চেন্নাই, 23 অক্টোবর: ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর সোমবার চিপকে জয়ে ফিরতে মরিয়া 'মেন ইন গ্রিন' ৷ চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে প্রতিপক্ষ হিসাবে আফগানিস্তান বেশ কঠিন চ্যালেঞ্জ রাখল পাক ব্যাটারদের জন্য় ৷ স্পিন সহায়ক পিচের ফায়দা এদিন ভালোই তোলেন আফগান বোলাররা ৷ রাশিদ খান যদিও উইকেটের খাতা খুলতে পারেননি তবে চায়নাম্যান বোলার নুর আহমেদ রীতিমতো কঠিন প্রশ্নের মুখে ফেলে দেন পাক ব্যাটারদের ৷ যদিও বাবর আজম-আবদুল্লাহ শফিকের জোড়া অর্ধশতরানের জেরে 7 উইকেট হারিয়ে 282 রান করল পাকিস্তান ৷
পাক ব্যাটাররা শুরুটা তেমন ভালো করতে পারেননি ৷ মাত্র 17 রানে সাজ ঘরে ফেরেন ইমাম-উল হক ৷ তবে চলতি বিশ্বকাপে বেশ ভালো ফর্মে রয়েছেন অন্য ওপেনিং ব্যাটার আবদুল্লাহ শফিক ৷ সেই ফর্মের ঝলক দেখা গেল এদিনও ৷ 75 বলে 5টি চার এবং 2টি ছয়ের সৌজন্য়ে 58 রানের ইনিংস খেলেন তিনি ৷ পাশাপাশি অধিনায়ক বাবর আজমও ব্যাট করেন নিজস্ব ছন্দে ৷ 4টি চার ও একটি ছয়ের সাহায্যে তাঁর সংগ্রহ 74 রান ৷
মহম্মদ রিজওয়ান, সাউদ শাকিল ব্যর্থ হলেও ইনিংসের শেষ অধ্যায়ে সুন্দর ফিনিশিং টাচ দেন শাদাব খান এবং ইফতিকার আহমেদ ৷ বিশেষত, ইফতিকারের 27 বলে 40 রানের ঝোড়ো ইনিংসের জেরেই আফগানদের জন্য 283 রানের চ্যালেঞ্জিং টার্গেট রাখল পাকিস্তান ৷ অন্যপ্রান্তে শাদাব খানও ইফতিকারের যোগ্য সঙ্গত দেন ৷ তিনিও এদিন করেন 38 বলে 40 রান ৷
আরও পড়ুন: চিপকে আফগানদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং বাবরদের
আফগানিস্তানের হয়ে সোমবার সর্বোচ্চ 3টি উইকেট তুলে নেন নুর আহমেদ ৷ তাঁর শিকারের তালিকায় রয়েছেন বাবর আজম, আবদুল্লাহ শফিক এবং মহম্মদ রিজওয়ান ৷ আর তিনি খরচ করেছেন মাত্র 49 রান ৷ রাশিদ, মুজিব উইকেট না পেলেও 2টি উইকেট পান নবীন-উল-হক ৷ আর একটি করে উইকেট পান মহম্মদ নবি এবং আজমতউল্লাহ ওমরজাই ৷