চার ম্যাচে খেলতে দেখা যায়নি শামিকে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই পাঁচ উইকেট নিয়ে জাত চেনান তিনি। পরের ম্যাচে 4 ও বৃহস্পতিবার ওয়াংখেড়েতে 5টি উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েছেন বঙ্গ পেসার ৷ জেনে নিন তাঁর জীবনের অজানা কিছু কথা ৷
উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করা শামি তৌসিফ আলির চার সন্তানের একজন মহম্মদ শামি। ছোটবেলা থেকেই শামির বল হাতে দক্ষতা নজরকাড়া হলেও তিনি উত্তরপ্রদেশের অনূর্ধ্ব-19 দলে সুযোগই পাননি। এর জন্য তাঁর কোচ বাদরুদ্দিন সিদ্দিকি অবশ্য খেলার মাঠের রাজনীতিকেই দায়ী করেন। তবে অনূর্ধ্ব-19 দলে সুযোগ না-পেয়েও শামি ভেঙে পড়েননি ৷ বরং কোচের পরামর্শে ঘরবাড়ি সবকিছু ছেড়ে দিয়ে তিনি চলে আসেন কলকাতায়। 2005 সালে তিলোত্তমায় পা-রাখার পরেই তাঁর স্বপ্নের উড়ান শুরু হয়। প্রথমে রঞ্জি ও বছর তিনেক পর জাতীয় দলে সুযোগ পান ভারতীয় এই জোরে বোলার ৷
2023 বিশ্বকাপের ম্যাচে শামির পারফরম্যান্সে আনন্দে মেতেছে উত্তরপ্রদেশের অমরোহার শাহসপুর আলিনগর গ্রাম ৷ গ্রামবাসীরা ইটিভি ভারতকে জানান, গ্রামেরই স্টেডিয়ামে খেলতেন শামি। যদিও এই মুহূর্তে এখানে কেউ খেলে না।। শামির জন্য আমরা গর্বিত ৷
মহম্মদ শামির পরিবার: মহম্মদ শামির পুরো নাম মহম্মদ শামি আহমেদ। উপাধি লালজি। তিনি 1990 সালের 3 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মহম্মদ শামির বাবার নাম তৌসিফ আহমেদ আলি ৷ মায়ের নাম আঞ্জুম আরা, দাদা মহম্মদ কাইফ, মেয়ে আয়রা শামি, স্ত্রী হাসিন জাহানের (মডেল) সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ভারতীয় ক্রিকেটারের ৷
শামির রেকর্ড:
- বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। এর আগে এই রেকর্ড ছিল জাহির খান ও জাভাগল শ্রীনাথের নামে। বিশ্বকাপে তাঁদের উইকেট সংখ্যা মোট 44। শ্রীলঙ্কার বিরুদ্ধে 5 উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা আপাতত 45টি।
- শুধু বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়াই নয়, আরও একটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন মহম্মদ শামি। একদিনের ক্রিকেটে ভারতের সবথেকে বেশিবার 5 উইকেট শিকারীও হলেন শামি।
- বিশ্বকাপে 14টিম্যাচ খেলে 45টি উইকেট শিকার করলেন মহম্মদ শামি। একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় অষ্টম স্থানে উঠে এলেন ভারতীয় পেসার।
আরও পড়ুন: সত্যিটা হজম করা কঠিন, বিশ্বকাপ থেকে ছিটকে হতাশ হার্দিক