হায়দরাবাদ, 5 নভেম্বর: গোড়ালি মচকে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ ছিটকে যাওয়ায় ভারতীয় দলের পারমুটেশন-কম্বিনেশন যে বেশ ধাক্কা খেয়েছে, তার প্রমাণ খেলায় না-পাওয়া গেলেও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় ৷ বরোদার ইউটিলিটি অলরাউন্ডারের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তি হয়েছে পেসার প্রসিদ্ধ কৃষ্ণার ৷ দক্ষিণী এই পেসারের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির কারণে বেজায় খুশি তাঁর পুরনো ক্লাব ৷ ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে কথা বললেন সেই ক্লাবের সচিব ৷
বিশ্বকাপে সুযোগ পেয়ে বেঙ্গালুরুর বাসবানাগুড়ি ক্রিকেট অ্যাকাডেমি এবং মাউন্ট জয় ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করবেন কৃষ্ণা ৷ যে ক্রিকেট অ্যাকাডেমিতে কৃষ্ণার বেড়ে ওঠা, বিশ্বকাপ স্কোয়াডে তাঁর সুযোগের খবরে যে সেই অ্যাকাডেমি কর্তৃপক্ষ খুশি হবে; সেটা তো স্বাভাবিক ৷ তবে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে মাউন্ট জয় ক্রিকেট ক্লাবের বিকে রবি ৷
তিনি বলেন, "বাসবানাগুড়ি ক্রিকেট অ্যাকাডেমিতে প্রসিদ্ধ কেরিয়ারের প্রথমদিকে অনুশীলন করত ৷ পরবর্তীতে সে মাউন্ট জয় ক্রিকেট ক্লাবে যোগদান করে ৷ ও শুরু থেকেই ওর প্রতিভার ছাপ রেখেছিল ৷" বিকে রবি আরও বলেন, "প্রসিদ্ধ শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ব্যাপারে ৷ পাশাপাশি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া আরও অনেককিছু শেখার সুযোগ পাবে ও ৷"
কৃষ্ণাকে নিয়ে গর্বিত হওয়ার পাশাপাশি চলতি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করলেন কৃষ্ণার পুরনো ক্লাবের সচিব ৷ তিনি বলেন, "ব্যাটিংয়ের চালিকাশক্তি হিসেবে দলের হয়ে অবদান রেখে চলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷ পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, শুভমন গিল, সূর্যকুমাররা ৷"
আরও পড়ুন: কিং এখন কলকাতায়, আরও ঝলসে উঠুক 'বিরাট ব্যাট'; শুভ জন্মদিন কোহলি
দলের বোলিং বিভাগকেও প্রশংসায় ভরিয়েছেন বিকে রবি ৷ সুযোগ পেলে প্রসিদ্ধও শামি-সিরাজ-বুমরাদের মত বল হাতে অবদান রাখবেন বলে আশাবাদী তিনি ৷ জাতীয় দলের জার্সিতে 17টি ওয়ান ডে ম্যাচে 29টি উইকেট রয়েছে প্রাক্তন নাইট তারকার নামের পাশে ৷