বেঙ্গালুরু, 12 নভেম্বর: সেমিফাইনালের আগে রবিবার বেঙ্গালুরুতে লিগের শেষ ম্যাচে মেজাজে টিম ইন্ডিয়ার ব্যাটিং ৷ টপ অর্ডার থেকে মিডল অর্ডার, ডাচদের বিরুদ্ধে সকল ব্যাটারই পেলেন অর্ধশতরান ৷ অন্যথা নন রোহিত শর্মাও ৷ রবিবার ক্রিজে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মক স্বভাবে ধরা দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁকে 61 রানে প্যাভিলিয়নে ফিরে যেতে হলেও এদিন তিনি দু'টি রেকর্ড ছুঁয়ে নজির গড়েন ক্যাপ্টেন রোহিত ৷ ছক্কা হাঁকিয়ে এই বিশ্বরেকর্ড করেন রোহিত।
এক ক্যালেন্ডার বছরে রোহিত শর্মা এদিন ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি ছয় মারার রেকর্ড নিজের নামে করেন। চলতি ক্যালেন্ডার বছরে 59টি ছক্কা মেরেছেন তিনি। এদিন ইনিংসের 6.4 ওভারে কলিন অ্যাকারম্যানের বলে ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেন ভারত অধিনায়ক। তিনি এদিন দক্ষিণ আফ্রিকার এবি ডি'ভিলিয়ার্সের রেকর্ড ভেঙেছেন রোহিত। 2015 সালে একটি ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক 58টি ছক্কা মেরেছিলেন ডি'ভিলিয়ার্স। সেই রেকর্ডই এদিন ছাপিয়ে গেলেন 'হিটম্যান' ৷ এই রেকর্ডের তালিকায় তৃতীয় এবং চতুর্থস্থানে রয়েছেন ক্রিস গেইল ও শাহিদ আফ্রিদিও ৷
-
𝗛𝗜𝗧𝗠𝗔𝗡 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟!
— BCCI (@BCCI) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Captain Rohit Sharma now holds the record for the most ODI sixes in the calendar year 💥#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNED pic.twitter.com/YTCYHAKk7B
">𝗛𝗜𝗧𝗠𝗔𝗡 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟!
— BCCI (@BCCI) November 12, 2023
Captain Rohit Sharma now holds the record for the most ODI sixes in the calendar year 💥#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNED pic.twitter.com/YTCYHAKk7B𝗛𝗜𝗧𝗠𝗔𝗡 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟!
— BCCI (@BCCI) November 12, 2023
Captain Rohit Sharma now holds the record for the most ODI sixes in the calendar year 💥#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNED pic.twitter.com/YTCYHAKk7B
যদিও এখনও বছর শেষ হয়নি, বাকি রয়েছে বিশ্বকাপের ম্যাচও ৷ তাই হিটম্যানের ওভার বাউন্ডারির প্রদর্শনী এখনও দেখা বাকি ক্রিকেটবিশ্বের ৷ তাই রোহিতের ছক্কার সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এর পাশাপাশি অধিনায়ক হিসাবে একটি বিশ্বকাপে সব থেকে বেশি ছক্কাও এদিন রোহিতের দখলে এল ৷ চলতি বিশ্বকাপে 23টি ছক্কা মেরেছেন ভারত অধিনায়ক। তিনি ছাপিয়ে গিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যানকে। তিনি 22টি ছক্কা মেরেছিলেন 2019 বিশ্বকাপে ৷
এই তালিকাতেও নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি'র। 2015 সালের বিশ্বকাপে 21টি ছক্কা মেরেছিলেন তিনি ৷ উল্লেখ্য, রোহিতই প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি এক ক্যালেন্ডার বর্ষে ওয়ান-ডে ক্রিকেটে 50টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন গড়েছেন।
আরও পড়ুন: