ETV Bharat / sports

ICC World Cup 2023: বোলিং আক্রমণে পার্টনারশিপের অভাব ভোগাচ্ছে পাকিস্তানকে, দাবি কোচ মর্কেলের - Defeat Against Australia

বোলিংয়ে ধারাবাহিকতার অভাবটাই দলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ভারতে ম্য়াচ জিততে বোলিংয়েও পার্টনারশিপ তৈর করা একান্ত দরকার ৷ মেনে নিলেন পাক বোলিং কোচ মর্নি মর্কেল ৷

ICC World Cup 2023
পাক বোলিং কোচ মর্নি মর্কেল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 9:37 PM IST

বেঙ্গালুরু, 21 অক্টোবর: বিশ্বকাপের যাত্রাটা ভালোই শুরু করেছিল পাকিস্তান ৷ কিন্তু, পরপর দুই ম্য়াচে হারের জেরে এই মুহূর্তে বেশ চাপে তারা ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 62 রানের হারের ফলে এখন লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের দল ৷ এবার এই হার নিয়ে বলতে গিয়ে পাক বোলিংকেই দুষলেন বোলিং কোচ মর্নি মর্কেল ৷ তাঁর দাবি বোলিংয়ের ক্ষেত্রে কোনও ভালো পার্টনারশিপ তৈরি হয়নি আর সেই কারণেই রানের বন্যা রুখতে পারেনি 'মেন ইন গ্রিন' ৷

মর্নি বলেন, "গত দু'টি ম্যাচ ধরে এটাই আমাদের অন্যতম চর্চার বিষয় ৷ বোলিংয়েও পার্টনারশিপ তৈরি করা ৷ ভারতে খেলার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ৷ দু'দিক থেকেই চাপ তৈরি করতে হবে ৷ আর এই মুহূর্তে আমরা সেটাই করতে পারিনি ৷" মর্নির দাবি, শাহিন শাহ আফ্রিদির পাশে নাসিম শাহের মতো একজন পেসার না থাকাটা দলের জন্য় চাপের হয়ে দাঁড়িয়েছে ৷

তিনি বলেন, "নাসিম একজন দারুণ বোলার ৷ আপনি স্ট্যাটিসটিকস দেখলেই বুঝবেন নতুন বলে ওর ধারাবাহিকতা দুরন্ত ৷ ও শাহিনের সঙ্গে যেভাবে পার্টনারশিপ তৈরি করেছিল বোলিং পার্টনারশিপের কথা বলতে গেলে ঠিক সেটাই বলতে হয় ৷ নাসিমের না থাকাটা একটা বড় ক্ষতি ৷" হ্যারিস রাউফ এবং হাসান আলি শিখছেন এমনটাই দাবি করেছেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মর্কেল বলেন, "হাসান আলি এবং হ্য়ারিস রাউফের জন্য় এটা একটা নতুন বিষয় ৷ সাধারণত ওরা পাওয়ার প্লে’র পরে বোলিং করেই অভ্যস্ত ৷ কিন্তু আমার মনে হয় যে সুযোগ ওরা পেয়েছে সেটা কাজে লাগাতে ওরা বদ্ধপরিকর ৷ ভারতে নতুন বল ঠিকমতো ব্যবহার করাটা খুব কঠিন কাজ ৷ কারণ এই ধরনের ম্যাচে মার্জিন একেবারে কম থাকে ৷"

আরও পড়ুন: বিশ্বকাপে বিধ্বস্ত বাবররা, জাম্পার ঘূর্ণিতে পাক ‘বধ’ অজিদের

অস্ট্রেলিয়ার কাছে হারের পর দলের অন্দরেও তা নিয়ে চর্চা হয়েছে তেমনটাই জানিয়েছেন পাক বোলিং কোচ ৷ তিনি বলেন, "আমাদের এটা নিয়ে চর্চা হয়েছে ৷ বিশ্বকাপের ওপেনিং স্পেলগুলো নিয়েও আলোচনা হয়েছে ৷ কোথায় কোথায় আমরা আরও স্মার্ট আক্রমণ করতে পারি তা নিয়েও কথা বলেছি ৷" হ্যারিস রাউফের কথা বলতে গিয়ে তিনি জানান, ও হয়তো একটু বেশি চেষ্টা করেছিল হার্ড লেন্থে বল করার ৷ পরের দিকে ব্যাপারটা বুঝে গতিতে পরিবর্তন এনেছে আর সফলও হয়েছে ৷

বেঙ্গালুরু, 21 অক্টোবর: বিশ্বকাপের যাত্রাটা ভালোই শুরু করেছিল পাকিস্তান ৷ কিন্তু, পরপর দুই ম্য়াচে হারের জেরে এই মুহূর্তে বেশ চাপে তারা ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 62 রানের হারের ফলে এখন লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের দল ৷ এবার এই হার নিয়ে বলতে গিয়ে পাক বোলিংকেই দুষলেন বোলিং কোচ মর্নি মর্কেল ৷ তাঁর দাবি বোলিংয়ের ক্ষেত্রে কোনও ভালো পার্টনারশিপ তৈরি হয়নি আর সেই কারণেই রানের বন্যা রুখতে পারেনি 'মেন ইন গ্রিন' ৷

মর্নি বলেন, "গত দু'টি ম্যাচ ধরে এটাই আমাদের অন্যতম চর্চার বিষয় ৷ বোলিংয়েও পার্টনারশিপ তৈরি করা ৷ ভারতে খেলার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ৷ দু'দিক থেকেই চাপ তৈরি করতে হবে ৷ আর এই মুহূর্তে আমরা সেটাই করতে পারিনি ৷" মর্নির দাবি, শাহিন শাহ আফ্রিদির পাশে নাসিম শাহের মতো একজন পেসার না থাকাটা দলের জন্য় চাপের হয়ে দাঁড়িয়েছে ৷

তিনি বলেন, "নাসিম একজন দারুণ বোলার ৷ আপনি স্ট্যাটিসটিকস দেখলেই বুঝবেন নতুন বলে ওর ধারাবাহিকতা দুরন্ত ৷ ও শাহিনের সঙ্গে যেভাবে পার্টনারশিপ তৈরি করেছিল বোলিং পার্টনারশিপের কথা বলতে গেলে ঠিক সেটাই বলতে হয় ৷ নাসিমের না থাকাটা একটা বড় ক্ষতি ৷" হ্যারিস রাউফ এবং হাসান আলি শিখছেন এমনটাই দাবি করেছেন তিনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মর্কেল বলেন, "হাসান আলি এবং হ্য়ারিস রাউফের জন্য় এটা একটা নতুন বিষয় ৷ সাধারণত ওরা পাওয়ার প্লে’র পরে বোলিং করেই অভ্যস্ত ৷ কিন্তু আমার মনে হয় যে সুযোগ ওরা পেয়েছে সেটা কাজে লাগাতে ওরা বদ্ধপরিকর ৷ ভারতে নতুন বল ঠিকমতো ব্যবহার করাটা খুব কঠিন কাজ ৷ কারণ এই ধরনের ম্যাচে মার্জিন একেবারে কম থাকে ৷"

আরও পড়ুন: বিশ্বকাপে বিধ্বস্ত বাবররা, জাম্পার ঘূর্ণিতে পাক ‘বধ’ অজিদের

অস্ট্রেলিয়ার কাছে হারের পর দলের অন্দরেও তা নিয়ে চর্চা হয়েছে তেমনটাই জানিয়েছেন পাক বোলিং কোচ ৷ তিনি বলেন, "আমাদের এটা নিয়ে চর্চা হয়েছে ৷ বিশ্বকাপের ওপেনিং স্পেলগুলো নিয়েও আলোচনা হয়েছে ৷ কোথায় কোথায় আমরা আরও স্মার্ট আক্রমণ করতে পারি তা নিয়েও কথা বলেছি ৷" হ্যারিস রাউফের কথা বলতে গিয়ে তিনি জানান, ও হয়তো একটু বেশি চেষ্টা করেছিল হার্ড লেন্থে বল করার ৷ পরের দিকে ব্যাপারটা বুঝে গতিতে পরিবর্তন এনেছে আর সফলও হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.