আমেদাবাদ, 21 নভেম্বর: গোটা টুর্নামেন্ট ভালো খেললেও আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার ৷ 140 কোটি দেশবাসীর প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছেন রোহিতরা ৷ দু'দশক পরও সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটা বিশ্বকাপের ফাইনালে হার ৷ হারের পর দলের প্রত্যেক সদস্যের মুখে হতাশার ছাপ ৷ মনখারাপ সকলের ৷ ম্যাচের শেষে বিধ্বস্ত ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সাহস জোগাতে দলের প্রত্যেক সদস্যকে একে-অপরের পাশে থাকতে বললেন ৷
"মোদি বলেন, "তোমরা দশ-দশটা ম্যাচ জিতে এসেছ, এটা তো হতেই পারে ৷ মুসকুরাইয়ে ভাই...পুরো দেশ তোমাদের দেখছে ৷" এরই মাঝে বারবার পিঠ চাপড়ে দিয়েছেন ক্যাপ্টেন রোহিতের ও বিরাট কোহলির ৷ হাসতে বলেছেন রোহিতকে ৷ নিজেও সকলের সামনে হাসিমুখে রয়েছেন ৷ বিশ্বকাপ হেরে দল ভেঙে পড়ায় সাহস জোগাতেই হাসিমুখে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে ৷ এরপরই প্রধানমন্ত্রীর গলায়, "আমি ভাবলাম সকলের সঙ্গে একবার দেখা করি ৷" ফের একবার তিনি বলেন, "এটা তো হতেই পারে ৷"
এরপরই মোদি কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে হাত মিলিয়ে তাঁর পিঠ চাপড়ে বলেন, "কী রাহুল! তোমরা আচ্ছা পরিশ্রম করেছ ৷" এরপরই 'কী বাপু' বলে জাদেজার কাছে যান মোদি ৷ বলেন, 'নিরাশ হয়ো না ৷' এরপর শুভমনের কাছে যান মোদি ৷ তারপরই শামিকে জড়িয়ে ধরে মোদির সংযোজন, "এবার খুব ভালো খেলেছ তুমি ৷ শামির সঙ্গে হাত মিলিয়ে ফের একবার মোদি পিঠ চাপড়ে দিয়েছেন ৷ পরে বুমরার সঙ্গে হাত মেলাতে গিয়ে বলেন, "তুমি তো গুজরাতি ভাষা জানো ?" বুমরা উত্তর দেন, "অল্প অল্প ৷" এরপরই হাসেন মোদি ৷ দলের সকলেই হাসেন ৷ সকলেই ভালো খেলেছ, পরিশ্রম করেছ ৷ এমন হতেই পারে ৷ সাহস, ভরসা জুগিয়ে রাখ, একে অপরের পাশে থাক ৷ নিমন্ত্রণ করলাম, একদিন দিল্লি এসো, সকলের সঙ্গে বসব ৷"
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রবীন্দ্র জাদেজা এক্স হ্যান্ডলে লেখেন, "হৃদয় ভেঙে গেলেও মানুষের সমর্থনই আমাদের শক্তি জোগাচ্ছে । প্রধানমন্ত্রীও ড্রেসিংরুমে এসে সকলের মনোবল বাড়িয়েছেন ।" পাশাপাশি মহম্মগ শামিও এক্সে মোদির দেখা করা নিয়ে টুইট করেছেন ৷
আরও পড়ুন: