ETV Bharat / sports

ICC World Cup 2023: 'তোমার পরামর্শ শুনে সব ঠান্ডা করে দিয়েছি', আখতারের কটাক্ষের পালটা সচিনের - শোয়েব আখতার

ভারত-পাকিস্তান ম্যাচের আগে ঘুরপথে সচিনকে কটাক্ষ করেছিলেন শোয়েব আখতার। ম্যাচ শেষ হতেই স্বভাবসিদ্ধ ঢঙে শোয়েব আখতারকে পালটা দিলেন সচিন।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 7:32 AM IST

Updated : Oct 15, 2023, 12:11 PM IST

হায়দরাবাদ,15 অক্টোবর: মাঠে তাঁদের 'শত্রুতা' ছিল সর্বজনবিদিত। সচিন তেন্ডুলকর এবং শোয়েব আখতারের সম্মুখ সমর সাম্প্রতিক কালের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ব্যাট-বলের এই লড়াই ঘিরে দর্শক থেকে শুরু করে ক্রিকেট সমালোচকদের আগ্রহের অন্ত ছিল না। শোয়েবের বলে অসংখ্য চার-ছয় মেরেছে সচিনের ব্যাট। আর সচিনকে 9 বার প্যাভিলিয়নে ফিরিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এবার সোশ্যাল মিডিয়ায় শোয়েবকে সোজা ব্যাটেই জবাব দিলেন সচিন। তবে এই দ্বৈরথের শেষটা হল সৌজন্য দিয়েই।

শুরুটা অবশ্য করেছিলেন শোয়েব। ভারত-পাকিস্তান ম্যাচের আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তিনি। 1999 সালে ইডেনে সচিনকে বোল্ড করে প্রথমবার বিশ্ব ক্রিকেটে নিজের জাত চেনান। সেই ছবি পোস্ট করে পাকিস্তানের এই প্রাক্তন পেসার লেখেন,"কাল (ভারত-পাক ম্যাচে) এমন কিছু করতে হল মাথা ঠান্ডা রাখা দরকার।" ছবিতে দেখা যাচ্ছে আউট হওয়ার পর ব্যাট হাতে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন সচিন। আর তাঁকে আউট করে উচ্ছ্বসিত আখতার।

সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার পথে হাঁটেননি সচিন। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন। রোহিতদের কাছে বাবর আজমরা দুরমুশ হতেই শোয়েবকে জবাব দেন সচিন। লেখেন,"বন্ধু, আমরা তোমার পরামর্শ মেনেই চলেছি আর সবকিছু ঠান্ডা করে দিয়েছি।" এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়।

অনেকেরই মনে পড়ে যায় শোয়েব আখতার আর সচিন তেন্ডুলকরের ব্যাট-বলের লড়াইয়ের কথা। এমনই আবহে আবার সক্রিয় হন শোয়েব। তবে এবার ধরা দেন অন্য রূপে। সচিনকে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বিজ্ঞাপন বলে অভিহিত করেন। তবে তার জন্য সোশ্যাল মিডিয়ার এই বন্ধুত্বপূর্ণ তরজা যে থামবে না তাও স্পষ্ট করে দেন শোয়েব আখতার।

  • My friend you're the greatest player of all times to have graced the game and the biggest ambassador of it.
    Our friendly banter doesn't change that for sure. https://t.co/yyWuYhbby8

    — Shoaib Akhtar (@shoaib100mph) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীর্ঘ ক্রিকেট জীবনে তাবড় বোলারদের মুখোমুখি হতে হয়েছে সচিনকে। এর মধ্যে তাঁকে সর্বাধিক 14 বার আউট করেছেন ব্রেট লি। 13 বার আউট করেছেন গ্লেন ম্যাকগ্রাথ এবং মুথাইয়া মুরলীথরন। এছাড়া শন পোলক এবং চামিন্ডা ভাস 9 বার করে আউট করেছেন সচিনকে। শোয়েব আখতারের অবস্থানও এখানে। এবার বিশ্ব ক্রিকেটের দুই মহারথির তরজা ঘিরে সরগরম হয়ে রইল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: 'নেটে ব্যাট করতেও এর থেকে বেশি চাপ হয় বিরাট-রোহিতদের', বাবরদের ম্যাচ দেখে ক্ষুব্ধ শোয়েব

হায়দরাবাদ,15 অক্টোবর: মাঠে তাঁদের 'শত্রুতা' ছিল সর্বজনবিদিত। সচিন তেন্ডুলকর এবং শোয়েব আখতারের সম্মুখ সমর সাম্প্রতিক কালের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। ব্যাট-বলের এই লড়াই ঘিরে দর্শক থেকে শুরু করে ক্রিকেট সমালোচকদের আগ্রহের অন্ত ছিল না। শোয়েবের বলে অসংখ্য চার-ছয় মেরেছে সচিনের ব্যাট। আর সচিনকে 9 বার প্যাভিলিয়নে ফিরিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এবার সোশ্যাল মিডিয়ায় শোয়েবকে সোজা ব্যাটেই জবাব দিলেন সচিন। তবে এই দ্বৈরথের শেষটা হল সৌজন্য দিয়েই।

শুরুটা অবশ্য করেছিলেন শোয়েব। ভারত-পাকিস্তান ম্যাচের আগে নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তিনি। 1999 সালে ইডেনে সচিনকে বোল্ড করে প্রথমবার বিশ্ব ক্রিকেটে নিজের জাত চেনান। সেই ছবি পোস্ট করে পাকিস্তানের এই প্রাক্তন পেসার লেখেন,"কাল (ভারত-পাক ম্যাচে) এমন কিছু করতে হল মাথা ঠান্ডা রাখা দরকার।" ছবিতে দেখা যাচ্ছে আউট হওয়ার পর ব্যাট হাতে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন সচিন। আর তাঁকে আউট করে উচ্ছ্বসিত আখতার।

সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার পথে হাঁটেননি সচিন। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন। রোহিতদের কাছে বাবর আজমরা দুরমুশ হতেই শোয়েবকে জবাব দেন সচিন। লেখেন,"বন্ধু, আমরা তোমার পরামর্শ মেনেই চলেছি আর সবকিছু ঠান্ডা করে দিয়েছি।" এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়।

অনেকেরই মনে পড়ে যায় শোয়েব আখতার আর সচিন তেন্ডুলকরের ব্যাট-বলের লড়াইয়ের কথা। এমনই আবহে আবার সক্রিয় হন শোয়েব। তবে এবার ধরা দেন অন্য রূপে। সচিনকে বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বিজ্ঞাপন বলে অভিহিত করেন। তবে তার জন্য সোশ্যাল মিডিয়ার এই বন্ধুত্বপূর্ণ তরজা যে থামবে না তাও স্পষ্ট করে দেন শোয়েব আখতার।

  • My friend you're the greatest player of all times to have graced the game and the biggest ambassador of it.
    Our friendly banter doesn't change that for sure. https://t.co/yyWuYhbby8

    — Shoaib Akhtar (@shoaib100mph) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দীর্ঘ ক্রিকেট জীবনে তাবড় বোলারদের মুখোমুখি হতে হয়েছে সচিনকে। এর মধ্যে তাঁকে সর্বাধিক 14 বার আউট করেছেন ব্রেট লি। 13 বার আউট করেছেন গ্লেন ম্যাকগ্রাথ এবং মুথাইয়া মুরলীথরন। এছাড়া শন পোলক এবং চামিন্ডা ভাস 9 বার করে আউট করেছেন সচিনকে। শোয়েব আখতারের অবস্থানও এখানে। এবার বিশ্ব ক্রিকেটের দুই মহারথির তরজা ঘিরে সরগরম হয়ে রইল সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: 'নেটে ব্যাট করতেও এর থেকে বেশি চাপ হয় বিরাট-রোহিতদের', বাবরদের ম্যাচ দেখে ক্ষুব্ধ শোয়েব

Last Updated : Oct 15, 2023, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.