কলকাতা, 2 নভেম্বর: টিকিটের কালোবাজারি নিয়ে এই মুহূর্তে রীতিমতো উত্তাল কলকাতা ৷ সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও পড়তে হয়েছে বিতর্কের মুখে ৷ ময়দান থানার তরফে তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে ৷ বৃহস্পতিবার এই ঘটনায় আরও 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
প্রাক্তন ভরত অধিনায়ক বলেন, "ফুটবল বিশ্বকাপের ফাইনালের টিকিটও কালোবাজারে বিক্রি হতে দেখেছি । 3-4 হাজার ডলারের টিকিট 17 লক্ষ টাকায় বিক্রি হয়েছে । একবার বিসিসিআই বা সিএবি থেকে টিকিট বেরিয়ে গেলে কারও কিছু করার থাকে না ৷" বৃহস্পতিবার বিকেলে ইডেনে আসেন মহারাজ ৷ এই নিয়ে সরাসরি সিএবি'কে ক্লিনচিট দিয়ে দিলেন তিনি ৷
তাঁর মতে, ইডেন গার্ডেন্সে দর্শকাসন 67 হাজার। 1 লক্ষ লোক টিকিট চাইলে দেওয়া যাবে কীভাবে ? টিকিট নিয়ে চাহিদা আগেও ছিল এখনও আছে । ইতিমধ্যে টিকিট বিতর্ক নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে । সৌরভ বলেন, "যে অভিযোগ করেছে সে বিষয়টি সামলাবে ।" ভারত-পাকিস্তান সেমিফাইনাল পরিস্থিতি আরও জটিল হবে দাবি করেন তিনি ৷
টিকিট বিতর্কে সিএবির হয়ে ব্যাট ধরার পর ইডেনের পিচের ভূয়সি প্রশংসা করেন সৌরভ ৷ 22 গজের প্রশংসা করে তিনি বলেন, "ভালো উইকেট হয়েছে । ব্যাটিং উইকেট । ভারতে ব্যাটিং উইকেটই হয় ৷" একই সঙ্গে তিনি যোগ করেছেন, "আগের মত সবকিছু আর নেই । বোর্ডের নির্দেশ না মানলে ম্যাচ পাওয়া যাবে না। চব্বিশ হাজার টিকিট দিয়ে দিতে হয়েছে অনলাইনে ।"
আরও পড়ুন: বিশ্বকাপ টিকিটের দেদার কালোবাজারি, সিএবি সভাপতি স্নেহাশিসের জবাব তলব লালবাজারের
আগামী রবিবার ইডেনে মাঠে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৷ এই ম্যাচের টিকিট নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ আগামীতে ভারত-পাকিস্তান সেমিফাইনালে মুখোমুখি হলে সেই ম্যাচটিও ইডেনেই হওয়ার কথা রয়েছে ৷