ETV Bharat / sports

ICC World Cup 2023: কুইন্টন-ডুসান-মিলারের ত্রিফলা ব্যাটিং-তাণ্ডবে বিধ্বস্ত কিউয়িরা - Quinton de Kock

কুইন্টন ডি'কক এবং রাসি ভ্যান-ডার ডুসানের জোড়া শতরানে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা ৷ জয়ের জন্য কিউয়িদের সামনে 358 রানের বিশাল টার্গেট ৷

ICC World Cup 2023
ত্রিফলা আক্রমণে বিধ্বস্ত কিউয়ি শিবির
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 6:31 PM IST

পুনে, 1 নভেম্বর: কিউয়ি বোলারদের নিয়ে এবার ছেলেখেলা করলেন প্রোটিয়া ব্যাটাররা ৷ পুনের এমসিএ স্টেডিয়ামে কুইন্টন ডি'কক ও রাসি ভ্যান-ডার ডুসানের জোড়া শতরানে কিউয়িদের সামনে 358 রানের লক্ষ্যমাত্রা রাখল দক্ষিণ আফ্রিকা ৷ সেই সঙ্গে ফিরল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের স্মৃতিও ৷ লঙ্কা বোলারদের বিরুদ্ধেও শতরান পেয়েছিলেন এই দুই প্রোটিয়া ব্যাটার ৷

চলতি বিশ্বকাপে এই নিয়ে চতুর্থবার শতরানের মাইলস্টোন স্পর্শ করেন ডি'কক ৷ এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়দের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন বাঁ-হাতি প্রোটিয়া ওপেনার ৷ সামনে শুধুই রোহিত শর্মা ৷ এক বিশ্বকাপে সর্বাধিক 5টি শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ 116 বলে 10টি চার এবং 3টি ছক্কার সাহায্যে 114 রান করেন প্রোটিয়া ব্যাটার ৷ যদিও ম্যাচ চলাকালীন কয়েকবার সহজ ক্যাচ দিয়েও জীবনদান পেয়েছেন তিনি ৷ তবে সেই সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি ডি'কক ৷

অধিনায়ক টেম্বা বাভুমা আবারও ব্যর্থ হলেন বটে তবে ভ্যান-ডার ডুসানও এদিনও ধরা দেন নিজস্ব ছন্দে ৷ চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতরান পূর্ণ করেন তিনি ৷ কুইন্টনকে সঙ্গে নিয়ে তিনি গড়েন 200 রানের পার্টনারশিপ ৷ 118 বলে 133 রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাসি ৷ তাঁর ব্যাট থেকে আসে 9টি চার ও 5টি বিশাল ছক্কা ৷

মূলত তাঁদের মারমুখী আক্রমণের সামনেই টিম সাউদি, ট্রেন্ট ব্লোট, ম্যাট হেনরির মতো দক্ষ বোলারাও রীতিমতো নাস্তানাবুদ হন ৷ 7 বোলার পরিবর্তন করেও প্রোটিয়া ব্যাটারদের বশে আনতে পারেননি কিউয়ি অধিনায়ক টম লাথাম ৷ শেষবেলায় 30 বলে 53 রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের টার্গেট কঠিন করে দেন ডেভিড মিলার ৷ নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 357 রান করে দক্ষিণ আফ্রিকা ৷ এর আগে চলতি বিশ্বকাপে ধরমশালায় কিউয়ি বোলারদের পিটিয়ে 388 রান তুলেছিলেন অজি ব্যাটাররা ৷

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ডি’কক, দুরন্ত শতরানে সৌরভকে টপকালেন কুইনি

পুনে, 1 নভেম্বর: কিউয়ি বোলারদের নিয়ে এবার ছেলেখেলা করলেন প্রোটিয়া ব্যাটাররা ৷ পুনের এমসিএ স্টেডিয়ামে কুইন্টন ডি'কক ও রাসি ভ্যান-ডার ডুসানের জোড়া শতরানে কিউয়িদের সামনে 358 রানের লক্ষ্যমাত্রা রাখল দক্ষিণ আফ্রিকা ৷ সেই সঙ্গে ফিরল শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের স্মৃতিও ৷ লঙ্কা বোলারদের বিরুদ্ধেও শতরান পেয়েছিলেন এই দুই প্রোটিয়া ব্যাটার ৷

চলতি বিশ্বকাপে এই নিয়ে চতুর্থবার শতরানের মাইলস্টোন স্পর্শ করেন ডি'কক ৷ এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়দের পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন বাঁ-হাতি প্রোটিয়া ওপেনার ৷ সামনে শুধুই রোহিত শর্মা ৷ এক বিশ্বকাপে সর্বাধিক 5টি শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ 116 বলে 10টি চার এবং 3টি ছক্কার সাহায্যে 114 রান করেন প্রোটিয়া ব্যাটার ৷ যদিও ম্যাচ চলাকালীন কয়েকবার সহজ ক্যাচ দিয়েও জীবনদান পেয়েছেন তিনি ৷ তবে সেই সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি ডি'কক ৷

অধিনায়ক টেম্বা বাভুমা আবারও ব্যর্থ হলেন বটে তবে ভ্যান-ডার ডুসানও এদিনও ধরা দেন নিজস্ব ছন্দে ৷ চলতি বিশ্বকাপে দ্বিতীয় শতরান পূর্ণ করেন তিনি ৷ কুইন্টনকে সঙ্গে নিয়ে তিনি গড়েন 200 রানের পার্টনারশিপ ৷ 118 বলে 133 রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাসি ৷ তাঁর ব্যাট থেকে আসে 9টি চার ও 5টি বিশাল ছক্কা ৷

মূলত তাঁদের মারমুখী আক্রমণের সামনেই টিম সাউদি, ট্রেন্ট ব্লোট, ম্যাট হেনরির মতো দক্ষ বোলারাও রীতিমতো নাস্তানাবুদ হন ৷ 7 বোলার পরিবর্তন করেও প্রোটিয়া ব্যাটারদের বশে আনতে পারেননি কিউয়ি অধিনায়ক টম লাথাম ৷ শেষবেলায় 30 বলে 53 রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের টার্গেট কঠিন করে দেন ডেভিড মিলার ৷ নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 357 রান করে দক্ষিণ আফ্রিকা ৷ এর আগে চলতি বিশ্বকাপে ধরমশালায় কিউয়ি বোলারদের পিটিয়ে 388 রান তুলেছিলেন অজি ব্যাটাররা ৷

আরও পড়ুন: অপ্রতিরোধ্য ডি’কক, দুরন্ত শতরানে সৌরভকে টপকালেন কুইনি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.