ETV Bharat / sports

ICC World Cup 2023: 'নেটে ব্যাট করতেও এর থেকে বেশি চাপ হয় বিরাট-রোহিতদের', বাবরদের ম্যাচ দেখে ক্ষুব্ধ শোয়েব

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 9:29 PM IST

পাকিস্তানের খেলা দেখে ক্ষুব্ধ শোয়েব আখতার ৷ প্রাক্তন পাকিস্তানি পেসার হতাশ শাহিন আফ্রিদিদের বোলিং দেখে ৷ তাঁর মতে নেটে ব্যাটিং করার সময়ও এর থেকে বেশি চাপ থাকে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ওপর ৷ পাশাপাশি আমেদাবাদে ভারত-পাক লড়াই নিয়ে শ্লেষাত্মক মন্তব্য বীরেন্দ্র সেহওয়াগের ৷

ICC World Cup 2023
ভারত পাক ম্যাচ দেখে ক্ষুব্ধ শোয়েব

হায়দরাবাদ, 14 অক্টোবর: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার দুরন্ত জয় তুলে নিল ভারতীয় দল ৷ বিশ্বকাপে এই নিয়ে অষ্টমবার পাকিস্তানকে নাস্তানাবুদ করল ভারত ৷ ম্যাচে এদিন ব্যাটিং বা বোলিং কোনও ক্ষেত্রেই ভারতকে টেক্কা দিতে পারেনি বাবর আজমের দল ৷ 191 রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন মাত্র 30.3 ওভারেই মাত্র 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয় রোহিত অ্যান্ড কোং ৷ ম্যাচের নায়ক ক্যাপ্টেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার ৷ পাক বোলিংয়ের এই হাল দেখে ক্ষুব্ধ প্রাক্তন পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার ৷

  • I am sure Rohit & Virat have more pressure than this batting in nets.

    — Shoaib Akhtar (@shoaib100mph) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এদিন টুইটে (বর্তমানে এক্স) লেখেন, "আমি নিশ্চিত রোহিত-বিরাটদের নেটে ব্যাটিং করতেও এর থেকে চাপ সহ্য করতে হয় ৷" ম্যাচের প্রথম পর্বে এদিন জাসপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের দাপুটে বোলিংয়ে মাত্র 191 রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস ৷ জবাবে সেই রান প্রায় 20 ওভার বাকি থাকতেই তুলে দেন রোহিত-শ্রেয়সরা ৷ ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রথমে গিলকে হারালেও এদিন বিরাট কোহলিকে নিয়ে ম্যাচের হাল ধরেন অধিনায়ক নিজেই ৷ 16 রানে ক্রিজ ছাড়েন বিরাট ৷ কিন্তু শ্রেয়সকে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেন হিটম্যান ৷

  • Looks like the big boys are playing against school kids.
    Total demolition of Pakistan.

    — Virender Sehwag (@virendersehwag) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিটম্যান নিজে এদিন মাঠ ছাড়েন 86 রান করে ৷ অন্যদিকে 53 রান করে ভারতীয় দলকে জয় এনে দেন আইয়ার ৷ ভারতের এই দাপুটে খেলা দেখে খুশি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগও ৷ তিনি তো বাবর আজমের দলকে স্কুলের ছাত্রদের সঙ্গে তুলনা করে বসলেন ৷ তিনি লেখেন, "দেখে মনে হচ্ছে বিগ বয়'রা স্কুলের ছাত্রদের সঙ্গে ম্যাচ খেলছে ৷ পুরোপুরি পাকিস্তানকে দাবিয়ে রাখার খেলা ৷" অন্য একটি টুইটে তিনি অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা ও তাঁর দলকে ৷

আরও পড়ুন: আটে আট! হিটম্যানের হুংকারে ‘নরেন্দ্র মোদি’ স্টেডিয়ামে পাক ‘বধ’ ভারতের

পরপর দু'টি ম্যাচ জয়ের পর আজ তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল পাকিস্তানও ৷ কিন্তু জয়ের হ্যাটট্রিক গেল ভারতের ঝুলিতেই ৷ দুরন্ত বোলিং আর ব্যাটিং এদিন পাকিস্তান মাথা তুলতেই দিল না রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷

হায়দরাবাদ, 14 অক্টোবর: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার দুরন্ত জয় তুলে নিল ভারতীয় দল ৷ বিশ্বকাপে এই নিয়ে অষ্টমবার পাকিস্তানকে নাস্তানাবুদ করল ভারত ৷ ম্যাচে এদিন ব্যাটিং বা বোলিং কোনও ক্ষেত্রেই ভারতকে টেক্কা দিতে পারেনি বাবর আজমের দল ৷ 191 রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন মাত্র 30.3 ওভারেই মাত্র 3 উইকেট হারিয়ে জয় তুলে নেয় রোহিত অ্যান্ড কোং ৷ ম্যাচের নায়ক ক্যাপ্টেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার ৷ পাক বোলিংয়ের এই হাল দেখে ক্ষুব্ধ প্রাক্তন পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার ৷

  • I am sure Rohit & Virat have more pressure than this batting in nets.

    — Shoaib Akhtar (@shoaib100mph) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি এদিন টুইটে (বর্তমানে এক্স) লেখেন, "আমি নিশ্চিত রোহিত-বিরাটদের নেটে ব্যাটিং করতেও এর থেকে চাপ সহ্য করতে হয় ৷" ম্যাচের প্রথম পর্বে এদিন জাসপ্রীত বুমরা-মহম্মদ সিরাজদের দাপুটে বোলিংয়ে মাত্র 191 রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস ৷ জবাবে সেই রান প্রায় 20 ওভার বাকি থাকতেই তুলে দেন রোহিত-শ্রেয়সরা ৷ ব্যাটিংয়ের ক্ষেত্রে প্রথমে গিলকে হারালেও এদিন বিরাট কোহলিকে নিয়ে ম্যাচের হাল ধরেন অধিনায়ক নিজেই ৷ 16 রানে ক্রিজ ছাড়েন বিরাট ৷ কিন্তু শ্রেয়সকে সঙ্গে নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেন হিটম্যান ৷

  • Looks like the big boys are playing against school kids.
    Total demolition of Pakistan.

    — Virender Sehwag (@virendersehwag) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হিটম্যান নিজে এদিন মাঠ ছাড়েন 86 রান করে ৷ অন্যদিকে 53 রান করে ভারতীয় দলকে জয় এনে দেন আইয়ার ৷ ভারতের এই দাপুটে খেলা দেখে খুশি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগও ৷ তিনি তো বাবর আজমের দলকে স্কুলের ছাত্রদের সঙ্গে তুলনা করে বসলেন ৷ তিনি লেখেন, "দেখে মনে হচ্ছে বিগ বয়'রা স্কুলের ছাত্রদের সঙ্গে ম্যাচ খেলছে ৷ পুরোপুরি পাকিস্তানকে দাবিয়ে রাখার খেলা ৷" অন্য একটি টুইটে তিনি অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মা ও তাঁর দলকে ৷

আরও পড়ুন: আটে আট! হিটম্যানের হুংকারে ‘নরেন্দ্র মোদি’ স্টেডিয়ামে পাক ‘বধ’ ভারতের

পরপর দু'টি ম্যাচ জয়ের পর আজ তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল পাকিস্তানও ৷ কিন্তু জয়ের হ্যাটট্রিক গেল ভারতের ঝুলিতেই ৷ দুরন্ত বোলিং আর ব্যাটিং এদিন পাকিস্তান মাথা তুলতেই দিল না রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.